নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
দলের লোক দলের পদ-পদবী যাওয়ার ভয়ে দলের বিরুদ্ধে কিছু বলতে পারে না। সেজন্য দেশে এন্টি আওয়ামী লীগ থাকার দরকার আছে। যারা আওয়ামী লীগের ত্রুটি গুলো ধরিয়ে দিবে। কিন্তু একটা সমস্যা হলো আওয়ামী লীগ এমন লোকদেরকে তাদের শত্রু ভেবে জেলে ভরে রাখে। আর অন্যদেরকে জেলে ভরার জন্য তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়ে রাখে। ফলে আওয়ামী বিরোধীরা দৌড়ের উপর থাকে।তবে রয়েসয়ে আওয়ামী লীগের সমালোচনা করলে মনে হয় খুব একটা সমস্যা হয় না।
আওয়ামী লীগ প্রতিপক্ষকে খুব পিটায়। সেজন্য অনেক লোক মরেও যায়। সেজন্য একটা কথা প্রচলিত হয়েছে যে, “তুই মানুষ না আওয়ামী লীগ”। আওয়ামী লীগের তুলনা আসলে তারা নিজেরাই। তথাপি তাদের কিছু বিরোধী লোক থাকলে তাদের বদনামের ভয়ে আওয়ামী লীগ হয়ত মন্দকাজ কমিয়ে করবে।
আওয়ামী লীগের যারা পুলিশ তারা প্রতিপক্ষকে অনেক মারে। কিন্তু আওয়ামী লীগ নিজেদের মধ্যে মার-পিট করলে পুলিশ কি করবে সেটা ভেবে পায় না। এবার নির্বাচনে আওয়ামী লীগের নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। প্রশাসনে আওয়ামী লীগের যারা আছে তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করে। আওয়ামী লীগের যে পক্ষ যে পক্ষের পক্ষে কাজ করে তারা আওয়ামী লীগের অন্য পক্ষের বিপক্ষে প্রতিযোগীতায় নামে। তখন আওয়ামী লীগের নিজস্ব প্রতিপক্ষের একপক্ষের সাথে অন্য পক্ষের লড়াইয়ে এক পক্ষ জিতে এবং অন্য পক্ষ হারে। সেকারণে কিছু নৌকা হেরে কিছু স্বতন্ত্র জিতেছে। সেজন্য একাধীক নৌকা প্রতিক করা যায়। যেমন ডিঙ্গি নৌকা, ময়ুর পঙ্খী নৌকা, চাম্পান নৌকা, বালাম নৌকা ইত্যাদী। তাতে নৌকার হারের সংখ্যা থাকবে না। আসন সমঝোতা বাদ দিয়ে এক নৌকার সাথে অন্য নৌকার লড়াইয়ের ব্যবস্থা করা হলে নৌকার আর হারার সম্ভাবনা থাকবে না। এক দলের একাধীক প্রার্থী থাকার বিষয়টি সংবিধান ভুক্ত করে দিলেই নির্বাচনের ময়দান থেকে সব নৌকা উচ্ছেদ করা যায়। তাতে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নৌকাই জিততে পারে। আর সংসদে বিরোধী দল না থাকলেও চলে। বিরোধী দল থাকবে জাতীয় সংসদের বাইরে।
আওয়ামী লীগ যদি মনে করে এন্টি আওয়ামী লীগের দরকার নাই। তাহলে সংসদের বাইরে থেকেও এন্টি আওয়ামী লীগ দূর করা যায়। কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। তবে আমি মনে করি এন্টি আওয়ামী লীগ থাকার দরকার আছে। তবে তাদেরকে বাড়তে দেওয়া যাবে না। কারণ সেটা হলে এন্টি আওয়ামী লীগ আওয়ামী লীগের বিপদের কারণ হতে পারে।
এন্টি আওয়ামী লীগ থাকার দরকার মনে করেই আমি মাঝে মধ্যে কিছু কথা বলি এবং তা’ রয়েসয়েই বলি। তথাপি তাতে অনেককে নাখোশ হতে দেখি। তাদের মনভাব এমন যে আওয়ামী লীগের দোষগুলোকে সব গুণ বলতে হবে। আওয়ামী লীগ চাইলে দেশ থেকে এন্টি আওয়ামী লীগ বিলুপ্ত হতেই পারে। এরমধ্যে অনেকে তাদেরকে যাদু ঘরে স্থান দেওয়ার কথা ভাবছে। যদিও আওয়ামী লীগ তাদেরকে ডাষ্টবীনে স্থান দিতে চায়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দেশ এন্টি আওয়ামী লীগ মুক্ত হচ্ছে। তখন হয়ত এক নৌকার সাথে অন্য নৌকার ভোট হবে।
১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ হয়ত তার বিরোধী থাকার দরকার মনে করে না। কারণ তারা নিজেরাই পরস্পর বিরোধীতা করার জন্য যথেষ্ট।
২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি কবে থেকে কখন এবং কেনো হঠাৎ করে রাজনৈতিক লেখক ও রাজনৈতিক ব্লগার হয়েছেন ঠিক বুঝতে পারছি না। কিছু তো কারণ আছে? সেই কারণটি কি জানান, তারপর আপনার লেখা নিয়ে ভাবা যাবে ক্ষণ।
১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: একজন আমাকে বিএনপি ক্ষমতায় এলে দেখে নেওয়ার ভয় দেখিয়ে ছিলো, তাকে আটকানোর জন্য আমি ছাত্রদল নেতাকে জামাই বানিয়ে বসলাম। সেজন্যই ভাবছি এন্টি আওয়ামী লীগ না থাকলে আমার সুবিধা না অসুবিধা।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮
বিজন রয় বলেছেন: দেশে এন্টি আওয়ামী লীগ থাকার দরকার আছে কি.............. আছে?
