নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

কুয়াকাটা সমূদ্র সৈকত

১১ ই জুন, ২০২৩ রাত ৯:১০




কুয়াকাটা গিয়ে দেখি সেথায় সাগর
আহা কি চমৎকার সে কুয়া বিরাট
যাতে অস্ত যায় সূর্য। দৃষ্টির বিভ্রাট
হলেও এমন দৃশ্যে অন্তর জুড়ায়।
কাটবে এমন কুয়া কে আছে নাগর,
প্রেয়সির জন্য বল? মোগল সম্রাট
হলেও সম্ভব নয়। অর্থের লোপাট
না করে হেথায় প্রিয়া ওড়না উড়ায়।

এখানে পায়রা আছে বন্দরের নামে
সেথায় অনেক শান্তি উন্নয়ন ঢেউ
মুগ্ধ হই আমি এর প্রত্যহ সুনামে
কোন এর বদনাম করেনাতো কেউ।
নগন্য ও মান্যগণ্য লোকজন সব
আনন্দে হেথায় করে নিত্য কলরব।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক বছর আগে গিয়েছিলাম, আবার যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হয়ে উঠছে না।

৩| ১১ ই জুন, ২০২৩ রাত ১১:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: আমি গেছিলাম গত বছর।

৪| ১২ ই জুন, ২০২৩ বিকাল ৪:১৪

প্রামানিক বলেছেন: কুয়াকাটায় আমি তিনদিন ছিলাম,

৫| ১২ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে! কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনদিনও কুয়াকাটা যায়নি, এজন্য কবিতাটি পড়ে আফসোস হচ্ছে যে পৃথিবীর কত সুন্দর দৃশ্য এখনো চোখে দেখা হলো না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.