|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ফারহানা শারমিন
ফারহানা শারমিন
	অতি সাধারন পরিবারের সাধারন একটি মেয়ে। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগ এর উপর মাস্টার্স করেছি। একটি এনজিও তে ছোট চাকরী করছি। রিসার্চ এসিস্টেন্ট পদে।
বিএনপির চেয়ারপারসন খালেদা ভাবি ইংরেজিতে আর্টিকেল লিখেছে। আমি এখন পর্যন্ত উনার লেখা একটা বাংলা আর্টিকেল ও ত পড়ার সুযোগ পেলাম না। উনি নাকি ইংরেজিতে মাত্র ৩ পেয়েছেন এস এস সি তে। উনি এত ইংরেজি হঠাত করে কোথা থেকে শিখে গেলেন আমার ঠিক মাথায় ধরছেনা।
তা ও আবার যেন তেন নয় রীতিমত ওয়াশিংটন টাইম্স এ।
বিস্তারিত এই লিঙ্ক এ। Khaleda wrote an article in the US-based newspaper The Washington Times  ।
 ৪৩ টি
    	৪৩ টি    	 +০/-০
    	+০/-০  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪২
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪২
ফারহানা শারমিন বলেছেন: রীতিমতো আমিও।
২|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৭
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৭
প্রিন্স হেক্টর বলেছেন:   
   
   
   
 
হাচা কইতেছেন?  কি শুনাইলেন?   
 
এ্যান্টেনা ঝিরঝির :-&   
 
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪০
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪০
ফারহানা শারমিন বলেছেন: আমার এন্টেনাও কিছুক্ষণ জিরজির করছে। পরে বুজতে পারলাম, আহা আর্টিকেল ত আবার কুকিল সমাজের কাছে কিনতে ও পাওয়া যায়।
৩|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৯
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৯
রানার ব্লগ বলেছেন:   
   বুঝলেন না উনি ভাব ধরছেন আর তার ভাব দেখে অন্ন জন লিখে দিছেন ওনার মহা কাব্য
 বুঝলেন না উনি ভাব ধরছেন আর তার ভাব দেখে অন্ন জন লিখে দিছেন ওনার মহা কাব্য 
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪১
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪১
ফারহানা শারমিন বলেছেন: আলাদা কাব্য - বাই খালেদা
৪|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪২
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪২
রানার ব্লগ বলেছেন: পড়লাম তার মহা কাব্য, এখন আমার প্রশ্ন হলে যে ইংলিশ তিনি ব্যবহার করেছেন তা নিজে পরতে পারবেন তো??????????
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪৫
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪৫
ফারহানা শারমিন বলেছেন: হইহাহাহাহহা!!!!
৫|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪৩
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪৩
বিপদেআছি বলেছেন:   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪৫
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪৫
ফারহানা শারমিন বলেছেন: হিহিহিহিহি
৬|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫২
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫২
ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: দেশে অশিক্ষিত লোকজন কোটি কোটি টাকার বিজনেস চালাচ্ছে, আপনারা কি ভাবেন দেশ চালাতে এসএসসি পাশ করতে হয়?
 সিরাজউদ্দৌলা কি ইংরেজী জানতো?
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫৮
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫৮
ফারহানা শারমিন বলেছেন: সিরাজ তা জানত না। কিন্তু এই যুগে কোন দেশের একজন প্রেসিডেন্ট এর ইংরেজি জানা টা জরুরী।
৭|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫২
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫২
আমি ব্লগার হইছি! বলেছেন: 
খালেদা জিয়া ফাইভ পাশ
গণতন্ত্রের পাছায় বাশ।
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০০
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০০
ফারহানা শারমিন বলেছেন: শেখ হাসিনা এম এ পাশ।
রাস্তায় মরে শ শ বিশ্বজিৎ দাস।
৮|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫৪
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫৪
লিঙ্কনহুসাইন বলেছেন:   
   
