নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা ব্লগার সোনাগাজীকে পরীক্ষামূলক কমেন্ট ব্যান থেকে মুক্তি দেওয়া হোক

২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০২



ব্লগে মুক্তিযোদ্ধা ব্লগার হাতেগণা কয়েক জন। তারমধ্যে মুক্তিযোদ্ধা ব্লগার সোনাগাজী একজন। নীতিমালায় আটকা পড়ে তিনি বহুকাল কমেন্ট ব্যানে আছেন। এখন তাঁকে পরীক্ষামূলক কমেন্ট ব্যান থেকে মুক্তি দিয়ে দেখা যেতে পারে তিনি ব্লগের নীতিমালা অনুযায়ী কমেন্ট করা শিখেছেন কিনা।

ফেসবুকে জটিল ভাইকে পেয়ে জিজ্ঞাস করলাম ব্লগে আসেন না কেন? জবাবে তিনি বললেন, বাঁদরটাকে ক’দিন নাচানাচি করতে দিন। আমি চাই নাচানাচি যেন সাবলিল হয়। কোন নাচুনুকে হাত-পা বেঁধে নাচতে দিলে কেমন হয়? তো তাকে হাত-পা খুলে একবার দেখা যেতে পারে তার নাচটা তালে হচ্ছে না বেতালে হচ্ছে। তাঁর নাচ তালে হলে নাচ চলতে থাকবে। কিন্তু তিনি যদি আবার বেতালে নাচ শুরু করেন তাহলে না হয় আবার তাঁর হাত-পা বেঁধে দেওয়া যাবে।

অন্যের পোষ্টে মন্তব্য করতে না পেরে বেচারা কষ্ট পাচ্ছেন। তথাপি নিজের দোষ স্বীকার করছেন না।এমন অবোধ আমি জামায়াত-শিবিরকে দেখেছি। একাত্তরে মহা অপরাধ করেও তারা জাতির কাছে ক্ষমা চায়নি। একজন মুক্তি যোদ্ধা সেই রাজাকারের মত হলে তো চলে না। মুক্তিযোদ্ধা দোষ করলে সহজেই সরি বলবে। তাতে তাঁদের সম্মান আরো বাড়বে।

মেধাবী মডু ছেলেবেলায় শিখেছে দুষ্টগরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ছেলেবেলার সে বাগধারা মডু এখনো ভুলতে পারেনি। আমি বলি মডু ভাইয়ূমনি সে বাকধারা আর একবার ভুলে তাকে আবার মন্তব্য করতে দিন। দেখি অতঃপর তিনি জননন্দীত মন্তব্যকারী ব্লগার হতে পারেন কিনা। কিন্তু স্বভাব যায় না মরলে, এ বাগধারার প্রভাবে যদি তা্ঁর মন্তব্য যদি নীতিমালা বিরোধী হয় তা’ না হয় তাঁকে আবার নীতিমালার আওতায় আনা যাবে।

অনেক ব্লগারই চায় জনাব সোনাগাজীকে আর একবার কমেন্ট ব্যান মুক্ত করা হোক। তাদের সাথে সহমত পোষণ করে আমি ব্লগ কর্তৃপক্ষের নিকট অনুরাধটি রাখলাম। তবে শেষ কথাটি হলো আমার অনুরোধের সুবিবেচনায় আপনাদের সদয় মর্জি হয়।

মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জনাবা কেন!!! আপনি নিশ্চিত যে উনি 'জনাবা'?

এভাবে অপমান না করলেও পারতেন।

আপনি বয়োজ্যাষ্ঠ। আপনার কাছ থেকে পরিণত মস্তিষ্কের পোস্ট আশা করা হয়।

২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরি! জনাবা টাইপো থেকে হয়েছে। এখন তো জনাবা উঠে গেছে। এখন নারীদেরকেও জনাব বলা হয়।

২| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২৭

নজসু বলেছেন:



জ্বী।

২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: শাস্তির মেয়াদ তো অনেক হলো। এবার তাঁর মুক্তির বিবেচনা করা যায় বলে আমি মনে করি।

৩| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২৭

শাহ আজিজ বলেছেন: আর সোনাগাজিকেও বলি আপনার ছুরিটা ফেলে দিন । ওটার জন্য এতো ঝামেলা । শুভ ব্লগিং ।

