নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ছ’বছর আগে আর ছ’বছর পরে
পরী, ছোট থেকে বড় হয়েছে অনেক
রোজা নামে সে এখন পিতার অর্ধেক
হৃদয় দখল করে কাটায় জীবন।
শান্ত মেয়ে মিষ্টি মেয়ে জ্ঞান পাখী ধরে
অন্তর খাঁচায় পুরে। সময়ে প্রত্যেক
তার কাজ জ্ঞানরাজ্যে করা এক এক
তারাদের নিজমাঝে সুপ্তির জীয়ন।
আপু মনি খুশী হই শুনে গুণ কথা
এভাবেই বেড়ে উঠ প্রশান্তি ছায়ায়
হারাবে না সময়কে অকাজে অযথা
সমাজে কল্যাণ হোক তোমার মায়ায়
তুমি হও কর্মক্ষেত্রে সর্বদা সফল
এটাই কামনা করে ব্লগের সকল।
পরী
০৭ ই জুন, ২০২৩ রাত ১০:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ছোট্ট পরী এখন কেমন হলো তা’ জানার কৌতুহল ছিলো। আপনি তা দেখালেন। তার বিবরণ জানালেন। আশাকরি সুনাগরিক হয়ে সে দেশের সম্পদ হবে। আমাদের দেশের নাগরিকদের গুলগত মান কম বিধায় আমরা উন্নত হতে পারছি না। জনাব রাজীব নূরের মাধ্যমে দেশ যদি দু’জন উন্নত নাগরিক পায় তাহলে জাতির তাকে ধন্যবাদ জানানো উচিৎ।
২| ০৭ ই জুন, ২০২৩ রাত ১০:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব অত্যন্ত সম্ভান্ত্র ফ্যামিলি বিলং করে। রাজীবের ফ্যামিলি ও কন্যাদের জন্য শুভকামনা।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্বের সবল কন্যাদের জন্য শুভ কামনা। সুখে থাকুক সকল কন্যা।
৩| ০৮ ই জুন, ২০২৩ সকাল ৭:২৮
নজসু বলেছেন:
পরী মা আমার খুবই প্রিয়।
অনেক অনেক দোয়া।
প্রত্যেক পিতা তার কণ্যাকে অত্যধিক স্নেহ করেন। ভালোবাসেন।
কণ্যাদের প্রতি রাজীব ভাইয়ের স্নেহ ভালোবাসার মাত্রাটা যেন আরও বেশি খুঁজে পাই।
এটা ভালো লাগে।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার শ্বশুরের কন্যার প্রতি স্নেহ দেখে আমি মুগ্ধ হতাম। সেজন্য এখনো আমি আমার শ্বশুরের কন্যাকে আনন্দে রাখতে চেষ্টা করি। সবাই সবার শ্বশুরের কন্যাকে আনন্দে রাখতে চেষ্টা করুক এ কামনা করি।
৪| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৫
কবিতা ক্থ্য বলেছেন: পরী ভালো থাকুক আজীবন।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপুটাকে আমার খুব ভালো লাগে। আমাদের প্রতিবেশীদের কন্যাগুলাও অসাধারণ। তাদের থেকে উন্নত মা হয়ে উন্নত জাতি হলে আমরা এগিয়ে যেতে পারব। সুতরাং কোন কন্যাকেই অবজ্ঞা নয়, বরং সকল কন্যার চন্য চাই সম্মান। কারণ এ কন্যাগুলোই একদিন মহাসম্মানিতা মা হয়ে থাকেন।
৫| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৪
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
রাজীব নুর তার কন্যা সন্তানদের যে কী পরিমান আদর করেন আর ভালোবাসেন তা তার লেখাতেই স্পষ্ট। সেই কন্যাদের একজনকে নিয়ে লেখা আপনার এই সনেট যেন তারই যোগ্য সম্মাননা।
সনেট তো সুন্দর হয়েছেই তার সাথে উন্মোচিত হয়েছে আপনার সুন্দর একটি পিতৃ হৃদয়ও।
লাইকড......++++++++
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার কন্যাগণ আমার অন্তর জুড়ে বিদ্যমাণ।
৬| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: সুনাগরিক করতে আমার আপ্রান চেষ্টা থাকবে।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশের সকল কন্যা সুনাগরিক হলে দেশ এগিয়ে যাবে।
৭| ০৮ ই জুন, ২০২৩ দুপুর ২:৫০
কাছের-মানুষ বলেছেন: কবিতা যথাযত হয়েছে। আমার ভাল লাগল।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাদের প্রেরণা আমাকে অনুপ্রাণিত করে। তবে কিছু ব্লগার আমার কবিতায় মহা বিরক্ত। তাদের কারণে ভয়ে ভয়ে কবিতা পোষ্ট করতে হয়। তাদের কারণে মনে হয় কবিতা লেখা অপরাধ এভঙ সনেট লেখা আরো বড় অপরাধ। তথাপি সখের কাজ কলে মাঝে মাঝে সব বাধা উপেক্ষা করে দু’ একটা কবিতা লিখে ফেলি আর কি!
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২৩ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী অনেকে ধন্যবাদ।
আনন্দে চোখে পানি চলে এসেছে।