|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
আমার কবিতা তুমি হৃদয়ের বাতি
দেখি তায় জগতের প্রত্যেক কোনায়
তোমার কীর্তির দল; সানন্দে দোলায়
গৌরবের দীপ শিখা আলোক উজ্জ্বল।
মুগ্ধতায় মজে মন কাটে দিন রাতি
নত হয়ে আসে শীর নিত্য সিজদায়
হে রব হে রব বলে ডাকি সর্বদায়
মুমিনের অন্তরের ঈমানে নির্মল।
কার কি পছন্দ হয় তা’ নয় যে জানা
আমার পছন্দ তুমি; হে রব আমার
শুনি না তোমার ক্ষেত্রে কারো কোন মানা।
মানবের চেতনার আচার বিচার
সব বাদ দিয়ে প্রিয় তোমাকেই চাই
তুমি ছাড়া ইবাদতে যোগ্য কেউ নাই।
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই জুলাই, ২০২৩  রাত ১০:৫৫
১৬ ই জুলাই, ২০২৩  রাত ১০:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার হৃদয়ে কোরআন আছে। আপনি টয়লেটে যাবেন কি? হাফেজে কোরআন যেহেতু টয়লেটে যায় সেহেতু হাফেজে মোবাইলও টয়লেটে যাবে। এতে কোন সমস্যা নাই।
২|  ১৬ ই জুলাই, ২০২৩  রাত ১১:০৭
১৬ ই জুলাই, ২০২৩  রাত ১১:০৭
বিষাদ সময় বলেছেন: একটু উদার হতে শিখুন। বলেন হে রব আমাদের।
  ১৬ ই জুলাই, ২০২৩  রাত ১১:২৬
১৬ ই জুলাই, ২০২৩  রাত ১১:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের বললে কেউ কেউ বলবে, আমাদের কইলেন ক্যান? আমরা কি তাকে রব মানি নাকি? সেজন্য ক্যাচাল এড়াতে আমার রব বললাম। আপনি যদি মনে করেন তিনি আপনারও রব, তাহলে আপনি মন্তব্যে সেই ঘোষণা দিলেই প্রবলেম সলভ হয়ে যায়।
৩|  ১৭ ই জুলাই, ২০২৩  রাত ১২:০৯
১৭ ই জুলাই, ২০২৩  রাত ১২:০৯
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার
  ১৭ ই জুলাই, ২০২৩  সকাল ১১:২০
১৭ ই জুলাই, ২০২৩  সকাল ১১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৪|  ১৭ ই জুলাই, ২০২৩  বিকাল ৩:০৮
১৭ ই জুলাই, ২০২৩  বিকাল ৩:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- ভালো লিখেছেন। মন্তব্যের জবার পড়ে মজা পেলাম।
  ১৭ ই জুলাই, ২০২৩  রাত ১০:০৩
১৭ ই জুলাই, ২০২৩  রাত ১০:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ মন্তব্য করলে তো জবাব দিতে হয়। আপনি মজা পেয়েছেন জেনে খুশী হলাম।
৫|  ১৭ ই জুলাই, ২০২৩  বিকাল ৫:২৬
১৭ ই জুলাই, ২০২৩  বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী। 
আমার প্রশ্নে রাগ না করে সুন্দর উত্তর দিয়েছেন।
  ১৭ ই জুলাই, ২০২৩  রাত ১০:০৪
১৭ ই জুলাই, ২০২৩  রাত ১০:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি একটা কিছু জানার জন্য প্রশ্ন করেছেন। তাতে রাগ হওয়ার মত কিছু ছিলো না।
৬|  ১৭ ই জুলাই, ২০২৩  রাত ৮:৫৫
১৭ ই জুলাই, ২০২৩  রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা
  ১৭ ই জুলাই, ২০২৩  রাত ১০:০৫
১৭ ই জুলাই, ২০২৩  রাত ১০:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০২৩  রাত ১০:৪২
১৬ ই জুলাই, ২০২৩  রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, আসসালামু আলাইকুম।
আমার একটা প্রশ্ন আছে। উত্তর দেবেন। প্লীজ।
মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড করা আছে, এখন এই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি?