|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
নির্ভার ঘুমের প্রলেপলেগে অচেতন হয়ে
চলে যাই শান্তি লোকে; সেথায় গাড়ি
চালিয়ে এদিক সেদিক ঘুরতে গিয়ে দেখি 
সেকালের প্রেয়সি এখনো চমৎকার!
নিদ্রারারা হারিয়ে গেলে দেখি সঙ্গিনীর
ঘুমন্ত আদুরে মুখ; ভোরের শিশির ভেজা
শিউলি যেন, নয়তো কোন শুভ্র গোলাপ
অথবা গিরিধারা ঝর্ণার জল অফুরান।  
প্রিয়ারা স্বপ্ন দারে হানা দেয় যেন
হঠাৎ এসে পড়া ধুমকেতুর মত আর
সাথে থাকা সঙ্গিনী অবারিত বাস্তব
হৃদয় শীতল করা শান্তির চিরন্তন প্রবাহ।
 ১৮ টি
    	১৮ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
২৭ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: গত রাতে সেরকম একজনকে নিয়ে একটা চমৎকার স্বপ্ন দেখেছি। যদিও আমি গাড়ি চালাতে জানি না, তথাপি স্বপ্নে মহানন্দে বেশখানিকক্ষণ গাড়ি চালিয়েছি। আর ঐ গাড়ি চালাতে গিয়েই তাঁকে দেখলাম। আরো একজনকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, যা এতটাই সুন্দর ছিলো যে, বাস্তব মনে হয় এমন সুন্দর হতে পারে না।
২|  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৮:৩৫
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৮:৪০
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৮:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সে জন্য সংসারের বাঁধনে আটকা পড়ে মানব-মানবী। দাম্পত্য সম্পর্ক সুন্দরতম হতে হবে।
৩|  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৮:৫৪
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৮:৫৪
কামাল১৮ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৯:০২
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৯:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা গান আছে- তুমি যে আমার কবিতা। সুতরাং কবিতাকে সুন্দর হওয়া উচিত। তা’ না হয় কবিতা লেখা উচিত নয়।
৪|  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৯:৪৭
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৯:৪৭
সামরিন হক বলেছেন: এত প্রিয়া!! বাসায় জানে ?
  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৯:৫৫
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৯:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: একজনের কথা বলে একবার কঠিন ধোলাই খেয়েছিলাম।
৫|  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১০:১৭
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১০:১৭
বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে।
  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১১:৪০
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: জীবনকে উপভোগ করতে জানলে জীবন অনেক সুন্দর।
৬|  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১০:২০
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১০:২০
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
বড়ই সৌন্দর্য।
  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১১:৪১
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১১:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা যদি আমাদের জীবনের প্রতিচ্ছবি সুন্দর করে সাজাতে জানি তাহলে জীবন আমাদের জীবনে অনেক সুন্দর হয়ে দেখা দেয়।
৭|  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১০:২২
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১০:২২
বিজন রয় বলেছেন: একটা অনুরোধ রাখবেন?
আপনি অন্য কিছু বাদ দিয়ে কবিতার পিছনে বেশি সময় দিন।
কবিতায় আপনি অনেক বেশি সাবলিল আর প্রকাশিত।
  ২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১১:৪৩
২৭ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার কবিতা একটু কম চলে। সেজন্য উৎসাহ পাই না।
৮|  ২৮ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:১৩
২৮ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: এ কবিতাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। কোনোকিছু আরোপিত মনে হয়নি।
  ২৮ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:১৭
২৮ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সাথে থাকা মানবীকে বুঝার চেষ্টা করতে হয়। এদের হৃদয়ের গভীরে উঁকি দিয়ে দেখলে বুঝাযায় সেথায় কত চমৎকার বিদ্যমাণ।
৯|  ২৮ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:১২
২৮ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
  ২৮ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:২০
২৮ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সম্পর্কের শুভ্রতা হয়ত আপনি অনুভব করেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
২৭ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
পবন সরকার বলেছেন: প্রিয়ারা স্বপ্ন দারে হানা দেয় যেন হঠাৎ এসে পড়া ধুমকেতুর মত
কবিতা অনেক ভালো লাগল