   
   রানার ব্লগ বলেছেন: পড়লাম তার মহা কাব্য, এখন আমার প্রশ্ন হলে যে ইংলিশ তিনি ব্যবহার করেছেন তা নিজে পরতে পারবেন তো??????????
 রানার ব্লগ বলেছেন: পড়লাম তার মহা কাব্য, এখন আমার প্রশ্ন হলে যে ইংলিশ তিনি ব্যবহার করেছেন তা নিজে পরতে পারবেন তো??????????
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৩
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৩
ফারহানা শারমিন বলেছেন: মহাকাব্য! ঃপি
৯|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫৫
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫৫
কান্টি টুটুল বলেছেন: 
সাধারণ পরিবারের সাধারণ একটি মেয়ে আপনি নন,আপনি অসাধারণ!
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০২
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০২
ফারহানা শারমিন বলেছেন: খালেদা কে খাট করে অসাধারন হয়ে গেলাম নাকি ভাইয়া? শেখ হাসিনা কে ক্রিটিসাইজ করলেও কি এইরকম অসাধারন ই থাকব? নাকি আবার গালিগালাজ শুরু করে দিবেন?
১০|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০১
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০১
উদাসীফাহিম বলেছেন: japan chine er ekti PM o to english janena.eta apnader shomossa.......ki....apnara mahfuijjar moto dr kinesen.segulu diye chira muri khan
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৫
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৫
ফারহানা শারমিন বলেছেন: বাংলাদেশ জাপান অথবা চিন এর মত হয়ে গেলে আমাদের প্রধান মন্ত্রির ইংরেজি হয়ত না জানলেও চলবে। কিন্তু তার আগে আমাদের প্রেসিডেন্ট কে অবশ্যই খুব বেশি বিচক্ষণ, ডিসিশন মেকার ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হবে।
১১|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৪
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৪
মুহাম্মদ ফয়সল বলেছেন: কি যে কন ভাই, দেশ চালাইলো দশ বছর ধইরা, বাংলাদেশের প্রথম সৈরাচারের স্ত্রী, তিনি না লিখতে পারলে কে পারবে। এতদিনযে তিনি চুপ ছিলেন তা এই দেশের জন্য দুর্ভাগ্য!
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:১১
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:১১
ফারহানা শারমিন বলেছেন: জিয়াউর রহমান এর গোপন বিচারে কর্নেল তাহের কে হত্নার বিষয় টি এবং যুদ্ধাপরাধী পুনর্বাসন খুব ই ঘৃণিত হয়েছে। এছারা উনার রাষ্ট্র পরিচালনার  ধরন ইতিহাসে যতটুকু জেনেছি মাশাল্লাহ ভালো ছিল। 
ফরেন পলিসি, গ্রোথ অফ ইকনমি পলিসি ও দারুন ছিল। উনার দল পরিচালনা ছিল অসাধারন। 
১২|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৪
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৪
রানার ব্লগ বলেছেন: কোথায় সিরাজ আর কোথায় খালেদা জিয়া, লোক জনের কি উধাহারন দেয়ার পাত্র পাত্রির অভাব পরছে, সিরাজ নবাব আর বেগম খালেদা জিয়া তার বাইজি হওার ও জজ্ঞতা রাখে না।
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩২
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩২
ফারহানা শারমিন বলেছেন: এইটা আবার বেশি বলে ফেললেন না?
১৩|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:২৪
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:২৪
মারুফ মুকতাদীর বলেছেন: হেই ইউ মিন বাংলাদেশি নেত্রী আনইডুকেটেড?
ডিজবিলিভেবল!!! :p
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩১
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩১
ফারহানা শারমিন বলেছেন: খারাপ লোকজন যত কম শিক্ষিত হয় তত ই ভালো। সে অর্থে বিবেচনা করলে খালেদা জিয়া আমাদের জন্য ভালো নাকি হাসিনা?
১৪|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:২৪
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:২৪
প্রিন্স হেক্টর বলেছেন: খালেদা ম্যা.........ম এত ভালো আংরেজী পারে. তাইলে শিনা চৌহানের দরকার ছিলো নাকি? 
সব আওয়ামী ষড়যন্ত্র, বিপিএলের শেষে "লীগ" লাগাইছে, আর ম্যাডামরেও চান্স দেয় নাই  
   
   
 
