নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

স্ত্রী প্রশংসা দিবসে স্ত্রী প্রশংসা

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৪



স্ত্রী না থাকলে বাসা হয় আস্তানা
এমতাবস্থায় বাসাকে আস্তাবল
আখ্যা দিয়ে নিজেকে আর ছোট
করতে চাই না বেশ খানিকটা।

গতরাতে বলে ছিলাম তুমি না
থাকলে আমার কাজ অনেকটা
কমে।- ধমকিয়ে কেউ কাজ
করায় না বলে এমন সুবিধা হয়।

এলোমেলো অগোছালো সব কিছু,
রুচি চানাচুরের বয়ম শিয়রে
উঠে এসেছে খাটের তলা থেকে
আর সব কিছুর বিবরণ এখন থাক।

আগে সবাই স্যার ডাকলেও এখন
যারা নতুন দেখে তারা ভাই অথবা
কাকা ডেকে সম্মান জানায় খুব
নিজেকে এখন অন্যরকম লাগে।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

ফেনা বলেছেন: নিজেকে এখন অন্যরকম লাগে।

হা হা হা.... ভাল লাগা রইল।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্ত্রী সাথে না থাকলে পুরুষগুলা আসলে অন্য রকম হয়ে যায়।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

আমার কথা একটাই- স্ত্রীকে সম্মান করুণ, ভালোবাসুন।
ধর্মের কথা মেনে স্ত্রীকে প্রহার করবেন না। শয্যা ত্যাগ করবেন না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্ত্রী স্বামীর অনেক ক্ষতি করলে তাকে একটু শাসন করা বেঠিক কাজ নয়। সংসার নামক তরীখানা ভাসমান রাখতে এটার দরকার আছে। অবশ্য আমাদের মাঝে তেমন ঝামেলা নেই।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১১

ডার্ক ম্যান বলেছেন: স্ত্রী এখন ইস্ত্রি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো ক্ষেত্রে কোমল পুস্প। যার কপাল খারাপ তারটা হয়ত ইস্ত্রি হয়ে যায়।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: নারী কন্ট্রোল করতে আসলে অন্য লেভেলের জ্ঞানের প্রয়োজন।

আচ্ছা, আপনি কি কখনো আপনার স্ত্রী'র সাথে যুক্তি তর্ক করে জয়ী হয়েছেন?

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের মধ্যে মতভেদ হয় না। সুতরাং এখানে জয়-পরাজয়ের বিষয়টি অনুপস্থিত।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

জ্যাক স্মিথ বলেছেন: কি!! আপনাদের মধ্যে কোন মতভেদ হয় না?? :-<

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সব বিষয়ে আমরা কেমন যেন একমত হয়ে যাই। সেজন্যই মতভেদ হয় না।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

রানার ব্লগ বলেছেন: বউ থাকাটা বেশি জ্বালা যন্ত্রনা , না থাকাটা তুলনা মূলক কম জ্বালা যন্ত্রনা ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বউ না থাকলে স্বাধীনভাবে এলোমেলো থাকা যায়।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

বাউন্ডেলে বলেছেন: আমিতো প্রতিদিনই স্ত্রীর প্রসংসা করি। দিবসের ঢংয়ে আর বাঁচি না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্ত্রীদের প্রশংসা করলে ভালো থাকা যায়। আপনি খুব ভালো কাজ করেন।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

কামাল১৮ বলেছেন: অন্য ঘরে অন্য স্বর।একটি গল্পের বই এবং একটি ছোট গল্প।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হতো।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

শেরজা তপন বলেছেন: আহা বেশ বেশ ! :)
এভাবেই থাকেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মুখে ফুলচন্দন পড়ুক।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



স্বামী প্রবাসে থাকলে, সেই পরিবারের স্ত্রীর সংসারের অবস্হা কি হয়?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহিলারা তাদের সংসার গুছিয়ে রাখতে পছন্দ করে। সেজন্য বলা হয় ঘরের শোভা নারী।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ প্রশংসিত কাব্য হয়েছে ভাইয়া। ভাবিজিকে দেখিয়েছেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টি তাঁর সাথে শেয়ার করা হয়েছে এবং তিনি খুশী হয়েছেন।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: স্ত্রী সঙ্গে থাকলে একটা নির্ভরতা তৈরি হয়ে যায়। নিতান্তই গোপন সুখ-দুঃখ শেয়ার করতে হলেও স্ত্রী থাকা দরকার।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: দাম্পত্য সঙ্গি ও সঙ্গিনী জীবনকে পূর্ণতা দেয়।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কামাল১৮ বলেছেন: অন্য ঘরে অন্য স্বর একটি গল্পের বই এবং একটি ছোট গল্প।

অন্য ঘরে অন্য স্বর বইটি প্রখ্যাত বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ। এটি একটি ছোটগল্পের সংকলন। এতে মোট ছয়টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলোর রচনাকাল ১৯৬৫ সাল থেকে ১৯৭৫ সাল।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখানে তিনি এটা কেন বলেছেন সেটা বুঝিনি।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫৮

কামাল১৮ বলেছেন: গল্পগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এতক্ষণে বুঝলাম আপনি কি বলতে চেয়েছেন।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২২

জুন বলেছেন: অনেক ভালোলাগলো কবিতাটি মহাজাগতিক। ভাবী আর আপনি দুজন দুজনার মনে হলো :)
+

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১৯৯৭ সালে দু’জন একত্রিত হলাম। এতগুলো সময় কিভাবে পার হলো বলতে পারব না। শাশুড়ী এখন জামাইদের সাথে শ্বশুরের গল্প করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.