নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনের বাংলাদেশী পদ্ধতি বাস্তবায়িত করতে পারলে নির্বাচনে বিশ্বের কোন ক্ষমতাসীন দল হারবে না

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩




দলীয় সরকারের অধীনের নির্বাচনে এপর্যন্ত বাংলাদেশে কোন ক্ষমতাসীন দল হারেনি। বাইডেন বাংলাদেশী নির্বাচন পদ্ধতি বাস্তবায়িত করতে পারলে পাগলা ট্রাম্পের নিকট তাকে হারতে হবে না।সুতরাং সকল ক্ষমতাসীন দলের জন্য বাংলাদেশ এক অনুপম আদর্শ। এ আদআদর্শ বাস্তবায়িত হলে বিশ্বের বিরোধী দল সমূহ আমাদের দেশের বিরোধী দল সমূহের কাতারে নেমে আসবে।

বিএনপি সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে দেখলো তাদের হাতে লগি ও বৈঠা নাই। তারা আরো দেখলো তাদের দলে নূর হোসেন নাই। অবশেষে তাদের কথা শুনে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই তাতেই তারা খুশী। যাক তথাপি তারা খুশী হওয়ার একটা উপলক্ষ পেয়েছে সেটাইবা কম কিসে? একবার দুই বালক কুস্তি লড়াই করতে গিয়ে এক বালক অন্য বালক অন্যবালকের নীচে পড়েগেল। জয়ী বালক তাতে আনন্দ প্রকাশ করায় পরাজিত বালক বলল, রোদ খায় কে? তারমানে জয়ী বালকের ছায়াতলে থেকেই পরাজিত বালক খুশী। বিএনপিও বলতে পারে জনগণ বদনাম করে কার? দ্রব্য মূল্য বেশী হলে জনগণতো আর বিএনপিকে দোষ দিবে না। সুতরাং তারা দোষারোপ থেকে বড্ড বাঁচা বেঁচে গেলো।

পরবর্তী নির্বাচন সমূহে বিরোধী দল সমূহ আওয়ামী লীগের দাওয়াই গ্রহণ করতে পারে। তারমানে দলের যারা নির্বাচন করতে চায় তাদেরকে স্বতন্ত্র নির্বাচনের জন্য ছেড়ে দেওয়া। তাতে দল হারার বদনাম থেকে বেঁচে যাবে। আর তাতে করে দলের কেউ কেউ এমপি হলে বলা যাবে দল নেই তো কি হয়েছে দলের লোক তো সংসদে আছে। আর এটা হবে নাই মামার চেয়ে কানা মামার মত। অন্য দিকে একদলীয় শাসন বলে আওয়ামী লীগকে কটাক্ষ করা যাবে।এটা এক ঢিলে দুই পাখি মারার মত ঘটনাও হবে।

বাংলাদেশে সব দলের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রয়েছে। আর চোর কখনও কোন সম্মানিত লোক হতে পারে না। চোরকে তাদের সহযোগীরা চোরের নেতা হিসাবে সম্মান করে। চোরে চোরে মাসতুতো ভাই আর কি! চোরদের ভোটে নির্বাচিত চোর জনপ্রতিনিধি জনগণের আগ্রহের কেন্দ্র নয়। তারা তাদেরকে সহ্য করে ধৈর্যশীলের গৌরব লাভ করছে। ইসলামী মতে ভোট চোরদেরকে ভোটারদেরকে তাদের নেক দিয়ে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ভোট চোরদের নেক না থাকলে তাদের উপর ভোটারদের পাপ চাপানো হবে। এ প্রক্রিয়ায় কোন কোন ভোট চোর পাপের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। তখন তাদের লাঞ্চনার শেষ থাকবে না। এখন ভোট চুরী করে জয়ী হয়ে ভোট চোর হাসছে। আর পরকালে ভোট চোরের লাঞ্চনা দেখে ভোটাররা হাসবে। মুমিন ভোটারদের ভোট চুরি বিষয়ে শান্তনা পাওয়ার এটা একটা সুন্দর ব্যবস্থা। যারা মুমিন নয় তাদের এ ক্ষেত্রে আফসুস ছাড়া কোন ব্যবস্থা নেই।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০১

