নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সোহানীকে নিয়ে সনেট এবং তাতে তাঁর মন্তব্য

০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৮



ব্লগারগণকে নিয়ে আমার সনেট লিখতে ভালো লাগে। তবে এ নিয়ে আমি অনেক বিরূপ প্রতিক্রিয়া পাওয়ায় আমি সনেট লেখা বন্ধ করেছি। তবে প্রিয় কবিতা লেখা ভুলে না যাওয়ার জন্য মাঝে মধ্যে সনেট লিখি। সেই হিসাবে এবার ব্লগার সোহানীকে নিয়ে লিখলাম। সনেট কবিতা টি তাঁর পোষ্টে মন্তব্য হিসাবে প্রদান করায় তিনি এর উপর প্রতিমন্তব্য করেছেন।

সোহানী চাঁদের হাসি জোছনা মোড়ানো
মানবিক মনে তাঁর রয়েছে সুবোধ
শান্তির পায়রা দল। বুঝে না অবোধ
মাহাত্ম্য এমন কারো চিন্তা দুর্বিপাকে।
লেখিকা লেখেন গল্প হীরক ছড়ানো
যেন এর রূপরাশি। জ্ঞান ঋণ শোধ
করেছেন লেখিকায় প্রদানে প্রবোধ
বঞ্চনার যন্ত্রণায় সুলেখার বাঁকে।

নারী হয়ে নারীদের জন্য তাঁর মায়া
অন্তরে বিরাজে নিত্য। অপর সকল
জন্য আছে ভাবনার সুশীতল ছায়া
যেন সব চিত্তাকর্ষ নানা ফুল দল।
তাঁর মত মানবের সম অধিকার
ব্যত্যয় ঘটলে এর চান প্রতিকার।

# অন্তমিল সনেট। অন্তমিল: কখখগকখখগ ঘঙঘঙচচ

# অনেক দিন পর আপনাকে নিয়ে একটা সনেট লিখলাম। সংশোধন থাকলে বলবেন।

# সোহানীর মন্তব্য
অনেক অনেক ধন্যবাদ ভাই। এর আগেও আপনি আমাকে নিয়ে সনেট লিখেছিলেন যা আমাকে আপ্লুত করেছে। আমি তা আমার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করেছিলাম আমার পরিচিতদেরকে দেখানোর জন্য।

ভার্চুয়াল জগতে এর চাইতে আর কি পাওয়ার আছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা ছাড়া! এক জীবনে ভালো থাকার জন্য এর চেয়ে আর তো কিছু লাগে না।

অনেক অনেক ভালো থাকুন সনেট কবি।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৮

শায়মা বলেছেন: সুন্দর সনেট ভাইয়া।:)

০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি সুন্দর বলেছেন, খুশী হলাম। কিন্তু বিরূপ সমালোচনার কারণে আমি সনেট লিখতে ভয় পাই।

২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। কবিতায় সোহানীর আপুর প্রকৃত মাহাত্ম্য ও বৈশিষ্ট্য ফুটে উঠেছে।


শুদ্ধ বানান : মাহাত্ম্য এবং দুর্বিপাকে।

০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগারগণকে নিয়ে সনেট লিখায় ভালোলাগা থেকে আমি তাঁদেরকে নিয়ে সনেট লিখে থাকি। কিন্তু এ বিষয়ে অন্যদের অনেক বিরূপ সমালোচনা থাকায় আমি সনেট লেখায় উৎসাহ হারাই। আপনি যে ভুলগুলো ধরেছেন তা’ ঠিক করে দিয়েছি। ভুল সংশোধনের জন্য কৃতজ্ঞতা।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪০

নূর আলম হিরণ বলেছেন: আমাকে নিও একবার একটি সনেট লিখেছিলেন। সেটা আমার প্রিয় তালিকায় এখনো আছে। আপনার ওই আইডিটি কি আর উদ্ধার করতে পারেননি?
ব্লগার সোহানীকে নিয়ে আপনার সনেট ভালো লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি আমার এলাকার আমার পরিচিত একমাত্র ব্লগার। সেদিন দেখলাম ফেসবুকে আপনার পোষ্টে আমার শালা ফাহাদ ভূঞা লাইক দিয়েছে। আপনাকে নিয়ে সনেট লিখতে পারায় আমারো ভালো লেগেছে। আমার পুরনো দু’টি আইডি উদ্ধার করতে না পেরে মহাজাগতিক চিন্তা আইডিতেই ব্লগিং করছি আর কি!

