|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ফারহানা শারমিন
ফারহানা শারমিন
	অতি সাধারন পরিবারের সাধারন একটি মেয়ে। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগ এর উপর মাস্টার্স করেছি। একটি এনজিও তে ছোট চাকরী করছি। রিসার্চ এসিস্টেন্ট পদে।
এমন অনেক ভুল বেপার ই আছে যে আমরা মেয়েরা প্রায়শই করে থাকে। কিন্তু খারাপ বেপার হচ্ছে এই ভুল গুলি কে স্বাভাবিক এবং প্রায় সত্যি মনে করে থাকি। এর মধ্যে যদি কোন টা আপনার নিজের সঙ্গে বলা ভুল গুলির সাথে মিলে যায় তাহলে পরিত্যাগ বা পরিহার করার চেষ্টা করুন।
১। সহবাস করলেই ঠিক হয়ে যাবে।
সংসার সুখ দুঃখের বেলা - সহবাস তার একমাত্র সমাধান। এটি মেয়েদের অনেকেই বিশ্বাস করে। ছোট খাট অনেক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি হয় এবং অনেক মেয়েরা মনে করে স্বামীর সাথে সহবাস করলেই সব ঠিক হয়ে যাবে। ঝগড়া হয়েছিল সেটি ভুলে যাবে স্বামী এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, মনে করার চেষ্টা করুন কখনো কি সত্যিকার অর্থে এই রকম কিছু হয়েছে। স্বামী কি সেই বিষয় টি কিছুক্ষণ পর আবার উত্থাপন করেনি।
অবশ্যই করেছে। কি ঠিক বলিনি? তাই আমি মনে করি আগে বিষয় টি সমাধান করুন তারপর সহবাস করুন।
২। সে হিংসা করে কারন সে আমাকে ভালবাসে।
এটি আরও একটি মিথ্যা । যার সাথে আপনি নিজেকে মানিএ নিয়েছেন। ভালবাসা হল বিশ্বাস এর অপর নাম। সে আপনাকে ভালবাসে কিন্তু বিশ্বাস করেনা। এটি কোন কোথা হল? যারা প্রেম করছেন দেখবেন কোন কোন প্রেমিক আছে আপনাকে কারো সাথে কোথা বলতে দিচ্ছে না। কোন কাজিন এর সাথে কোথাও যেতে দিচ্ছে না। দুলাভাই দের সাথে কোথাও গেলে ক্ষেপে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রেমিক কে ডাক্তার এর পরামর্শ নিতে বলা উচিৎ এবং মসজিদ/মন্দির এ গিয়ে তওবা পড়তে বলা উচিৎ। কথায় আছে, চোর সবাইকে চোর মনে করে।
৩। আমরা সবসময় এক সাথে থাকি কারন আমরা একে অপরকে ভালো বাসি।
এমন একটা ভাব নিয়ে মেয়েরা তার প্রেমিক অথবা স্বামীর সাথে ২৪ ঘণ্টা পার করে যে প্রেমিকের সঙ্গ ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। আসলে তা নয়। প্রেম বা সংসার জীবনে সবসময় আপনাকে সঙ্গির সাথে বেয় করতে এমন কোন বাধ্য বাধকতা নেই। কিছু সময় আপনাকে আপনার অন্যান্য মেয়ে বান্ধবি এবং পরিবারের অন্যান্য দের সাথে কাটান উচিৎ।
একটা কোথা আছে না, "Besides, absence makes the heart fonder remember?"
৪। আমার বয়স হয়ে গেছে আমার এটি সেটি করা উচিৎ নয়।
অনেকেই আছে বয়স টা ২৫ এর উপরে চলে গেলেই কিংবা একটা বাচ্চার মা হয়ে গেলেই খুব দাদি গিরি একটা ভাব নিয়ে চুপচাপ চলেন বলেন শুরু করে দেন। কিন্তু সত্যি কোথা হচ্ছে আপনার ও কিন্তু টিনেজ মেয়েদের মত করে ঘুরতে, মজা করতে ইচ্ছা করে। আপনি নিরধিদায় আপনার সঙ্গিকে সেটি বলে ফেলুন। বলুন আপনার আজ মিরপুর স্টেডিয়াম এ খেলা দেখতে যেতে ইচ্ছা করতেছে। আপনার পুরনো বান্ধবিদের সাথে আড্ডা দিতে যেতে ইচ্ছা করছে। সহস্র মানুষের চিতকারে আবিস্কার করতে ইচ্ছা করছে অনাবিল আনন্দ।
সর্বোপরি মনে রাখুন পৃথিবী শুধু ছেলেদের জন্য আল্লাহ তৈরি করেনি। তার অপরূপ সৃষ্টির সকল শুভা উপভোগ করার অধিকার আপনার ও আছে। শুধু একটা অনুরুধ বেহায়াপনা কে এড়িয়ে চলুন। শালিনতা বজায় রেখে উপভোগ করুন জীবনটাকে।
শেইলা আপুনি কে অনেক ধন্যবাদ। আমাকে সুন্দর একটি বিষয় নির্বাচন করে দেবার জন্য।  
 ২৯ টি
    	২৯ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:০০
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:০০
ফারহানা শারমিন বলেছেন: ছেলেদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল। লল।
২|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪০
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪০
রেইন ম্যান বলেছেন: খুবই চিন্তার কথা ।
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:০০
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:০০
ফারহানা শারমিন বলেছেন: হিমম।
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:০৫
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:০৫
ফারহানা শারমিন বলেছেন: হিমম।
৩|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৬
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৬
মাক্স বলেছেন: পড়লাম না
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:১৮
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:১৮
ফারহানা শারমিন বলেছেন: না পড়ার জন্য ধন্যবাদ।
৪|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৮
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: 
কেম্বায় কমু  :-&  :-&  :-& 
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০২
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০২
ফারহানা শারমিন বলেছেন: কিছু বলার আগে চিন্তা করতে হয়। বিকার গ্রস্থ দের চিন্তা করে মাথার পীড়া বেড়ে যায়। তার চেয়ে ভালো মাথা টা কে আরও একটু বেকার থাকতে দিন।
৫|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৫৭
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৫৭
অণুজীব বলেছেন:   
 