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৫
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৫
ফারহানা শারমিন বলেছেন: াহহাহাহা। তাইলে বি এন পি সরকার আসলে মনে হয় এইটাকে চেঞ্জ করে বিপিপি রেখে দেবে। বাংলাদেশ প্রিমিয়ার পার্টি।
১৫|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৭
টাইম নাই রাস্তা বেশি বলেছেন: তোমার নেত্রী হাসিনা যেমনে ১০০+ পিএহচডি ডিগ্রি কামাইছে নিশ্চয় তার চেয়ে ভালো কোন উপায়ে ।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:২০
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:২০
ফারহানা শারমিন বলেছেন: এম এ পাশ ওয়ালাদের ২/৪ টা পি এইচ ডি থাকতেই পারে।
১৬|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০০
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০০
রিফাত হোসেন বলেছেন: যাই লিখছে যাই লেখুক হাসিনা খালদে দুইজনের একজনকেও ভাল পাই না, না পাই জাপা জামাতীদের , সবাই একই টাইপের । 
এখন যদি বলেন কি লেখছে......
আরেকটা কথা বলি .. বাংলাদেশই একখান দেশ যে দেশ ইংরেজী নির্ভরতা প্রচুর । 
আমার দেখা রাশান কিংবা চাইনিজরা ব্যবসায়িক ডিল এর সময় দোভাষী নিয়ে আসে , মানে কোম্পানী নিয়ে আসে ।
এখন সম্ভবত খালেদা জিয়া বলেছেন বাংলাতে কেউ হয়ত ইংরেজী তে অনুবাদ করে দিয়েছে । 
বলা হয়েছে তিনি লিখেছেন ... এটাই হওয়ার সম্ভাবনা বেশী ।
ইংরেজী পারা বা না পারা মহত কিছু না তবে জানা থাকলে + পয়েন্ট তবে বাংলাদেশে ইংরেজী পারাটাকে বহুত কামিল হিসেবে দেখা হয়   ,
  , 
থুক্কু জাপান চীন এর কথা বাদ দিলাম আমি নিজের কথা বলি ।
আমার মিলিটারী ট্রেনিং এর পরীক্ষাতে যেটাতে আমি লাড্ডু মেরেছি, আমি চেষ্টা করেছিলাম ইংরেজীতে কথা বলতে কারন ভাল জার্মান আমি পারি না, কারন লেখতে পারলেও কথ্য জার্মান তথা স্থানীয় ভাষায় বলা টাফ । আর আমি ইচ্ছা করেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে চাই নি । সামনে কাজের কয়েকটা কোর্সের পরীক্ষা ছিল ও বিডিতে আব্বু আম্মুকে দেখতে যাব বিধায় । কিন্তু ফাউল এম পি তলা মিলিটারী পুলিশ আমাকে গালাগালি করল আমি জার্মান জেনেও বলছি না কেন.. হেন তেন.. আমি যতই বুঝাই আমি ইংরেজীতে বলতে আগ্রহী, তারা বেল দিল না , তারাই তেরা, তারাও ইংরেজীতে বলবে না । কিন্তু ইউরো এর নতুন রুলে ইংরেজী জার্মান ফ্রেঞ্চ জানার উপর প্রাধান্য দেওয়া হয়েছে । ৩টাই হালকা পাতলা পারি । সুতরাং তারাও সেটা পারে, আরও ভাল পারার কথা , প্রায়ই তারা কসোভো সহ বিভিন্ন শান্তি মিশনে রিক্রুট হয় । 
যাউগ্গা, তারাও জেনেও তেদরামী করেছে আমিও করেছি । এইটা মূল কথা না , মূল কথা হল ভাষাকে প্রাধান্য দেওয়া ।
যেটা আপনি দিতে জানেন না ।   
  
আপনি যদি আমার এই লেখার ইংরেজী আর্টিকেল চান তাহলে আমি গুগলে ট্রান্সলেট করে দিতে পারি ।  যদি ভুল অনুবাদ হয় তাহলে হালকা পরিবর্তন  করে দিতে পারি ।
 যদি ভুল অনুবাদ হয় তাহলে হালকা পরিবর্তন  করে দিতে পারি ।
আমার মাতৃভাষা ইংরেজী নয় তাই ভাল আউটপুট পাবেন না । যতটুকু পাবেন এতে ৪ পয়েন্ট স্কুল নোটে দিয়েও ভাল বেকআপ দিতে পারব । 
অন্তত আমি খালেদা কেউই মহা গুরুত্বপূর্ণ রচনা করছি না, যেটা শুদ্ধ হতেই হবে ।  
 
রাজনীতি পারলে এরিয়ে যাবেন, এটা আমার মতামত . যদিও আপনার পড়াশুনা এইটা নিয়েই !   
 
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:১৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:১৯
ফারহানা শারমিন বলেছেন:  আপনার মতামত কে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশ্যই বাকপটু, যুক্তি ও তথ্য সহকারে উপস্থিত বক্তৃতা করার যোগ্যতা অর্জন করতে হবে। আর ইংরেজি ও তাকে জানতে হবে।
আধুনিক বিশ্ব ও ইহার সাথে তাল মিলিয়ে চলার জন্য যে জ্ঞান চর্চা করা প্রয়োজন তা বাংলায় বহুল মুদ্রিত নয়। একটি কনফারেন্স রুমে যদি একটি ছবির ক্যাপশন দেখে একজন প্রধান মন্ত্রী যদি বিব্রত হয়ে পরেন সেটি হতাশা জনক।
আর রাজনীতি কে এড়িয়ে যাবার কোথা বলছেন। হে আমি ত এড়িয়ে যাব ই। আমাকে এড়িয়ে যেতেই হবে। এবং আমি এড়িয়ে গেলেও নতুন প্রজম্নের কাছে প্রশ্নের সন্মুখিন হব না। কারন আমাদের দায়িত্ব শুধু হাড়ি পাতিল মাজার!!!!!!!!
কিন্তু আপনি?
১৭|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:১৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:১৭
লোনলিফাইটার বলেছেন:   
   