২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগারগণের অভিযোগের কারণেই তিনি নীতি মালায় পড়েন। তথাপি তিনি অভিযোগ থেকে আত্মরক্ষা করতে জানেন না।

৪| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: উনি প্রায় ছয় মাস ধরে ব্যান আছেন, এটা মেনে নেয়া যায় না।
আশা করি বিজ্ঞ মডারেটেরগণ উনার প্রতি সদয় হবেন।

২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও অনেক আশা করে আবেদন করেছি। দেখি যদি তাঁদের সুবিবেচনায় আসে।

৫| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বানান ঠিক করার জন্যে ধন্যবাদ, চৌধুরী ভাই।

কিন্তু জটিলের অপমানজনক উক্তি না উল্লেখ করলেও পারতেন।

২১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর বিরোধীরা তাঁর কতটা বিরোধী সেটা জানাতে উল্লেখ করলাম।

৬| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০১

ডার্ক ম্যান বলেছেন: কমেন্ট ব্যান বিষয়টা হাস্যকর। উনাকে যারা পছন্দ করেন না, তারা উনাকে কমেন্ট ব্লক করে দিক। তাহলে ল্যাঠা চুকে গেল।

২১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু মডুর বিবেচনাকে আমরা হাস্যকর বলতে পারি কি? কথায় বলে বস ইজ অলোয়েজ রাইট।

৭| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী সাহেবের উপর অনির্দিষ্ট কালের জন্য মন্তব্য করার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শাস্তি কখনও অনির্দিষ্ট কালের জন্য হতে পারে না। আর ছয় মাস অনেক লম্বা সময়। তাই ওনার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। আর সোনাগাজী সাহেবের প্রতি অনুরোধ থাকবে মেহেরবানী করে আক্রমণাত্মক মন্তব্য করা থেকে বিরত থাকবেন মুক্ত হওয়ার পরে।

২২ শে আগস্ট, ২০২৩ রাত ১২:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যের সাথে একশভাগ সহমত।

৮| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪১

জগতারন বলেছেন:
সোনাগাজী মন্তব্য ব্যান উঠান হউক।

সহমর্মিতা জ্ঞাপন করছি।

২২ শে আগস্ট, ২০২৩ রাত ১২:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৯| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১২

মোগল সম্রাট বলেছেন:



হ্যাঁ ভোট দিলাম B-)

২২ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: পজেটিভ ভোট প্রদানের জন্য সম্রাটকে ধন্যবাদ।

১০| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৬

কামাল১৮ বলেছেন: আমি যদি আমার স্বকীয়তাই বিসর্জন দেই তা হলে ব্লগিং করে লাভ কি।

২২ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো স্বকীয়তা কারো অসহ্য হলে তো অসুবিধা।

১১| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৬

সেতু আমিন বলেছেন: ব্যান সবসময়ের জন্য উঠানো হউক।

২২ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কর্তৃপক্ষতো এমনি এমনি কোন ব্লগারকে নীতিমালার আওতায় আনে না। ব্লগের জন্য ভালো কিছু হোক।

১২| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪৪

নূর আলম হিরণ বলেছেন: যেহেতু স্পেসিফিক কাউকে ভালো না লাগলেও তাকে কমেন্ট ব্যান করা যায় সেহেতু কাউকে পুরোপুরি কমেন্ট ব্যান করার প্রয়োজন নেই।

২২ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি ব্লগ কর্তৃপক্ষ কোন কিছু প্রয়োজন মনে করলে আমাদের কিছু করার থাকে না। মডু মহোদয় একবার বলেছেন তাঁদের বাগান তাঁরা তাঁদের মত করে সাজাবেন। তো গৃহস্থ্যের উপর তো আর মেহমানের জবনদস্তি খাটে না।

১৩| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: কি হয়েছে উনার?

