নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বিএনপি আচানক ও তত্ত্বাবধায়কে ক্ষমতা পেয়েছিলো

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮



পঁচাত্তরে বিএনপি আচানক ক্ষমতা পেয়েছিলো। তারপর এরশাদ আচানক তাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলো। তারপর দু’বার তারা তত্ত্বাবধায়কের অধীনে ক্ষমতা পেয়েছিলো। দলীয় সরকারের অধীনে এখন অবদি তারা ক্ষমতা পায় নাই।সেজন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনে না আসায় তাদেরকে দোষারোপ করা যায় না।

আওয়ামী লীগের সাথে সমঝোতা করলে হয়ত বিএনপি বিরোধী দল হতে পারতো। কিন্তু বিরোধী দলে থাকলে তাদের পোষায় না। বিরোধী দল হলে তারা কাটা কইমাছের মত ছটফট ছটফট করতে থাকে। সেজন্য বিরোধী দল হতে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। তারা মনে করে তত্ত্বাবধায়ক পেলে তারা আবার ক্ষমতা পেতে পারে। কিন্তু আওয়ামী লীগ কিছুতেই তত্ত্বাবধায়ক দিচ্ছে না। সুতরাং আচানক ক্ষমতা পাওয়া ছাড়া আমি তাদের ক্ষমতা পাওয়ার আর কোন পথ দেখছি না।

বিএনপি বিরোধী দল হতে চাচ্ছে না বিধায় সেই সুযোগ গ্রহণ করে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে। বিএনপি যেমন নির্বাচন চাচ্ছে তেমন নির্বাচনে বিএনপি ক্ষমতা পেলে আওয়ামী লীগ বিরোধী দল হবে। সুতরাং তাতে জাতীয় পার্টির লাভ নাই। আচানক ক্ষমতা পেয়ে যদি বিএনপি আবার আওয়ামী লীগের মত নির্বাচন করে এবং তাতে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করা থেকে বিরত থাকে তখন আবার জাতীয় পার্ঠি বিএনপির সাথে নির্বাচনে যাবে বিরোধী দল হতে।

এবারের নির্বাচন ডামী নির্বাচন আখ্যা পেয়েছে। ছোট জামাই বলছে, জয় বাংলা, জিতবে এবার নৌকা। মেঝ জামাই বলছে, ভোট কোন্দ্রে না গিয়ে পরিবারকে সময় দিন।বড় জামাই কিছুই বলছে না। ছোট শালাকে দেখলাম নৌকার উঠান বইঠকের মধ্যমনি।ভাগ্নেকে দেখলাম, নৌকার জনসংযোগে। আমি আছি ঝালকাঠি-২ এর এলাকায়, ভোট হলো লক্ষ্মীপুর-২ এলাকায়। সুতরাং আমাকে ভোট দিতে হচ্ছে না। তবে আমাদের ভোট নৌকায় পড়ার সমূহ সম্ভাবনা। আমার মা-বাবা তো এখন ইহ জগতে নাই। তথাপি যদি তাঁরা ভোট দেন তবে অবাক হব না। সব সম্ভবের দেশ বাংলাদেশে সব কিছুই সম্ভব।

সুমন সাহেব ও মাহিয়া মাহী এমপি হলে ভালো লাগবে। তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী আছেন। তিনিও যদি এমপি হন তবে ভালো লাগে। বিবিধ কারণে এ নির্বাচনে আমার কিছুটা হলেও আগ্রহ আছে। দেখা যাক শেষমেস কি হয়? তবে যাই হোক, আমি চাই ভালো কিছু হোক।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২০

নয়ন বড়ুয়া বলেছেন: আমিও চাই ভালো কিছু হোক...
আমার কেন জানি মনে হচ্ছে, সুমন সাহেব ভোটে জিতলে, কিছু অন্তত করে যাবেন। মাহিয়া মাহি সম্পর্কে তেমন আইডিয়া নাই। উনার একবার একটি ফেসবুক লেখা পড়ে উনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। পোষ্টটা ছিলো ক্ষমতার অপব্যবহার করে, কার জানি টিকিট ক্যানসেল করে, নিজেদের জন্য সেই টিকিট সংগ্রহ করেছেন এই টাইপ কিছু একটা হবে। যদিও আমি চট্টগ্রামের ভোটার, তবুও আমার আগ্রহ সুমন সাহেবের আসনে...

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাহী জয়ের জন্য খুব খাটছেন। সেজন্য চাই মেয়েটা এমপি হোক। তিনি সংসদে মমতাজের গানে ঠোঁট মিলাতে পারবেন।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২২

বিজন রয় বলেছেন: আওয়মীলগি, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত ্এগুরো বাংলাদেশে রাখার দরকার কি?
আসুন এদের বর্জন করি।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে কি বিদেশ থেকে কোন রাজনৈতিক দল আমদানী করতে হবে?

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১

জ্যাক স্মিথ বলেছেন: এবার আর কাউকে আচানক ভাবে ক্ষমতা কেড়ে নিতে দেওয়া হবে না।
শেখ হাসিনা এখন অনেক বেশি অভিজ্ঞ।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনাকে তাঁর বাবার চেয়ে বেশী যোগ্য মনে হয়।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

গেঁয়ো ভূত বলেছেন: আমার মতে বিএনপি নির্বাচনে না যাবার আরো একটি কারন থাকতে পারে, যে সংসদে তারেক এবং খালেদার যাওয়া হবে না সেই সংসদে তাদের অন্যান্য নেতারা যদি মাতব্বরি করে তাহলে তাদের কি দাম থাকে?? আপনার কি মনে হয়?

