নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

গাজীপুরে নৌকা ফুটা ছিলো, নাকি মাঝি অদক্ষ ছিল?

২৬ শে মে, ২০২৩ দুপুর ১২:১৪



আজমত মাঝি এর আগেও নৌকা ডুবিয়েছিলো। এখন তার বয়স আরো বেড়েছে, তথাপি নৌকার হাল তার হাতে গেলো কেন? কর্তৃপক্ষ কি এটাই দেখতে চেয়েছেন যে তিনি কি আবারো নৌকা ডুবাতে পারেন কিনা? তো তিনি তাদেরকে দেখিয়ে দিলেন তিনি আবারো নৌকা ডুবিয়ে দিতে পেরেছেন।তো মাঝি সাব কি বলবেন? তিনি কি বলবেন যে তাঁর আসলে কোন দোষ নেই, নৌকার তলায় ফুটা ছিলো বলেই নৌকা আসলে ডুবেছে।

জায়েদা খালার টেবিল ঘড়ি নিয়ে পাবলিক লাপায় কেন? তারা কি ঘড়ি দেখিয়ে বলতে চায় যে, নৌকার সময় শেষ হয়েছে। তারা কি নৌকাকে যাদু ঘরে পাঠাতে চায়? চ্যানেল 24 এর সাংবাদিককে দেখলাম নৌকার পরাজয়ের খবর দিতে গিয়ে মিটিমিটি হাসছে। হায় সাংবাদিক তুমিও?

এত বছর মসনদে থেকে কি নৌকাওয়ালারা নৌকার তলার কথা ভুলে গিয়েছিলো? নাকি নৌকার তলা দৃষ্টির আড়ালে ছিলো বলে তারা সেদিকে খেয়াল করে নাই। আর এদিকে নৌকার তলায় দৃষ্টির আড়ালো ফুটা হলো। সেই ফুটা ওয়ালা নৌকা গাজীপুরে চালাতে গেলে ডুবে গেল? নৌকা ডুবায় পাবলিক লাফায় কেন? তারা কি ফুটা ওয়ালা নৌকায় আর চড়তে চায় না? সামনে জাতীয় নির্বাচনের আগে যে সময় আছে তাতে নৌকার তলা মেরামত করা যাবে কি? নাকি আরোহী ছাড়াই কোনমতে নৌকাকে ভাসিয়ে ঘাটে নেওয়া হবে? জায়েদা খালার ঘড়ির সময় বলে দিবে সময়ে কি হবে?

বাইডেন চাচায় বুড়ো চোখে উঁকি মেরে কি দেখছে? বিএনপির দাবী মত তিনি তত্ত্বাবধায়ক সরকার দ্বারা নির্বাচন করাতে পারবেন কি? নাকি তিনি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে বিএনপিকে বাধ্য করবেন? ঘড়ির সময় বলে দিবে ভবিষ্যতে কি হবে?

গ্জীপুরের নির্বাচন দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে কি? তারা আজমত মাঝির গলায় জয়ের মালা পরিয়ে রেখেছিল। কিন্তু জায়েদা খালার জয়ে তারা হতবম্ব হয়ে বলল, এটা তবে কি হইলো? আজ সকালে এক খালা বলল, আলু চল্লিশ টাকা হলে খামু কি?

সুষ্ঠ নির্বাচনে জায়েদা খালারাও পাশ করতে পারে শেষমেস এটা প্রমাণ হলো তো? নাকি সুষ্ঠ নির্বাচনের উপকারের কথা আরো বুঝিয়ে বলতে হবে? কোন কারণে আওয়ামী লীগ কোন কাজ করে জনগণ সেটা আজো যদি বুঝতে না পারে তবে সেটা আওয়ামী লীগের দায় নয়।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

নৌকা হেরে গিয়ে কি প্রমাণিত হলো?