২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁকে অপরের পোষ্টে কমেন্ট ব্যান করে রাখা হয়েছে বিধায় তিনি অপরের পোষ্টে মন্তব্য করতে পারছেন না।

১৪| ২২ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:০৫

ঢাকার লোক বলেছেন: আমিও সহমত, সোনাগাজীর উপর ব্যান উঠানো হোক। উনাকেও অনুরোধ করবো আক্রমনাত্বক ভাষা ব্যাবহারে সংযমী হোন ।

২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমি সহমত।

১৫| ২২ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:২৩

কামাল১৮ বলেছেন: আমার স্বকীয়তা না থাকলে যে আমার অসুবিধা তার বেলায় কি হবে।ইচ্ছা করলে সে আমাকে ব্যন করে রাখতে পারে ।এই ব্লগে কয়েক জন আমাকে ব্যন করে রেখেছে।গাজী সাহেবের মন্তব্য যদি কারো ভালো না লাগে সে তাকে ব্যন করে রাখতে পারে।এই সুবিধা ব্লগে আছে।সবার ভালো লাগে না এমন না।

২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মডু বলেছেন, তাঁদের নীতিমালা অনুযায়ী তাঁদের ব্লগ চলবে।

১৬| ২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:০২

জিকোব্লগ বলেছেন:



ব্যক্তি আক্রমণ - সাময়িক ব্যান , আবার ব্যক্তি আক্রমণ - সাময়িক ব্যান,
আবার ব্যক্তি আক্রমণ - সাময়িক ব্যান ...............বিপ্লবী ভাই বোনদের আন্দোলন
...... সুলাইমানি ব্যান ....... নতুন আইডি - দ্রুত সেইফ ........ আবার
ব্যক্তি আক্রমণ - সাময়িক ব্যান .... .... বিপ্লবী ভাই বোনদের আন্দোলন .....

এই ভাবে পুনরাবৃত্তির ব্লগ বিনোদন / খেলা কি শুরু করাতে চাচ্ছেন?

২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি অনেক দিন তো ব্যানে থাকলেন সেজন্যই বিপ্লবী ভাই বোনদের আন্দোলন আর কি!

১৭| ২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার সোনাগাজীর কমেন্ট ব্যান উঠে নেয়া হোক।

২২ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: পজেটিভ মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮| ২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


ব্যান উঠবে সহসাই।

২২ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মুখে ফুল-চন্দন পড়ুক।

১৯| ২২ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩১

গেঁয়ো ভূত বলেছেন: আমি এই পোস্টার পক্ষে স্বেচ্ছায় সজ্ঞানে "হ্যা" ভোট দিচ্ছি। আশা করি "হ্যা" জয়যুক্ত হবে।

২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: পজেটিভ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২০| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪০

আমি ব্লগার হইছি! বলেছেন: অবশ্যই মুক্তি দেয়া উচিত। সবার মতামত প্রকাশের স্বধীনতা থাকা দরকার।

২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: somewhereinblog এ ব্লগের নীতিমালা অনুযায়ী মন্তব্য করার সুবিধা পাওয়া যায়। তিনি নীতিমালার তোয়াক্কা না করায় তাঁর মন্তব্য করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর তাঁর মন্তব্য করার অধিকার কেড়ে নেয়ার সময় অনেক হওয়াতে অনেকে চাচ্ছেন তাঁকে যেন আবার মন্তব্য করার সুযোগ দেওয়া হয়। আমরা আশা করছি মন্তব্য করার সুযোগ ফিরে পেলে তিনি নীতিমালা অনুযায়ী অপরের পোষ্টে মন্তব্য করবেন।

২১| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: এই মানবিক পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
এরকম পোস্ট সবাই করতে পারে না। এরকম পোস্ট করলে মানবিক ও হৃদয়বান মানুষ হতে হয়।

চাঁদগাজী/সোনাগাজীকে কমেন্ট ব্যান মুক্ত করলে সামুর জন্যই ভালো হবে। তাকে ব্যান করে রাখা মানে সামুই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমি বলল চাঁদগাজীর সাথে অন্যায় করা হচ্ছে।

২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ন্যায়-অন্যায় বলতে কিছু নেই। মডু পরিস্কার করেই বলেছেন, সামুর সাথে থাকতে হলে তাঁদের নীতিমালা মেনেই থাকতে হবে। এখানে কারো মামার বাড়ীর আব্দার খাটবে না। জনাব সোনগাজী বিষয়টি এখনো বুঝতে পারেননি এটা বিস্ময়কর ব্যাপার।

২২| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: হ্যাতারে পিংপং বলের মত এপ্রুভ আর ব্যান করা হোক। মানে আজকে সকালে সে দেখবে সে কমেন্ট করতে পারতেছে, বিকালে দেখবে কমেন্ট ব্যন.... এমন করা হোক। তাতে রিয়েল বিনোদোন আসবে!

