| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর মুক্তি পায় আলিয়া ভাটের প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’। করন জোহর পরিচালিত এ ছবিতে অভিনয় দিয়েই তিনি প্রমান করেছেন বলিউডে দীর্ঘদিন দ্যুতি ছড়াবেন তিনি। আকর্ষনীয় ফিগার আর দারুন অভিনয় দিয়ে প্রথম ছবিতেই বাজিমাত করেন আলিয়া।
বর্তমানে নতুন ছবিতে কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মহেশ ভাট কন্যা আলিয়া। সম্প্রতি শেষ করেছেন ইমতিয়াজ আলী পরিচালিত ‘হাইওয়ে’ ছবির শুটিং। ছবিটির প্রযোজক সাজিদ নাদিওয়ালা।এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ।
‘হাইওয়ে’ ছবিতে আলেয়াকে দেখা যাবে একজন কাশ্মিরী মেয়ের চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন রনদ্বীপ হুদা। চলতি বছরের ১৩ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
সম্প্রতি মুম্বাইয়ে টুয়েন্টিওয়ান ব্র্যান্ডের পোশাক শোরুম উদ্বোধনে এসে আলিয়া বলেন, “‘হাইওয়ে’ আমার জন্য একটি চ্যালেঞ্জ, আর আমি নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। এ ছবিতে কাজ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে আমার জন্য সৌভাগ্যের।”
এছাড়া অভিষেক বর্মনের পরিচালনায় ‘টু স্টেটস’ ছবিতেও অভিনয় করছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউডে নবাগত নায়ক অর্জুন কাপুরকে। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা এবং করন জোহর।
বলিউড জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব মহেশ ভাটের কন্যা আগেই জানিয়ে দিয়েছেন বাবার প্রভাবে নয়, বলিউডে জায়গা করে নিতে চান নিজের যোগ্যতা দিয়েই। সে পথেই হাটছেন আলিয়া ভাট।
©somewhere in net ltd.