২৬ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রমাণিত হলো নৌকা সুষ্ঠ ভোট করতে জানে এবং হারতেও জানে। অবশ্য এমন ঘটনা সকল স্থানে নাও ঘটতে পারে।

২| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যা চেয়েছেন তাই হয়েছে।

২৬ শে মে, ২০২৩ বিকাল ৩:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ হার যদি বৃহত্তর জয়ের জন্য হয়ে থাকে তাহলে আপনার কথা ঠিক আছে।

৩| ২৬ শে মে, ২০২৩ দুপুর ২:২১

দারাশিকো বলেছেন: আজমত হারলেও নৌকা জিতে, জিতলেও নৌকাই জিতে। এইখানে গণতন্ত্র কই?

২৬ শে মে, ২০২৩ বিকাল ৩:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: গাজীপুরে ভোট সুষ্ঠ হয়নি এটাতো কেউ বলেনি।

৪| ২৬ শে মে, ২০২৩ দুপুর ২:৪৮

রানার ব্লগ বলেছেন: ইহাই রাজনিতী। আর এই রাজনিতী বিএনপি জানে না বলেই রাস্তায় ফ্যা ফ্যা করে কান্না কাটি করে।

২৬ শে মে, ২০২৩ বিকাল ৩:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: একজন বলেছিল বিএনপি হলো বেসিকালি নো পার্টি। ঘটনা এমন হলে তারা আর রাজনীতি কি বুঝবে?

৫| ২৬ শে মে, ২০২৩ দুপুর ২:৫৯

তানভির জুমার বলেছেন: আজমত উল্লা হেভিয়েটট নেতা। সোজা কথা মানুষ আওয়ামীলিগ চায় না। লোটপাট আর সন্ত্রাসী কর্মকান্ড মানুষ পছন্দ করে না। গ্রামে ২৪ ঘন্টার মধ্যে ৯ ঘন্টা বিদ্যুৎ পায় মানুষ, বিদ্যুৎ রিলেটেড ব্যবসাগুলো লাটে উঠেছে। জাতীয় নির্বাচনে মোটামুটি সুষ্ঠ ভোট হলে আওয়ামীলিগ ভেসে যাবে।

আওয়ামীলিগের সমর্থিত প্রার্থীর বিরোদ্ধে যে হিরো আলম জিতে যায় তাপরও তাদের লজ্জা হয় না? আমরা দেশে থাকি সব পরিস্থিতির সাক্ষী, দেশের বর্তমানে যে অবস্থা আওয়ামীলিগের প্রার্থীর বিরোদ্ধে যদি কোন দৈনছা গাছকে দাড় করানো হয় তাহলে মানুষ দৈনছা গাছ কে ভোট দিবে। আওয়ামীলিগের সুবিধা ভোগী ছাড়া, বাকি সবার জন্য আওয়ামীলিগ একটি ঘৃনাবাচক শব্দ এখন।

আওয়ামীলিগের কিছু ইডিয়েট মনে করে এটা শেখ হাসিনার চাল আসলে শেখ হাসিনা থেকে শুরু করে সবাই মনে প্রাণে চাইছে আওয়ামীলিগের প্রার্থী কে মেয়র বানাতে সেই জন্য আজমত উল্লার মত হেভীয়েট নেতা কে নমিনেশন দিয়েছে, সামনে নির্বাচন, সবদিক দিয়ে গাজীপুর খুবই গুরুত্বূর্ণ এলাকা। আজমত উল্লাকে ভোট চুরি করে হলেও আওয়ামীলিগ জিতাইতো এটা করতে পারে নাই, কারণ আগের দিন আমেরিকা ভোটে কারচুপি হলে স্যাংশন দিবে এই কথা বলেছে। মোটামুটি ভালো নেতা আর সরকারী আমলারা চাইবে না, তারা আমেরিকার স্যাংশনে পড়ুক। তারাসহ বউ-বাচ্ছারাও স্যাংশনে পড়বে।

২৬ শে মে, ২০২৩ বিকাল ৩:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সামনে সব ভোট এমন এবং ফলাফল এমন হবে মনে করেন কি?