৬|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:১৫
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:১৫
শার্লক বলেছেন: ঠিক না এসব আমাদেরও জানার অধিকার আছে।   
 
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৫৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৫৯
ফারহানা শারমিন বলেছেন: এইটা এইডস রোগের বিজ্ঞাপন না।
৭|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:২৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:২৯
একাকী বাংলাদেশি বলেছেন: আমি কি তাশরীফ রাখতে পারি?
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৫৭
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৫৭
ফারহানা শারমিন বলেছেন: না। তার আগে আমাকে জানতে হবে আপনি কি প্রজাতি। পুরুষ নাকি মেয়ে?
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৫৮
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:৫৮
ফারহানা শারমিন বলেছেন: না। তার আগে আমাকে জানতে হবে আপনি কি প্রজাতি। পুরুষ নাকি মেয়ে?
৮|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০৪
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০৪
ধমাধম বলেছেন: কুঠিন! কুঠিন!!
৯|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০৫
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:০৫
একাকী বাংলাদেশি বলেছেন: অবশ্যই পুরুষ.............
১০|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৩৪
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৩৪
ঝটিকা বলেছেন: প্রথমটা খুব সত্যি। বাকি গুলোতে কিছুটা দ্বিমত আছে।পারলে পরে লিখব।
১১|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:৪০
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:৪০
এম এম কামাল ৭৭ বলেছেন: সর্বোপরি মনে রাখুন পৃথিবী শুধু ছেলেদের জন্য আল্লাহ তৈরি করেনি। তার অপরূপ সৃষ্টির সকল শুভা উপভোগ করার অধিকার আপনার ও আছে। শুধু একটা অনুরুধ বেহায়াপনা কে এড়িয়ে চলুন। শালিনতা বজায় রেখে উপভোগ করুন জীবনটাকে।
শেষের কথা গুলোর জন্য ১০০/১০০। অনেক ধন্যবাদ আপনাকে।
১২|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৪
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৪
পথহারা সৈকত বলেছেন: পড়লাম .........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................না।  
 
