![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় হবু বর,
যদি আমার ভেজা চুলের পানি ভুল করে তোর ঘুম ভাঙায় তবে ক্ষমা করে দিস। যদি তোকে নাস্তা দিতে দেরি করে ফেলি তবে আমার কান ধরে মিষ্টি করে টেনে দিস। কাজ করতে করতে আমার কপালের টিপ টা সরে গেলে, নিচু স্বরে ডেকে ঠিক করে দিস। যদি চুড়ি পড়তে না জানি তবে তোর হাতের শক্ত বাধুনি দিয়ে চুড়ি পড়িয়ে আমার হাতে আদরের ছনছন গিটার বাজাইস। যদি আমার সাজগোজের ইচ্ছে করে, তাহলে আয়নায় নিজেকে সং সাজালে উপহাস করিস নে। আমি লাল লিপ্সটিক দিয়ে তোর কপালে ঠোঁট এঁকে দিলে রাগ করিস নে। পারলে আমার শাড়ির আঁচলে তা মুছে শাস্তি দিয়ে দিস।পারলে কান ধরে উঠ বস করাস
২| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
ফারহানা তাবাসসুম বলেছেন: হা হা হা! মনে হয় তাইই হবে ;-)
৩| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
সাদাত তানজির বলেছেন: সৌভাগ্যবান বর বলতে হবে...
৪| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৩
অণু অণুভা বলেছেন: হায় আল্লাহ !!! বর কে তুইতুকারি!!!!!!!!
৫| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি হপে গো এই বরের কপালে আল্লাহ ই জানেন, প্রথমেই তুই তুরকারি!
৬| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:১০
ওমেরা বলেছেন: ভালবাসা বেশি হলে মনে হয় তুই তুকারি করতে হয় তাই না !!
৭| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫১
মিঃ আতিক বলেছেন: শুভ সংবাদ আছে নাকি?
৮| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৪
ফারহানা তাবাসসুম বলেছেন: হা হা হা! একটু দেরিতে পাবেন!
৯| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৫
ফারহানা তাবাসসুম বলেছেন: কি আর করার! এইটাই সবচেয়ে কাছের ভাষা! কিন্তু তখন সম্মান দিয়েই কথা বলবো!
১০| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৬
ফারহানা তাবাসসুম বলেছেন: হা হা হা! না না! আমি প্রথমে আপনি বলে সম্বোধন করবো! এতোটাও বেয়াদপ না আমি ;-)
১১| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৬
ফারহানা তাবাসসুম বলেছেন: আহা! শুধু লিখা! বাস্তব জীবনে কি আর তুই তাকারি করবো?
১২| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৭
ফারহানা তাবাসসুম বলেছেন: মনে হয় তাইইইইই
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বরের কপাল ভালই হবে... মনে হয়