৬| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৬

নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যা চেয়েছেন তাই হয়েছে।

দারাশিকো বলেছেন: আজমত হারলেও নৌকা জিতে, জিতলেও নৌকাই জিতে। এইখানে গণতন্ত্র কই?

এই দুই কমেন্টেই আসল রহস্যের সমাধান আছে....

আগামী নিবাচনে ঠিক এমন গনতান্ত্রিক ভোটই জনগন দেবে।

দেশে তত্বাবধায়ক সরকারের অধীনে নিবার্চন করা দরকার। নতুবা কখনোই সুস্ঠ নিবাচন হবেনা।

২৬ শে মে, ২০২৩ রাত ৮:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তত্বাবধায়ক সরকার ছাড়া গাজীপুরের মত সুষ্ঠ নির্বাচন হবে।

৭| ২৬ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:


বিএনপির প্রার্থী না দেয়াতে হাতপাখা মার্কা ইসলামপন্থী চরমোনাই প্রার্থী বিএনপির সব ভোট পাওয়ার কথা। বিএনপি'র সমর্থকরা সেভাবেই প্রচার চালাচ্ছিল।
কিন্তু বিএনপির সমর্থকরা কোথায়?

আওয়ামী লীগ প্রমাণ করলো সে একাই পারে।
আওয়ামী লীগ প্রমাণ করল বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল।
আওয়ামী লীগ প্রমাণ করল বিএনপি জামাত বাদ দিয়েও একটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ উৎসবমুখর নির্বাচন সম্ভব।
বিপুল ভোটার, ইভিএম এ ভোট। কিন্তু কার কারচুপির অভিযোগ কেউ করছে না।

অথর্ব বিএনপি-জামাত এখনো আমেরিকার দিকে তাকিয়ে বসে আছে।

২৬ শে মে, ২০২৩ রাত ৮:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা আমেরিকার দিকে তাকিয়ে বসে আছে যদি সেখান থেকে ক্ষমতার মধু চুইয়ে পড়ে তবে তারা অমনি তা’ চেটেপুটে খাবেঅ দীর্ঘ দিনের অভুক্ত বলে কথা।

৮| ২৬ শে মে, ২০২৩ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগের জয় হয়েছে।দুই জনই আওয়ামী ঘরানার প্রার্থী।

২৬ শে মে, ২০২৩ রাত ৮:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: একজন বলল, গাজীপুরে লাউ হেরেছে, কদু জিতেছে। তারমানে আওয়ামী সাপটাররা এখন তাদের তরুন নেতৃত্ব চায়। সেজন্য তারাে আজমতকে ছেড়ে জাহাঙ্গিরের সাথে সমবেত হয়েছে।

৯| ২৭ শে মে, ২০২৩ ভোর ৫:১৫

সোহানী বলেছেন: ওকে ফলোয়িং B:-/

২৭ শে মে, ২০২৩ দুপুর ১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

১০| ২৭ শে মে, ২০২৩ সকাল ১০:০৪

ধুলো মেঘ বলেছেন: জায়েদা খালা নৌকারই লোক। উনি শেখ হাসিনার সাথে দেখা করে নৌকায় যোগ দেবেন।

আবার আগেরবার আজমত মাঝি যেমন হেরেও বিজয়ী মান্নানকে খেয়ে দিয়েছিল, এবারও তেমন কিছু দেখার অপেক্ষায় আছি।

২৭ শে মে, ২০২৩ দুপুর ১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আজজম মাঝির আর মেয়র হওয়ার বাসনা পূরণ হলো না।

১১| ২৭ শে মে, ২০২৩ সকাল ১১:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আই ওয়াশও হতে পারে।

২৭ শে মে, ২০২৩ দুপুর ১:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: হতেই পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.