নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
কারো হাত ধরে হাঁটা মেঠো পথ ধরে
কারো সাথে বসে থাকা বকুলের তলে
যখন ঝরছে ফুল দু’জনের কোলে
তখন লাগছে বেশ রোমাঞ্চ সময়।
বৃষ্টি ফোটা ঝরে পড়ে দু’জন উপরে
হৈচৈ করা শিশুদের নৃত্য-কোলাহলে
ঘাসের কোমল স্পর্শ লাগে পদতলে
অসামান্য অনুভূতি লাগে মোহময়।
স্বামী-স্ত্রী দু’জন এক বৃন্তে যুক্ত থাকে
এক ঘরে থাকে তারা হয়ে এক মন
আনন্দ দিবস জুড়ে নিশিথের বাঁকে
তারা চায় অনন্তের এমন জীবন।
পরকাল সে আশায় মধুময় রোদ
কাশফুলময় যেন সুখের শারদ।
৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ জনাব রাজীব নুর।
২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯
ফুয়াদের বাপ বলেছেন: প্রিয়সীকে নিয়ে প্রেমের গদ্যমাখা কাব্য পাঠে মুগ্ধ...
৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতায় ষোলআনা সনেটের নিয়ম পালন করা হয়েছে জনাব। উৎসাহ প্রদানের জন্য আপনি ও ফুয়াদের জন্য অনেক অনেক দোয়া রইলো।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে
৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
সনেট লেখা বন্ধ করে দিয়েছেন আপনি?
৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: উপস্খাপিত কবিতাটি সনেটের বাইরে নয়। তবে আমি সনেট লিখি সহজ ভাষায়।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
সোনাগাজী বলেছেন:
আমাদের সমাজে কিছু মানুষ সব কিছু দখল করে অতি সুখে থাকতে গিয়ে, বড় অংশের সুখ কেড়ে নিয়েছে; জাতি সুখের মুখ দেখছে না।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।