   
 
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:২১
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:২১
ফারহানা শারমিন বলেছেন: ঘটনা কি? একা একাই ফাইট করতেছেন?
১৮|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৩৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৩৯
চাঁপাডাঙার চান্দু বলেছেন: সামান্য একটা লেখাই তো, কত বড় বড় বক্তৃতার লেখকই তো অখ্যাত থাকেন। কিন্তু আপা একটা অযোগ্য ব্যক্তি কিভাবে একে একে ডক্টরেটসহ ১৮-১৯টা ডিগ্রি লাভ করে!!
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:২৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:২৭
ফারহানা শারমিন বলেছেন: সরকার পরিচালনায় শেখ হাসিনা অনেক জায়গায় সফল হতে পারেন নি। আমি সেটি স্বীকার করে নিয়েই বলছি তিনি শ্রেষ্ঠ নন কিন্তু উত্তম।
১৯|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:১১
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: দেখলাম আপনি রাজনীতি বিভাগ থেকে মাস্টার্স করেছেন। কিন্তু আপনার লিখা পড়ে কিছুটা অবাক হলাম, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যে কোন শিক্ষাগত যোগ্যতা লাগেনা সেটা ভুলে গেলেন কি করে? আর ১৬ কোটি মানুষের দেশে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্য ২/৪টা পিএইডি ডিগ্রিধারী লোক দিয়ে আর্টিকেল লিখানো যে কোন বড় বিষয় নয়, সেটা বিশ্ববিদ্যালয়ে না গেলেও জানা সম্ভব। আপনি যেভাবে বিস্ময় প্রকাশ করেছেন, তাতে আমি আরো বেশী বিস্মিত। 
আমাদের হাসিনা ম্যাডামও যে এমএ পাশ করে ইংরেজী দিয়ে দুনিয়া উল্টায়ে ফেলতেসেন তাও নয়। 
কথা হলো হাসিনাই বলেন আর খালেদা, দুটোই অকাজের ঢেঁকি। ভুল না হয়ে থাকলে, বাংলায় খুব সম্ভবত একটা প্রবাদ ছিলো,"পাঁটা আর পুতায় ঘষাঘষি, মরিচের জীবন শেষ"। এই দুই বদ মহিলার চুল ছেঁড়াছেড়িঁতে বাংলাদেশের মানুষের জীবন শেষ। অনুরোধ থাকবে এইসব ছিঁচকে বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে বরং রাজনীতি নিয়ে কিছু গঠনমূলক লিখুন যাতে আমরা আপনার কাছ থেকে কিছু শিখতে পারি। ধন্যবাদ।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:২৫
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:২৫
ফারহানা শারমিন বলেছেন: পরামর্শ দেবার জন্য ধন্যবাদ। আমি কিন্তু কোথাও বলিনি যে প্রধানমন্ত্রী হতে এম এ পাশ করতে হয়।
২০|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:৩৪
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:৩৪
রাফা বলেছেন: দিস ইজ নট এ বিগ ডিল!গুগুল ট্রান্সেলটর এর সুযোগ গ্রহণ করে যে কেউ লিখতে পারে।
ভুলে যাবেন-না আমরা একুশ শতকে আছি।ইংরেজি কেনো আপনি চেস্টা করলে স্প্যানিস ভাষাতেও কলাম লিখতে পারেন।
ধন্যবাদ।
২১|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪২
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪২
রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় বাংলাদেশ সরকারের এক তা আইন জারি করা উচিৎ সেটা হোল সংসদ সদস্য হতে হলে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে, নতুবা আমাদের রাজনিতির যে হাল হকিকত আসছে শতাব্দীতে রাজনীতি করতে পড়া শুনা জানা লাগে না এই ধুয়া তুলে দেশে স্বশিক্ষিত রাজনিতিবিদের সংখ্যা বেরে যাবে আর এটা আমাদের কাম্য নয়।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৫
