|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
ফারাজা এখন হলো শৈশব বেলার
তোমার সময় গুলো। পিতা ও মাতায়
রাখছে তোমায় খুব স্নেহ-মমতায়
যা দেখি কাঁচের মত স্বচ্চ ও নির্মল।
এভাবেই বড় হও আদরে সবার
গুণ আর গরিমার লতায়-পাতায়
সর্বদায় সদাচারে জ্ঞানের কথায়
ছড়িয়ে সানন্দ সব কৃষ্টি পরিমল।
রাজীব-সুরভী কন্যা দেখলাম খুব
তোমার শৈশব ভাব।পরিপাটি মন
হয়ত তোমার আছে করি অনুভব
বুঝাযায় সেরকম এমন এখন।
সনেটের মত হবে অনবদ্য কাজে
আমার মনেতে যেন সেই সুর বাজে।
 ৮ টি
    	৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৫ ই জুলাই, ২০২৩  রাত ১০:২৩
১৫ ই জুলাই, ২০২৩  রাত ১০:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সকল ব্লগারদের সন্তানদের সুন্দর জীবন কামনা করি।
২|  ১৫ ই জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৭:৫১
১৫ ই জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৭:৫১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
  ১৫ ই জুলাই, ২০২৩  রাত ১০:২৩
১৫ ই জুলাই, ২০২৩  রাত ১০:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৩|  ১৫ ই জুলাই, ২০২৩  রাত ৮:৩৯
১৫ ই জুলাই, ২০২৩  রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: এমন লেখার জন্য রাজীবসহ আপনাকে অভিনন্দন
  ১৫ ই জুলাই, ২০২৩  রাত ১০:২৪
১৫ ই জুলাই, ২০২৩  রাত ১০:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
৪|  ১৫ ই জুলাই, ২০২৩  রাত ১০:৫১
১৫ ই জুলাই, ২০২৩  রাত ১০:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কাব্যে ভালোলাগা রইলো। অনেক শুভেচ্ছা আমাদের ভাতিজিকে।
  ১৭ ই জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৭:০১
১৭ ই জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৭:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: মডুর সাথে আপনাকে দেখে অনেক ভালো লেগেছে। ব্লগের প্রতি আপনাকে অনেক আন্তরিক মনে হয়। সব সময় ভালো থাকবেন চৌধুরী সাহেব। আপনার জন্য আন্তরিক শুভ কামনা থাকলো।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৭:২৭
১৫ ই জুলাই, ২০২৩  সন্ধ্যা  ৭:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, ফারাজাকে নিয়ে কবিতা সুন্দর হয়েছে।
আপনার সাথে সাথে আমারও চাওয়া ফারাজার সুখী-সুন্দর ও আনন্দময় জীবনের সাথে সাথে ভাল একজন মানুষ হিসাবে গড়ে উঠার।