সব জায়গায় একটি বিরোধী মত থাকার দরকার আছে।
১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু বাংলাদশে বিরোধীমত বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮
এম ডি মুসা বলেছেন: বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি দেশের থাকলেই চলবে, দেশের মানুষ ভালো থাকলেই আমি খুশি আর কিছু জানি না
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশের মানুষের ভালো থাকাই আসল কথা।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০
বাউন্ডেলে বলেছেন: দেশে আওয়ামী বিরোধী বলে কোন কিছু ছিলো না। এবং বর্তমানেও নাই। আছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী কিছু সাম্রাজ্যবাদের দালাল আর কিছু ঈর্সা পরায়ন ও দেশের উন্নয়ন বিরোধী মানুষ।।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশে আওয়ামী বিরোধী কিছু না থাকলে একদা তারা ক্ষমতায় ছিলো না কোন কারণে?
৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩
নতুন বলেছেন: দেশে এন্টি আয়ামীলীগ না থাকলে দেশ কিভাবে সোনার বাংলা হবে সেটা সম্পর্ক জানতে হাকা ভাইকে দরকার।
আমাদের হাকা ভাই বিস্তারিত বলতে আসবেন একটু পরে। ততক্ষন আয়ামীলিগের সাথেই থাকুন।
দেশে বিরোধী দল না থাকলে সরকারী দল ফ্রাংক্নেসটাইন হয়ে যায়। এবং বর্তমানে শেখ হাসিনা এই দানবকে সামাল দিতে পারছেন না।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: দানব হলেও তারা শেখ হাদিসার ভক্ত। তারা শুধু নিজেরা নিজেরা লড়াই করে মাত্র। আর তাতেই তাদের বিরোধীরা তাদেরকে আজরাঈলের মত ভয় করে।
৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০
কথামৃত বলেছেন: আমি একটি কমেন্ট করতে চাই
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে সময় সুযোগ মত কমেন্ট করে যাবেন।
৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: এন্টি আওয়ামীলীগ থাকলে ঝগড়া হবে,মারামারি হবে। কেন শুধু শুধু মানুষ বাড়তি ঝামেলার দিকে যাবে।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঝগড়া এবং মারামারি আওয়ামী লীগ নিজেদের মধ্যেই করতে পারে। ঐ যেমন রাব্বী পিটিয়ে মারলো রাসেলকে। এমন বহু ঘটনা হয়। কোন রকমেই দেশে শান্তি নাই।
৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আওয়ামীলীগের জনস্বার্থ বিরোধী কাজগুলোকে বাধা দিতে পারে এমন একটি শক্তি থাকা প্রয়োজন।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন শক্তি থাকলে তো তারা আওয়ামী লীগকেই ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে। দেশে এমন কোন শক্তির উদ্ভব ঘটতে দিবে না আওয়ামী লীগ।
১০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গণতন্ত্র হচ্ছে মূলত ভদ্রলোকদের একটি সিস্টেম ।
এখানে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা থাকতে হবে।
বিনয় থাকতে হবে
সত্যবাদিতা থাকতে হবে ।
ব্যাপকভাবে অংশগ্রহণমূলক মনোভাব থাকতে হবে।
গণতন্ত্র মানেই আপসহীনতা নয়।
গণতন্ত্র মানেই বর্জন নয়।
গণতন্ত্র মনে হচ্ছে সকলের অংশগ্রহণে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ সুন্দর কথাগুলো এ দেশের রাজণীতির মানুষেরা বুঝে না। তারা শুধুমাত্র ক্ষমতার বিষয়টাই বুঝতে চায়।
১১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে বাংলাদেশে যে পরিমাণ বাক স্বাধীনতা রয়েছে সে পরিমাণ বাক স্বাধীনতা পৃথিবীর কোন দেশেই নেই ।
এমনকি ইউরোপ আমেরিকাতে নেই।
এখানে প্রেসক্লাবের সামনে এসে আবোল-তাবোল যা খুশি চিৎকার চেঁচামেচি করে বকাঝকা করা যায় মাইক লাগিয়ে ।
তীব্র আওয়াজ দিয়ে টিভি চ্যানেল গুলিতে টক শো-র নামে বকাঝকা তো চলতেই থাকে ।
যেটা উন্নত দেশে কল্পনাও করা যায় না।
আফসোস!