১৩|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৮
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৮
শার্লক বলেছেন: আপনার উত্তরটা একটু রূঢ় হয়ে গেল না?
১৪|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৯
রিমন০০৭ বলেছেন: আমি ছেলে না, আমি বিবাহিত   
 
১৫|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
চ।ন্দু বলেছেন: কৌতুহলে ঢুকে পড়েছিলাম, কিন্তু সত্যি বলছি আমি পড়িনি। আমি শুধু তাকিয়ে দেখেছি।
১৬|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৩
নীলপথিক বলেছেন: পুরুষদের কেন নিষিদ্ধ করা হলো, বোঝা গেলো না ঠিক। মূল্যবান উপদেশগুলো মনে হয় সবার জন্যই প্রযোজ্য।
১৭|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: নিষেধাজ্ঞা অমান্য করতে ভালো লাগে তাই ঢুকলাম, এটা বাঙ্গালী জাতি সেই ৫২ ভাষা আন্দোলন থেকেই করে আসছে   
 
১৮|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:০০
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:০০
স্বপ্নবাজ পারভেজ বলেছেন: কৌতুহলে ঢুকে পড়েছিলাম, কিন্তু সত্যি বলছি আমি পড়িনি। আমি শুধু তাকিয়ে দেখেছি।
১৯|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:২৩
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:২৩
ডক্টর এক্স বলেছেন:    আমার মতে উপদেশগুলো পূর্ণতা পাবে তখনই যখন পুরুষেরাও এগুলোর পেছনের বক্তব্যগুলো বুঝতে পারবে। কিছু কিছু ব্যপার আছে একতরফা হলে ইন্সিকিউরিটি হিসাবে দেখতে পারে অন্যরা। আপনার বরং টাইটেল থেকে "(ছেলেদের পোস্ট টি পড়া নিষেধ)" অংশটি উঠিয়ে দেয়া উচিৎ। তবেই ছেলেরা নারীর এই চাওয়াগুলোর পেছনের কারণ বুঝতে শিখবে। কেউ যদি না পারে সেটা তার একান্ত ব্যক্তিগত লস। 
    নারী-পুরুষের সম্পর্কজনিত ব্যপারগুলো নিয়ে আমি একটু বেশিই মাথা ঘামাই। তাই নিষেধাজ্ঞা অমান্য করে ঢুকে পড়লাম। এবং সবগুলো পয়েন্টের সাথেই একমত। +  
২০|  ১৭ ই মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৮
১৭ ই মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৮
বাধা মানিনা বলেছেন: নিজে ভুল ধারনার ভিতরে চলেন এবং অন্যান্য নারিদেরকেও স্বামী সম্পর্কে বা নারির নিজস্ব স্বকীয়তার ব্যাপারে ভূল বোঝাতে চাচ্ছেন আপনি, আর তাইতো ছেলেদের প্রবেশ নিষশধ করতে চাইছেন।
ব্যাখ্যা-১ এর উত্তর : ইনটারকোর্স করলেই সব সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যায় না এটা ঠিক, কিন্তু, অনেক প্রতিকুল পরিস্থিতিতেই এটা স্বামী-স্ত্রীর সম্পর্কে জোর বাড়ায়। এমনকি মনোমালিন্য হলেও এটা অনেকটাই প্রশোমন করে। 
ব্যাখ্যা-২ এর উত্তর : এখানে সত্যি ব্যাপার হচ্ছে ঘটনা ঘটে ঠিক উল্টোটা। স্বামীরা নয় বরং স্ত্রীরাই বিয়ের পর স্বামীর জীবনকে স ব্যাক্তি জীবনকে সম্পূর্ণ নিয়ন্ত্রনে নিতে চায় যা রিতিমত অসভ্যতা। 
বাকী গুলোর উত্তর দিব আপনার উপস্থিতি ও প্রতি উত্তরের পর।
২১|  ৩১ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:২৭
৩১ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:২৭
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:   
 
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:২৩
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: হুম....