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:২৫
ফারহানা শারমিন বলেছেন: সহমত।
২২|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৩
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৩
রানার ব্লগ বলেছেন: সত্যি কি আমি বেশি বলছি, মনে করে দেখুন আলেয়া যে ছিল নবাব মহলের বাইজি সে কিন্তু দেশের জন্য জীবন দিয়ে ছিল, আর আমাদের নেত্রি মহাসয়া এঁর যখন এই মহান সুজুগ এশেছিল উনি কি করেছিলেন তা নতুন করে বলতে চাই না, আমার একটাই প্রশ্ন উনি কি আমন নিশ্চয়তা পেয়েছিলেন যে তিনি আর্মি ক্যেন্ট এ থেকে গেলেন, আশল তথ্য আমি জত টুঁকু বুঝি উনি এক টা সুজগ নিয়ে ছিলেন যদি দেশ স্বাধীন না হয় তবে উনি বহাল তবিয়তে আর্মি ক্যেন্ট এ থাকতে পারবেন আর তার স্বামীর জন্য ততবির করতে পারবেন, আর যদি দেশ স্বাধীন হয়ে যায় তাইলে আর কি মহা আরামে মুক্তি যোদ্ধার বউ বলে পার পেয়ে জাবেন, শেষ কথা এই যে উনি বাংলাদেশ এঁর স্বাধীনতায় কখনই বিশ্বাসী ছিলেন না, আজো নাই।
২৩|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:১০
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:১০
রিফাত হোসেন বলেছেন: লোল , 
বাচ্চাদের মত কথা বললেন. না জেনে কিংবা না বুঝে, যদিও আপনি বড় অবশ্যই আমার থেকে ।
আমি কখনোই বলি নাই আপনার কাজ হাড়ি পাতিল মাজার দায়িত্ব দেওয়া হয়েছে । 
আপনার প্রিয় ভাষায় for your kind information আমার বোনই দীর্ঘ সময় চাকুরি করেছে, করছে এবং করেও যাবে । (সম্ভবত আপনার থেকে বড়ই হবে)
সুতরাং সব মেয়েদের চাকুরি নিয়ে আর হাড়ি পাতিল নিয়ে বা পড়াশুনা নিয়ে আমার কোন টেনশন নাই । 
আমার শাখার এমডি একজন মহিলাই !
আমি শুধু ঐ বিষয়টাকে (রাজনীতি) এড়িয়ে যাওয়ার কথা বলেছি, পারলে আমিও এড়িয়ে যাই । 
এইটা বুঝলাম আপনি মুক্তমনা জিলেপীর প্যাচ ! দু:খিত বলার জন্য, কিন্তু কিছু করার নাই । 
নাহ . কোন ব্যক্তিই বিব্রত বোধ করে না, ইংরেজী না জানার জন্য । না জানলে নাই, বিব্রত বোধ করার কি আছে ?
একটা মজার কথা বলি, জার্মান থেকে একজন পর্যবেক্ষকারী তথা আপনার অবজারভার এসেছে । যেখেনা আপনি মাল্টি ন্যাশনাল প্রিফার করছেন । তাই ইংরেজীতে  বললাম আর কি 
তো তার জার্মান বুঝতে অনেক কষ্ট হয়েছে । কারন সে স্থানীয় ডয়েচ উচ্চারন তথা একসেন্ট ব্যবহার করে । তাই তাকে বললাম ইংরেজীতে বলতে । 
কসম করে বলতে পারি খোদ মাতৃভাষার জার্মানী ভাষাভাষীর পক্ষেও ঐ মাকাল পর্যবেক্ষক এর ভাষা বোঝা সম্ভব না ।
তার উপর আমি বিদেশী 
তবুও  সে তার মত মতামত বিনিময় করল !
যাই হোক, নিজের উপর ডিপেন্ড করে বিবৃত বোধ করা ।
তবে এই প্রকাশনায় খালেদা জিয়া কোন বিষয় নিয়া বিব্রত বোধ করল ? আর নাই করলে, আপনার নিজের থেকে খালেদা জিয়ার পক্ষের হয়ে বিব্রত বোধ কেনই করলেন ? এইটা এই নাদানের পক্ষে বোঝার উপায়ন্ত হল না ।   
   
   
 
দুইজন মহিলা টপ সরকার ও বিরোধী নেত্রী থাকতে কেমন আপনাকে বলি রাজনীতি বিষয় এড়িয়ে যেতে !
আমি দু:খিত...... 
মনের সুখে রাজনীতি কপচাতেন পারেন ।
ইংরেজী শিক্ষার গুরত্ব আছে কিন্তু যে যতটুকু জানে অতটুকুই ঠিকাছে, একে নিয়ে মজা করা ঠিক না । আর সার্টিফিকেট দিয়ে ইংরেজী জ্ঞান মাপা যায় না । 
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৭
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: টাস্কিত !