| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

বনলতা এসেছিল শান্ত সকালে
সে সাথে করে এনেছিল শান্তি
আমি শুনছিলাম তার ঝরঝরে কথাগুলো
মোহাবিষ্ট হয়ে, অন্য আরো অনেকের সাথে
তারা অবাক হয়েছিল বনলতার আগমনে 
আমি বলেছি, বনলতা এমন আসে
তার সাথে থাকে আমার জন্য শান্তি
একথা মনে মনে বলেছি কারণ
মানুষেরা অনেক কথায় অনেক কিছু মনে করে
শান্তিকে তারা অশান্তিতে পাল্টে ফেলে। 
আমি চাইনি বনলতা উঠে যাক
তথাপি কাজের প্রয়োজনে আসে ছন্দ পতন
বনলতা চলে যায়, আর আমি মোহাবিষ্ঠ থাকি
রাতে বনলতা স্বপ্নে আসে মা-দাদীকে সাথে নিয়ে
আবার শান্তিকে সাথে নিয়ে আমি জেগে উঠি।
মনে মনে বলি আমাতে তোমার ঠাঁই নেই বনলতা কারণ
আমি নিমজ্জিত অন্য এক সমূদ্রে
সুতরাং তুমি আসবে এবং যাবে 
কিন্তু আমার সাথে অকারণ ডুবে যাবে না
তোমার তরী ভেসে চলুক অন্য দীগন্তে শান্তির মোহনায়
দোয়া চেয়েছো তো? তোমার জন্য আমার অনেক দোয়া। 
রবীন্দ্রের কথায় সুর মিলিয়ে বলি, ‘ভালোবাস প্রেমে হও বলি
চেয়ো না তাহারে’ কারণ সে আবদ্ধ অন্য দীগন্তে।
তাকে তোমায় ভুলতে দাও বনলতা।
# আলাদা রকম
কেউ আসলে চঞ্চল মন শান্ত হয়
কাঁচের মত স্বচ্চ হয়
যার ভিতর দিয়ে দেখা যায় অনেক দূর
মনে হয় গন্তব্য চলে গেছে দূরান্তে
এটাকে কিবলে জানি না তো!
জানার জন্য ভাবনারা ছুটে চলে অবিরাম।
 ![]() ২৮ শে মার্চ, ২০২৩  রাত ১২:৩৩
২৮ শে মার্চ, ২০২৩  রাত ১২:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাইরের সব কথা ঘরে বলতে নেই।
২| ![]() ২৮ শে মার্চ, ২০২৩  রাত ১:৫৯
২৮ শে মার্চ, ২০২৩  রাত ১:৫৯
সোনাগাজী বলেছেন: 
ভোলা কি সম্ভব?
 ![]() ২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৩:৪৩
২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৩:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: বনলতার বান্ধবীর সাথে আজ কথা হলো। সে বলেছে সে বরাবর বাক পটু। আরো অনেকে আমার নিকট তার কথা বলেছে। সে মাঝে মধ্যে আমাকে তার কথা মনে করিয়ে দিয়ে যায়। তার কথাগুলো মনে হয় কাঁচের মত। সে যখন কথা বলে সে তখন সম্মহোন তৈরী করে। শ্রোতারা তখন তার কথায় হারিয়ে যায়। বাংলাদেশের মহা জাতক নাকি এমন ছিল। ইউটিউবে তার কথা শুনেছি। সত্তর বছরের বৃদ্ধ লোকটির কথাও ভালো লাগে। এরা সাধারণত বিরল হয়ে থাকে। বনলতাকেও আমার তেমন বিরল ব্যক্তিত্ব মনে হলো। আমার কথা অনেকেই সমর্থন করে। তখন মনে হয় আমার অনুভূতিটা সঠিক ছিল।
৩| ![]() ২৮ শে মার্চ, ২০২৩  ভোর ৪:০৩
২৮ শে মার্চ, ২০২৩  ভোর ৪:০৩
রানার ব্লগ বলেছেন: বনলতার প্রতি নরম হন। এতো কঠোরতা বনলতা আশা করে না।
 ![]() ২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৩:৪৫
২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৩:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: বনলতারা সম্মোহন তৈরী করে। কিন্তু তাতে আব্দ্ধ থাকা সবার পক্ষে সম্ভব হয়ে উঠে না। পরিন্থিতিই মানুষকে তাদের সম্মোহন কাটিয়ে উঠতে বাধ্য করে।
৪| ![]() ২৮ শে মার্চ, ২০২৩  সকাল ৯:২০
২৮ শে মার্চ, ২০২৩  সকাল ৯:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: বনলতা মানে সব বয়সেই চলে
বনলতাদের জয় হোক!
রমজানের শুভেচ্ছা জানাই
 ![]() ২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৩:৪৮
২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৩:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবি আপনার এ মন্তব্য বেশ পছন্দ হয়েছে। আপনার কিছু কবিতা তো পাঠক পছন্দ করে। এটা যেহেতু আপনার ধ্যান-জ্ঞান সেহেতু এটাকে আরো সহজবোদ্ধ করার চেষ্টা করুন। সামুর প্রথম পাতার একটা দায়বদ্ধতাতো আছে। যদি আমাদের অনেকেই সেটা বুঝার চেষ্টা করি না।
৫| ![]() ২৮ শে মার্চ, ২০২৩  সকাল ৯:৫১
২৮ শে মার্চ, ২০২৩  সকাল ৯:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কাব্যমালা
 ![]() ২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৩:৫৩
২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৩:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রিয় কবির মুখে কাব্য মূল্যায়ন অনেক ভালো লাগলো। কিন্তু আমি বনলতাকে কেন মিস করি সেটাই বুঝতে পারি না। সে আমাকে মোবাইল করতে বলেছে। কিন্তু আমার সে সাহস হয় না। কারণ আমাকে মোবাইল বিজির কৈফিয়ত দিতে হয়। কেউ যখন অন্যের সম্পত্তিতে পরিনত হয় তখন তার পৃথিবী সেখানেই আব্দ্ধ থাকে। পৃথিবী তখন বলে এখান থেকে বেরিয়ো না। আর সেকারনেই বনলতারা উপেক্ষিত হয়।
৬| ![]() ২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৪:০৬
২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।  
কেমন আছেন? চাচী ফিরেছেন?
 ![]() ২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৪:১৫
২৮ শে মার্চ, ২০২৩  বিকাল ৪:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি প্রাসাদ সজ্জায় নিয়োজিত। কাজের এখনো অনেক বাকী। কন্যা পক্ষের আত্মীয়দের আতিথেয়তায় তাঁকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তিনি আমার নিকট ছুটে চলে আসতে চান। কিন্তু পারছেন না। তাঁর সাথে আমার ছাব্বিশ বছর কোন ফাঁকে কেটে গেল বুঝতে পারলাম না। নিজের পাকা দাঁড়ির দিকে তাকালে মনে হয় এর মাঝে কেটে গেছে অনেক কাল।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২৩  রাত ১২:৩০
২৮ শে মার্চ, ২০২৩  রাত ১২:৩০
কামাল১৮ বলেছেন: ভাবি জানতে পেরেছিলো বনলতার আগমনের কথা?