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথাটা ফেলে দেওয়ার মত নয়।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহি এলাকায় প্রচুর খাটছেন, সময় দিচ্ছেন।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাহির খাটুনি দেখেই চাচ্ছি হোক না মেয়েটা এমপি। মততাজ হতে পারলে মাহির কি দোষ?

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীরা কখনোই ভালো নাগরিক নয় ।
তাদেরকে বিচারের আওতায় আনা প্রয়োজন।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সকল অপরাধেরই বিচার হওয়া প্রয়োজন। কিন্তু বাংলাদেশে ক্ষমতাসীনের বিচার হয় না, বিচার হয় ক্ষমতাহীনের।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার ভোট দক্ষিণ ঢাকার কদমতলী থানায় ।
আমি ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাল্লাহ।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভোট দিতে পারা ভালো বিষয়। কিন্তু যার কোন প্রার্থী পছন্দ নয় সে ভোট কেন্দ্রে যাবে না।

৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: বি এন পি হাউ কাউ দল।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: খাওন না পেলে যা হয় আর কি!

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই অচানক ঘটনা।
আফসোস!

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর ডায়ালগ।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মমতাজের তুলনায় মাহি ভালো হওয়ার কথা। ব্যারিস্টার সুমনও জিতুক এই প্রত্যাশা। অথর্ব দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র দেশপ্রেমিক প্রার্থী জিতলে কাজে লাগবে।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সঠিক বলেই মনে হয়।

১১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪২

বিজন রয় বলেছেন: তবে কি বিদেশ থেকে কোন রাজনৈতিক দল আমদানী করতে হবে?

এটাই হলো সমস্যা।

আপনারা লীগ, বিএনপি ছাড়তে পারেন না।

নতুন দল গড়ুন।

...... ছবিতে সুমনের পিছনে ওরা কারা, পাতি নেতা?

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন দল গড়ার মত যোগ্য নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭

হাসান রাজু বলেছেন: অভিমানে অনেকেই ভোট কেন্দ্রে যান না। পরে খুব খুব পস্তাতে হয় তাদের ।



মৃত বাবা মা এসে নিরবে ভোট দিয়ে যান ছেলে মেয়ের সাথে দেখা হয় না। |-)

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশে এমন অনেক কিছুই হয় যা বলতে রুচিতে কুলায় না।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬

নাহল তরকারি বলেছেন: বিভিন্ন সময়ে ম্যালিটারি শাসন, পেশি শক্তির অপব্যাবহার, গুন্ডা মাস্তান ইত্যাদির জন্য অন্য কোন রাজনৈতিক দল গড়ে ওঠেনি। আওয়ামীলীগ ও বিএনপি হচ্ছে তুলনামূলক ভাবে বড় রাজনৈতিক দল।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি বিলুপ্ত হোক। তারপর তাদের নির্বাচন হবে ডামির সাথে।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপি মেধাবী কোন লোক নেই। তাই দলটা ধীরে ধীরে গায়েব হয়ে যাওয়ার সম্ভবনা আছে। আওয়ামীলীগে মেধাবী জালেমেরা আছে। শেখ হাসিনা যত দিন থাকবেন দল চলবে। তারপরে আওয়ামীলীগকে টেকানো মুশকিল হবে।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের এখন সোনালী দিন চলছে।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আগামীকাল যথা সময়ে ঠিকই আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব।
আমার প্রার্থী হারুক কিংবা জিতুক সেটা কোন ব্যাপার নয় ।
আমি যাকে সমর্থন করি ভোটকেন্দ্রে গিয়ে আমার সমর্থন জানিয়ে আসবো ।
প্রতিটি নাগরিকের উচিত তাদের ভোটাধিকার প্রয়োগ করা।
এর কোন বিকল্প নেই।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পছন্দের প্রার্থী আছে সেজন্য আপনি ভোট দিচ্ছেন। যর পছন্দের প্রার্থি নেই সে ভোট দিবে না।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

তানভির জুমার বলেছেন: ২০০৮ আওয়ামীলিগ তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই ক্ষমতা পেয়ছিল তাই না? আজ আওয়ামীলাগ ক্ষমতা হারালে পরদিন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করবে এটা তো ইডিয়েটও বুঝে। কোন দলের অন্ধভক্ত হওয়া ভালো নয়।

০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি এখানে আওয়ামী লীগের ক্ষমতা পাওয়ার হিসাব প্রদান করিনি।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন দেশে নির্বাচন হওয়ার দরকার নাই।

০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারপরও শেখ হাসিনা নির্বাচন করে দেশের টাকার অপচয় করছেন।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিক হতেন তাহলে গতকালই আপনাকে ৫০ ডলার জরিমানা গুনতে হতো।
আফসোস!
আপনি অস্ট্রেলিয়ার নাগরিক নন।
বাংলালিয়ার নাগরিক।

১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের ভোট গ্রহণযোগ্য হয় বিধায় তাদের জরিমানার বিধান ঠিক আছে।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





বাংলাদেশের কোন মানুষই ১০০% বিশুদ্ধ নয় ।
যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি করে প্রযোজ্য।
সুতরাং নির্বাচনে যে আর দশজন দাঁড়াবে তাদের সবাইকে যে আপনার পছন্দ হবে তাও না ।
কিন্তু আপনাকে এদের মধ্য থেকেই মন্দের ভালোটিকে বেছে নিতে হবে।
সে জন্যই আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে মন্দের ভালোকে বেছে নেওয়ার জন্য।
ইহাই বাস্তবতা এবং ইহাই গণতন্ত্রের সৌন্দর্য।

১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: যাওয়ার মত হলে সবাই ভোট কেন্দ্রে যায়। আমাদের দেশেও এমন ভোট বহু হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.