| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেস্টিং সল্ট
এতো ঠুনকো খোলস তুমি পড়েছো পাগল, এতো পলকা দেয়ালে তুমি ঘিরেছো নিজেকে, চাইলেই সেই দেয়াল ভেঙে দেয় কোন আদুরে নরোম হাত।
এইখানে শীতল হয়ে ছিলো
আমার অন্তর বাহির,
এইখানে বুকের ভেতরে
জমাট একটু হীম বরফ
ক্রমাগত কাঁপুনি ছড়িয়ে দিচ্ছিলো।
আমি উষ্ণ হতে চেয়েছিলাম,
আমি পৌষের সেই কুয়াশাদুপুরে,
শীতকাতর হয়ে তোমাকে কেবল একবার
চুমু খেতে চেয়েছিলাম।
তুমি চুমু দিলে না তো?
তুমি প্রেমিককে ফিরিয়ে দিলে তো?
আর আসবো না দেখো।
আর কক্ষনো আসবো না আসবো না।
তুমি ভুলে যেতে পারো, ভুলে যাবে, ভুলে যেয়ো।
তুমি শীতল নিসঙ্গ রেখেছো আমাকে
তুমি চুমু দাও নি।
তোমার ফিরিয়ে দেয়ার সেই নিষ্ঠুর মুহূর্তটা
আমার আজন্ম অভিমানে মনে থাকবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
টেস্টিং সল্ট বলেছেন: উকে
২|
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
নুর ইসলাম রফিক বলেছেন: তোমার ফিরিয়ে দেয়ার সেই নিষ্ঠুর মুহূর্তটা
আমার আজন্ম অভিমানে মনে থাকবে।
তাহাই শ্রেয়ই নয় কি?
ভাল লাগা রেখে গেলা..................।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ
৩|
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৮
অপ্রকাশিত কাব্য বলেছেন: তোমার ফিরিয়ে দেয়ার সেই নিষ্ঠুর মুহূর্তটা
আমার আজন্ম অভিমানে মনে থাকবে।
ভালো লাগগা জানবেন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
টেস্টিং সল্ট বলেছেন: ভাললাগা গ্রহণ করলাম
৪|
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর!!!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
টেস্টিং সল্ট বলেছেন: অনেক লেখা জমিয়েছি। এখন দেয়া শুরু করবো আশা করি
৫|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১
মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আমি পৌষের সেই কুয়াশাদুপুরে,
শীতকাতর হয়ে তোমাকে কেবল একবার
চুমু খেতে চেয়েছিলাম।
অদ্ভুত বেদনার প্রেমময় আবেদন, সুন্দর
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ
৬|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার থিমটা বেশ ইন্টারেস্টিং লাগল।
/তোমার ফিরিয়ে দেয়ার সেই নিষ্ঠুর মুহূর্তটা
আমার আজন্ম অভিমানে মনে থাকবে।/
লাইন দুটিতে তীব্র ভালো লাগা।
তবে কবিতায় ভালোবাসা কি শারীরিক প্রতিবন্ধকতায় আবদ্ধ হয়ে পড়ল না।
প্রত্যাশিত চুম্বন না পাবার কারনে ভালোবাসাকে দূরে ঠেলে কি দেওয়া যায়।
ভালো থাকবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
টেস্টিং সল্ট বলেছেন: এতো কিছু ভেবে তো কবিতা লেখি নি। অভিমানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে লিখেছি
৭|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতায় ভালোলাগা ++
অনেকদিন পর এলেন!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ। আজকাল কি যে হচ্ছে বুঝি না। ব্লগে অন্তত সপ্তাহে একটা লেখা দেয়া উচিত আমার
৮|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১
তুষার কাব্য বলেছেন: অভিমানের পংতিমালায় ভাললাগা একরাশ ।
অনেক দিন পর ....
শুভকামনা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
টেস্টিং সল্ট বলেছেন: ওয়েলকাম ব্যাক তুষার কাব্য
৯|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
১০|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেকদিন পর ব্লগে দেখলাম। আশাকরি ভালো আছেন।
কবিতা ভালো লাগলো।
===========================
তোমার ফিরিয়ে দেয়ার সেই নিষ্ঠুর মুহূর্তটা
আমার আজন্ম অভিমানে মনে থাকবে।
===========================
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
টেস্টিং সল্ট বলেছেন: কেমন আছেন শোভন? ![]()
শেষ দুটা লাইন সবাই পছন্দ করেছে দেখছি
ভালো লাগছে
১১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০০
অনুপম দেবাশীষ রায় বলেছেন: লিঙ্গজনিত কারণে হালকা ওভাররেটেড হলো কি?
আমাকে মারবেন না-আমি কোন লিঙ্গেই নাই।আমি কমন জেন্ডার-আই মিন শিশু।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
টেস্টিং সল্ট বলেছেন: আপনার প্রশ্নটি পরিষ্কার নয়। বুঝিয়ে বলবেন কি?
১২|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: তোমার ফিরিয়ে দেয়ার সেই নিষ্ঠুর মুহূর্তটা
আমার আজন্ম অভিমানে মনে থাকবে।
তাও ভালো যে আজন্ম রাগে মনে থাকবে না। তাহলে যে ভালোবাসাটাই উবে যেতো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
টেস্টিং সল্ট বলেছেন: রাগ ইজ অলসো এ পার্ট অফ প্রেম। হাহা
১৩|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮
আবু শাকিল বলেছেন: ভাল লেগেছে ।
সুন্দর কবিতা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ
১৪|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪
টেস্টিং সল্ট বলেছেন: থ্যাঙ্কু ^_^
১৫|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫
হাসান মাহবুব বলেছেন: অভিমানী কবিতায় ভালো লাগা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭
টেস্টিং সল্ট বলেছেন: অভিমানটুকু ধরতে পেরেছেন হামা ভাই। ভাল লেগেছে জেনে খুশি হলাম
১৬|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাললাগা রেখে গেলাম কবিতায়
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭
টেস্টিং সল্ট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার
১৭|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
আরজু পনি বলেছেন:
--------
আগের পোস্টে মন্তব্যের জবাব পাইনি...তাই এই পোস্টে হরতাল
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
টেস্টিং সল্ট বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলাম তো, তাই নতুন পোস্ট দিয়েই মন্তব্যের উত্তর দেয়া শুরু করলাম।
শুধু হরতাল হবে? অবরোধ হবে না?
১৮|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় ভালো লাগা....
সল্ট ছাড়া খাবারের টেস্ট থাকে না!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২
টেস্টিং সল্ট বলেছেন: সল্ট ছাড়া ব্লগেও স্বাদ হয় না।
১৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১
শায়মা বলেছেন: বাপরে!!!
পিচ্চিটা তো খুবই সুন্দর কবিতা লিখে!!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
টেস্টিং সল্ট বলেছেন: হে হে হে
২০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩
মনিরা সুলতানা বলেছেন: অভিমানি কবিতায় ভাললাগা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ আপু
ভালোবাসা রইলো।
২১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮
নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক ভাললাগা
অনিমেষ ভালবাসা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০
টেস্টিং সল্ট বলেছেন: নিয়মিত পাঠকের জন্য অনেক অনেক ভালোবাসা
২২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
ছন্দ্বহীন বলেছেন: অভিমান ভাল!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০
টেস্টিং সল্ট বলেছেন: অবশ্যই ভালো
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩
ট্রিপল এ বলেছেন: অসাধারন লিখেছ আপু,আসলেই অসাধারন!