নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

গিয়াস উদ্দিন

১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:১০



নূরানী মুমিন মুখ গিয়াস উদ্দিন
হৃদয় গহিন হতে দেখে প্রীত হই
আপনার জীবনের নায়ের গুলোই
যেথা আছে কাঞ্চনের সুন্দর প্রলেপ।
কিছুটা নিস্প্রভ ব্লগ লিটন বিহীন
সে সময় এ বেলায় খুঁজে পাই কই
কেমন সুন্দর ছিলো কাব্যে হই চই
ছন্দে ছন্দে ক’জনার মধুর আলাপ।

মুগ্ধ হয়ে পড়তাম সুরম্য কথার
আলাপন বার বার অতীব উত্তম
মধুময় বাণী দল। এখন তা’ আর
নেই ব্লগে। যা আছে তা’ সুখপঠ্য কম।
ব্লগের চন্দন ছিলো লিটনের দল
তাঁদের চাঞ্চল্যে ছিলো ব্লগে কোলাহল।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৩ রাত ১০:০১

করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে!

ছবিটা কি আপনি গিয়াসউদ্দিন লিটনের অনুমতি নিয়ে প্রকাশ করেছেন?

১২ ই জুলাই, ২০২৩ রাত ১০:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফেসবুকে তিনি এমন ৫৫ টা ছবি দিয়ে পোষ্ট করেছেন। সেজন্য ব্লগে এ ছবি পোষ্ট করা অনুচিত মনে করিনি। কারণ ব্লগ ফেসবুক থেকেও সুশীল গণমাধ্যম।

২| ১২ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সনেট ভালো লেগেছে।

নায়ের গুলোই বুঝতে পারলাম না। 'গলুই' নাকি?

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: গলুইকেই আমরা গুলই বলি।

৩| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন চাচাজ্বী।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৪| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৬

শেরজা তপন বলেছেন: লিটন ভাই তো ব্লগের সাথেই আছেন। কিন্তু আপনার কবিতা পড়ে মনে হচ্ছিল তিনি আর নেই- সরি টু সে।
তবে কবিতা ভালো হয়েছে।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: চলে গেলে তিনি আর আমার কবিতা পড়তে পারবেন না। তািই ভাবলাম তিনি বেঁচে থাকতে একটু লেখি। তবে কবিতা তাঁর নজরে এসেছে কিনা সেটা এখনো বুঝাগেল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.