২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ কোর প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সেই প্রতিষ্ঠানকে বুঝতে না পারা দুঃখ জনক। তিনি নিজেকে বিনোদনের পাত্র বানিয়ে ফেলেছেন। এ অবস্থা থেকে বের হওয়ার পথ তাঁকেই খুঁজে বের করতে হবে। আরেকটা সুযোগ পেলে আমরা তাঁর কাছ থেকে ভালো কিছু আশা করব।

২৩| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৪

শোভ বলেছেন: শুধু মন্তব্য করার জন্য সাইন ইন করলাম । চাঁদ গাজি কি সোনাগাজি? তাকে কমেন্ট ব্যান করা ঠিক আছে । তাকে কমেন্ট করার সুযোগ দেয়া ঠিক হবে না । ওনার কমেন্ট রোগ আছে । ওনার কমেন্ট ভালো না , অন্য ব্লগারদের ছোট করার জন্য কমেন্ট করে । তবে ওনি ব্লগে লিখে যাক , তানা হলে ওনার লিখা অনেক মিস করব । সোনাগাজির ব্লগ থেকে ওনেক কিছু শেখার আছে জানার আছে । ওনার লেখা আমার ভালো লাগে ।

২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: চাঁদ গাজি এবং সোনা গাজী এক ব্যক্তি। তাঁর অন্র ব্লগারদের ছোট করে কমেন্ট করা ঠিক নয়। আমার প্রিয় ব্লগার পদাতিক চৌধুরীকে তাঁর ছোট করে কথা বলা আমারো ভালো লাগেনি। তথাপি তাঁর সাজার মেয়াদ অনেক হলো বলে, বলছি তাকে একবার ব্যান মুক্ত করে দেখা যেতে পারে তাঁর রোগের উপশম হলো কিনা। আপনার মন্তব্যের রিভিউ দিয়ে তিনি একটা পোষ্ট দিলে খুশী হব।

২৪| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এইসব নিয়ে লেখা লেখি করতে মনে হয় নিষেধ করা হয়েছিলো।
- আমার মতে গুরুজ্বীকে আরেকটা চান্স দিয়ে দেখা যেতে পারে।
- তবে আমি নিশ্চিত, গুরুজ্বী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তার মন্তব্যের পূর্বের ধারায় ফিরে গিয়ে আবার ধরা খাবেন।

২২ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা নিষেধ করে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ বিষয়ে জনাব সোনাগাজী একটা রিভিউ পোষ্ট দিয়েছেন। তাতে তাঁর নীতিমালা মেনে কমেন্ট করার আগ্রহ দেখা যায়নি। আমার পোষ্টটা মনে হয় জলেই গেলো। সোনাগাজীর বিষয়টা হলো মেহমান হয়ে মেজবানের মাথার উপর ছড়ি ঘুরানোর মত। আর মডুর কারকার হলো মেহমানকে সমাদর পেতে হলে মেজবানকে মান্য করেই পেতে হবে। সুতরাং বিষয়টার সুরাহার কোন পথ আপাতত দেখছি না।

২৫| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২০

গেঁয়ো ভূত বলেছেন: আগের কমেন্ট এ লিখেছিলাম
আমি এই পোস্টের পক্ষে স্বেচ্ছায় সজ্ঞানে "হ্যা" ভোট দিচ্ছি। আশা করি "হ্যা" জয়যুক্ত হবে।

এখন গাজী সাব কৈতাছে উনি কোন ভুল করেন নাই! তাহলে ভুল কার? ঠিকই তো উনি আসলেই ভুল ত্রুটির উর্দ্ধে। এখন মনে হচ্ছে মডু সহ ব্লগের বাকি সবাই অপরাধী। "হ্যা" ভোট দেবার অপরাধে এখন আমারই কান ধইরা উঠ বস করতে মন চাইতাছে।

২২ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর পক্ষ নিলেও বিপদ।

২৬| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অপরাধ করার পর সেটা স্বীকার করা এক ব্যাপার আর অস্বীকার করে যাওয়াটা অন্য ব্যাপার। দু'টোকে একভাবে দেখার কোন অবকাশ নেই। ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি তাঁর অপরাধ স্বীকার করেন না, এটা তাঁর একটা জঘণ্য দিক। যাক মডু পোষ্ট দিয়ে তাঁর মনভাব জানিয়েছেন। এরপর ব্যান মুক্ত হতে চাইলে তিনি মডুর কথামত কাজ করবেন আশা করি। আর তা না হয় তিনি ব্যানেই থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.