জ্যাক স্মিথ বলেছেন: আমরা তাহলে এই পদ্ধতি বহর্বিশ্বে রফপ্তানি করতে পারি। :D

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা এখন আমেরিকার জন্য বেশী প্রয়োজন। নতুবা পাগলা ট্রাম্পকে ঠেঁকিয়ে দেওয়ার আমি আর কোন পথ দেখি না।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

আঁধারের যুবরাজ বলেছেন: ৭ তারিখে "আওয়ামী লীগের দলীয় কাউন্সিলের" কাজটা শেখ হাসিনা জনগণের টাকায় মুফতে সেরে ফেলতে পড়েছেন।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা দারুণ বিষয় আন্দাজ করতে পেরেছেন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:

ইতিহাসে তত্তাবধায়ক সরকার কখনোই নিরোপেক্ষ ছিল না,

তত্তাবধায়ক সরকার বহাল থাকার পরও মেয়াদ শেষে বিএনপি-জামাত কোনবারই ক্ষমতা ছাড়তে চায় নি,
পিটিয়ে নামাতে হয়েছে।
একমাত্র আওয়ামীলীগ শান্তিপুর্নভাবে ক্ষমতা ছেড়েছিল। ২০০১ এ

আর বাংলাদেশে তত্তাবধায়ক সরকার কখনোই নিরোপেক্ষ ছিল না, ২০০১ এ আর্মি সরাসরি বিএনপির পক্ষ নিয়েছিল।
১৯৯৬এও আর্মি হস্তক্ষেপ করতে চেয়েছিল, সুবিধা করতে না পেরে নির্বাচনের কয়েকদিন আগে ঢাকার বাইরের একটি ট্যাঙ্ক ব্রিগেডের ঢাকা দখলের চেষ্টা রুখে দেয় তৎকালিন তত্তাবধায়ক সরকার প্রাধান ও ঢাকার কিছু আর্মি।

২০০৬ এর অপচেষ্টা রুখে দেয়া হয় লগি বৈঠা দিয়ে পিটিয়ে।
এরপর ২০০৭ থেকে ২০০৮ এ আর্মিরা ইউনুস গং কে দীর্ঘমেয়দে ক্ষমতায় রাখতে বিভিন্ন ভাবে অপচেষ্টা চালায়। পরে ব্যার্থ হয়ে নিজেরাই অনির্দিষ্ট কাল থাকতে চায়। ইতিমধ্যেই এই তত্তাবধায়করা বিভিন্ন দুর্নিতীতে ও বড় অংকের চাঁদাবাজিতে জরিত হয়ে যায়, ময়নামতি ও বরেন্দ্র যাদুঘরের অতি মুল্যবান মুর্তিগুলো ফ্রান্সে বিক্রি করে যাদুঘর খালী করার ব্যাবস্থার চুক্তি পর্যন্ত করেছিল চক্রটি।
কিন্তু পরে হকারদের ও বিশ্ববিদ্যালএ ছাত্রদের লাখি খেয়ে নাস্তানাবুদ হয়ে কোনমতে একটি নির্বাচন দিয়ে ভেগে যায়।

পাকিস্তানেও তত্তাবধায়ক সরকার পক্ষপাত দুষ্ট।
ইমরানকে উৎখাত করেই থামেনি।
ইমরানকে নির্বাচনে দাড়াতে অযোগ্য ঘোষনা করেছে তত্তাবধায়ক সরকার। ইমরানের দলের প্রায় সতাধিক প্রার্থির নমিনেশান বাতিল করেছে।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি তাতে এদেশে বিরোধী দল জয়ী হয়েছে। বিরোধীদের জয়ী হওয়ার এ ছাড়া বিকল্প পথ এদেশে নেই।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩

কামাল১৮ বলেছেন: বহু নৌকা মার্কা হেরে ভুত হয়ে গেলো।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মমতাজকে সংসদে বড় মিস করব।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Okay

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আচ্ছা

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: আমরা তাহলে এই পদ্ধতি বহর্বিশ্বে রফপ্তানি করতে পারি।



জোস মন্তব্য। লল।


১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এর দ্বারা বিদেশী সরকারী দল উপকৃত হতে পারবে।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নির্বাচন যেহেতু হয়ে গেছে সেহেতু এই চ্যাপ্টার ক্লোজ করে দেশের বর্তমান যে প্রয়োজনীয় সমস্যাগুলি আছে সেগুলি থেকে সুন্দর কোন সমাধান বের করা যায় কিনা সে ব্যাপারে নতুন সরকারের সাথে সবার সহযোগিতা করা দরকার।
আমার মতে প্রথমে হচ্ছে বাজারের দ্রব্যমূল্য সহনশীল অবস্থায় নিয়ে আসা এবং পরবর্তীতে বাকি কাজগুলো শুরু করে দেওয়া।

সবার মধ্যে নেই নীতি এবং সততা ধারণ করতে হবে ।
এছাড়া কোন উপায় নেই।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: নির্বাচনে নীতি ও সততা না থাকলে ওটা পরে কোথা থেকে আসবে?

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭

বাউন্ডেলে বলেছেন: সবকিছু ঠিক আছে। ঠিক নাই শুধু বিএনপি আর আওয়ামী সমালোচকদের মগজের কোষ কলা। =p~

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সব কিছু যখন ঠিক আছে, তাহলে ধরে নেওয়া যায় কোথাও কোন অশান্তি নেই।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: চাচাজ্বি আসসালামু আলাইকুম।
দেশে নব্যধনীডের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে, তাদের নিয়ে কিছু লিখুন।

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধনী হওয়া তো কোন অপরাধ না।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





যে কারণে তিনি আবেগ ধরে রাখতে পারলেন না।

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাথাটা একদম গেছে। সেজন্য মন্ত্রীত্বও গেছে।

১১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: আওয়ামীলীগ খুব সহজেই কেন যেন পার পেয়ে যাচ্ছে।
নাকি তারাই এটা তাদের জন্য সুযোগ করে নিয়েছে?

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা এমন একটা প্রসেস তৈরী করেছে, যাতে অন্যদের জন্য কোন সুযোগ থাকছে না।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগের থিওরি অন্য কোথাও কাজ করবেনা। ২০১৩-১৪ এর উত্তাল সময়ে তারা বিএনপির বড় বড় নেতাদেরকে টাকা দিয়ে হাত করেছে, তারা যেন রাস্তায় না নামে, ছোট ছোট নেতাদেরকে এরেস্ট করে তাদের পরিবার পরিজনকে পুলিশ দিয়ে হয়রানি করে টাকা পয়সা আদায় করে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। অতি উৎসাহী আন্দোলনকারীদের মিছিলে গুলি করে পঙ্গু করে তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, যাদের উপর এগুলো কোনটি কাজ করেনি, তাদেরকে বিভিন্ন মামলায় বছরের পর বছর আটকে রেখেছে।

সব ভারতদেবের বুদ্ধি।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের থিওরি বাস্তবায়নের যোগ্যতা থাকলে তা অবশ্যই কাজ করবে। বিদেশীরা এ নিয়ে বিস্তর গবেষণা করছে।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রজাতন্ত্রের প্রজাদের কাজ হলো খাজনা প্রদান।

আপনার সুক্ষ্ণ রসবোধে আমি বিমগ্ধ!
বড়ই আচানক ঘটনা!।

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আগে প্রজাদের ভোট প্রদানের দায়িত্ব ছিল। এখন সেদায়িত্ব কিছু সংখ্যক দায়িত্ববান পালন করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.