নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগই আমার মনের খাতা

ফারহানা হোসাইন

আমি মোহিত আমার রুপে, সাই বিরাজে আপ স্বরুপে..

ফারহানা হোসাইন › বিস্তারিত পোস্টঃ

অপার্থিব অনুভব

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬



আজও আবার অনেক দিন পর এই অনুভূতিটা হলো , জ্বর হলেই এটা ইদানীং আমার হচ্ছে , জ্বররের ঘোরে লোবানের গন্ধ পাই আগে ভাবতাম মনের কল্পনা এখন দেখি সত্যি সত্যি পাচ্ছি । আজ ও পেলাম
মনের ভিতর নানা প্রশ্নের উঁকি দিলো আজ ... সেই লাশের গন্ধ কিন্তু কোন পঁচা বা দুর্গন্ধ না লোবান বা আগরবাতীর গন্ধ , পুরো শরীর রি রি করছে
প্রচন্ড জ্বর । মনে হচ্ছে জ্বর টা আরো বেড়েছে ,
মাথা তুলতে পারছি না ।
জ্বরের ঘোরে তিব্র লাশের গন্ধ পাচ্ছি । সত্যি পাচ্ছি ।
যেই দিকেই যাচ্ছি গন্ধটা ও আমার পিছু ছাড়ছে না ।
ঝাঁঝালো গন্ধ । আচ্ছা লাশের কি নিজস্ব কোন গন্ধ আছে? আমি তো কোন পঁচা গন্ধ পাচ্ছিনা তিব্র ঝাঁঝালো আতর লোবানের গন্ধ পাচ্ছি । গন্ধটায় মাথা আরো ধরে যাচ্ছে ।
মানুষ মরে গেলে কি লাশ হয়ে যায়? তাকে লাশ কেন বলা হয় ? সে তো মানুষই ছিল ।
যে মানুষটার সাথে তুমি এক ঘন্টা আগেও ছিলে
আমি মরে গেলে সে কি বলবে ..... লাশটা ওই ঘরে রাখা
আছে... এমন করে বলবে ?
একটা মানুষের সাথে সারাটা জীবন থাকবে দুই মিনিট বা এক ঘন্টা
পর সে একটা প্রিয় মানুষ থেকে লাশ নামে পরিচিত হবে ? তাহলে এতো দিনের ভালবাসা ভালো লাগা রাগ অভিমানের সব কিছু একটা নাম এ পরিচিত লাশ ... না আর পারা যাচ্ছে না গন্ধটা তিব্র থেকে তিব্রতর হচ্ছে মাখা ব্যাথাটা আবার বাড়লো এবার উঠতে হবে না হলে আবার অন্য কোন অনুভূতি হতে থাকবে মনের ভিতর
জোর করে হলেও প্রচন্ড জোর করে সাহস নিয়ে হলেও বার হতে হবে বাসা থেকে ...
আবার তলিয়ে যাচ্ছি ভাবনা গন্ধ ভাবনা গন্ধ ...
তুমি এসেছ ... বড্ড ভয় পেয়েছি
চলো কফি খেতে বাহিরে যাবো ...

(লিখাটা নিজের মনের গহীনের থেকে নেওয়া )..

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে জীবনের গভীরে ডুব দেয়া অনুভব!

এবং শেষটায় দারুন চমক রয়েই গেল- !

তুমি এসেছ ... বড্ড ভয় পেয়েছি
চলো কফি খেতে বাহিরে যাবো ...

ভাল লাগল লেখা।

+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ফারহানা হোসাইন বলেছেন: ধন্যবাদ

ভাল লাগায় অনুপ্রাণীত হলাম

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

ফারহানা হোসাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে

শূভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.