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি অনেক দেশে সরকার পরিবর্তনের ব্যবস্থা আছে বলে মনে হয়। আওয়ামী গণতন্ত্রে কখনই সরকার পরিবর্তন ঘটবে না বলে মনে হয়।
১২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: সরকার যন্ত্রকে জাবদিহিতার একটা ব্যবস্থা থাকা উচিৎ কিন্তু তা কিভাবে করা যায় তা নিয়ে গবেষণা প্রয়োজন।
এন্টি আওয়ামীলীগ বলতে যদি: দেশটা ধ্বংস হয়ে গেলো, শেখ হাসিনা মিথ্যাবদী, ভারত দেশট খায়া ফেল্লো.. ইত্যাদি এ ধরণের এন্টি আওয়ামীলীগার থাকার দরকার নেই।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: এন্টি আওয়ামী লীগ লাগবে না, তারা নিজেরাই একে অপরের এন্টিতে কাজ করতে পারে।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬
কামাল১৮ বলেছেন: অবস্যই দরকার আছে।তবে তাদের হতে হবে মু্ক্তি যুদ্ধের পক্ষের শক্তি।রাজাকার না।জামাই কি বাইরে না ভিতরে।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাই এর আপন ফুফাতো মামা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এমপি। সেজন্য জামাই নাকি জেলের চিন্তা করে না। এমনিতেও জামাই উগ্র রাজনীতি করে না।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫২
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী ক্রমেই দেশ থেকে চলে যাবে।
১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: কয়েক হাজার নেতাকর্মী দেশ ছেড়ে চলে গেলেও আওয়ামী লীগে নেতা কর্মীর অভাব হবে না।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১০
রানার ব্লগ বলেছেন: আওমী এন্টি বলতে যদি বিরোধী দল বুঝিয়ে থাকেন তা হলে দরকার আছে । কিন্তু এন্টি নামে হত্যা পন্থীদের কোন দরকার নাই ।
১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্য সঠিক আছে।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬
কাছের-মানুষ বলেছেন: আপনার মেয়ের জামাই কি এবার ভোট দিয়েছে? তার মতামত কি দেশ নিয়ে! দেশে মারামারির দরকার কি এক দলই থাকুক!
১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সে ঈমানদার বিএনপি। বিএনপির মন্তব্যই তার মন্তব্য।
১৭| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪২
নূর আলম হিরণ বলেছেন: বিরোধিতা করতে হয় সঠিক তথ্য নিয়ে/দিয়ে। গুজব নিয়ে বিরোধিতা করতে গেলে সেটা হিতে বিপরীত হয়। বিএনপি জামাতকে দেখে সেটা পরিস্কার হবেন।
১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্ব্য ঠিক বুঝতে পারিনি।
১৮| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮
নূর আলম হিরণ বলেছেন: বলতে চেয়েছি বিরোধী পক্ষের বিরোধিতা করতে হয় সঠিক তথ্য দিয়ে। বিএনপি আওয়ামী লীগের অনেক বিষয়ে বিরোধিতা করার পয়েন্ট থাকলেও তারা গুজব ছড়িয়ে বিরোধিতা করতে চেয়েছে। যার জন্য তারা সফলকাম হয়নি।
২০| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এন্টি আওয়ামী লীগ কথাটি শুনতে অনেকটাই শত্রুতার মত কিছু একটা বোঝা যায়।
কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধিতা মানে এই ধরনের শত্রুতামূলক কিছু নয়।
সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে ও জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আসতে হবে। স্বঘোষিত বিরোধীদল হয়ে রাস্তায় ভাঙচুর করলে হবে না।
নির্বাচিত বিরোধী দলের কাজ হবে গঠনমূলক সমালোচনা করা, তারা প্রয়োজনে জনগণের স্বার্থ রক্ষার জন্য সংসদকে উত্তপ্ত করে ফেলবেন, ওয়াক আউট করবেন, হইচই করবেন , ফাইল ছুড়াছুড়ি করবেন , চিৎকার চেঁচামেচি করবেন।
সবই করবেন জনগণের স্বার্থে।
সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল মানেই হচ্ছে বিকল্প সরকার । কোন কারণে সরকার সংসদে আস্থা হারালে বিরোধী দল সরকার গঠন করবেন।
এছাড়া ক্ষমতাসীন সরকারের গঠনমূলক সমালোচনা করা ও সরকারকে চাপে রাখার জন্য বিরোধী দল একটি ছায়া কেবিনেট গঠন করবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: " তুই মানুষ না,আওয়ামী লীগ " - এটা এখন বুলি নয় । এটাই বাস্তবতা।
দেশে একটাই দল ও তার অনুগত-অনুসারীরাই থাকবে, তা হলো আওয়ামী লীগ। নো অ্যান্টি লীগ