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এক সময় আপনি ছিলেন সনেট কবি কিংবা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।

০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই সময় এখন অতীত। এখন আমি মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: সম্ভবত কেউ একজন আপনার সনেট নিয়ে মন্তব্য করেছিল, এত সনেট লিখলে মান কমে লেখার। আমার কাছেও মনে হয় লিখলে আরও মানসম্মতভাবে লেখা উচিত। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির ওপর মনোযোগ দেওয়া উচিত।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: অমিত্রাক্ষর ছন্দে কায়কোবাদ ও মাইকেল মধুসোধন মহাকাব্য লিখেছেন। আমিও দেখলাম অমিত্রাক্ষর ছন্দে পদ্য লেখা খুব কঠিন নয়। কিন্তু লেখার পর দেখলাম মৌচাকে ঢিল দেওয়ার অবস্থা। তারপর ভাবলাম ছেড়েদে মা কেঁন্দে বাঁচি। ফেসবুকে ‘হৃদয়ে বাংলাদেশ’ গ্রুপে আমার পয়েন্ট তিন লক্ষ ছাড়িয়েছে। ২০১৬ সাল থেকে সেই গ্রুপে লেখি। আরো অনেক বড় গ্রুপে নিয়মিত লেখি। ফেসবুকে কেউ আমার বিরোধীতা করে না। কিন্তু ব্লগের অবস্থা ফেসবুকের মত নয়। আপনার কথা ঠিক আছে। কিন্তু কোয়ালিটিতে সময় লাগে। তবে কবিতা আমার পছন্দ নয়। সেজন্য এতে অত সময় দিতে ইচ্ছে করে না।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২০

জুন বলেছেন: খুব সুন্দর হয়েছে সোহানীকে নিয়ে লেখা সনেটটি মহা ভাই।
+

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বলেছেন বলে কিছুটা আশ্বস্থ্য হলাম। সোহানীর একটা মানবিক দিক আছে। তিনি মেয়েদের নিয়ে ভাবেন। সেজন্য তাঁর প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। মানুষের মাঝে পর চিন্তার মানুষের অভাব আছে। সেজন্য যারা পর চিন্তা করেন তাঁরা মহান।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৪

সোহানী বলেছেন: প্রিয় সনেট কবি ভাই,

আমার জন্য এটি অনেক অনেক সন্মানের। আপনি আপনার সময় থেকে আমার জন্য কিছুটা দিয়েছেন, আমাকে নিয়ে ভেবেছেন, এবং তা ব্লগে প্রকাশ করেছেন এটা অবশ্যই বিশাল কিছু।

আপনি আপনার মতো লিখবেন। কেউ পছন্দ করবে কেউ করবে না। তাতে আপনার লিখা কেন থামবে? হাজার হাজার ব্লগার. হাজার মানসিকতার মানুষ আছে। সবার সাথে কি আপনার মিলবে? না মিলবে না। তবে অনেকের সাথেই মিলবে। সে অল্প ক'জন নিয়েই না হয় চলবেন।

মনটা ক'দিন ধরে খুব খারাপা। আমার মেয়ের দু'টো পোষা পাখী ছিল। একটি মারা গেছে। ওরা একেবারে মানুষের মতো আচরন করতো। কোলে বসে থাকতো।

যাহোক, আপনার লিখায় মনটা ভালো হলাে। অনেক অনেক ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন ভালো করায় অবদান রাখতে পারায় আমারো অনেক ভালো লাগছে।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৯

বাকপ্রবাস বলেছেন: সনেটটা খুব সুন্দর হয়েছে, এভাবে অটুট থাকুক ব্লগের সৌহার্দ

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগারদের অনেকের মাঝেই ব্লগারদের প্রতি সৌহার্দ বোধ দেখা যায়। যাদের মধ্যে সেটা নাই তাদের জন্য আফসুস হয়।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০০

করুণাধারা বলেছেন: সনেট খুব ভালো হয়েছে। অভিনন্দন আপনাকে, সোহানীকে শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর একটা মানবিক মন আছে। পরের জন্য তিনি আত্মিক দায়বদ্ধতা অনুভব করেন। এমন মানব-মানবী সংখ্যা বৃদ্ধি পেলে পৃথিবী আরো সুন্দর হবে।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

রানার ব্লগ বলেছেন: আপনি আবার সনেট লেখা শুরু করুন। কে কি বললো সেই চাপে আপনি সনেট লেখা বন্ধ করে দেবেন এটা কেমন কথা।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার পাঠক এমনিতেই কম। তার উপর আমার সনেটে অনেকে বিরক্ত। তাদের কথায় বুঝা যায় আমার দ্বারা সনেটের মান-ইজ্জত নষ্ট হচ্ছে। আমি আবার কোন লোককে কষ্ট দিতে ইচ্ছুক নই।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: সনেট সুন্দর হয়েছে চাচাজ্বী।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কাউকে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এত পজিটিভলি সনেট লিখতে অন্তত আমি দেখি নাই। লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই। ইদানিং আমরা অন্যের প্রশংসা করতে করতে ভুলে যাই বা পাশ কাটিয়ে যাই বা অতি মাত্রায় অহেতুক প্রশংসা করে ফেলি। কিন্তু যার যতটুকু প্রশংসা তাকে তো করতেই হবে।
শুভকামনা রইলো নিরন্তর।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: গুণী জনের গুণের সমাদর করলে যদি তাঁর গুণ আরো বাড়ে, তাতে যদি সভ্যতা উপকৃত হয়ে অসভ্যতা কমে তাতে মানুষের লাভ হয়, সেই বোধ থেকে মূলত আমি গুণীজন নিয়ে সনেট লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.