নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমার হিন্দু কলিগের ছেলে শৈশব থেকে ছাত্র দলের সাথে আছে এবং সে এখন ছাত্র দলের একটি জেলা শাখার সভাপতি। সেদিন তার মা সহ তার সাথে দেখা হলে বললাম, বাবা তোমাদের আন্দোলনের খবর কি? সে বলল, আংকেল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। আমার জামাই সেরকম কথাই বলে।
বিএনপির নেতা কর্মীরা এখনো তারেকের কর্মসূচী বাস্তবায়নে মাঠে নামে। তাদের পঁচিশ হাজার নেতা-কর্মী জেলে। তথাপি তারা হতাশ নয়। জাতি সংঘ তাদের বিষয়ে সহমর্মিতা প্রকাশ করে। আমেরিকা ড. ইউনুসের ছবি সম্বলিত মূদ্রা বের করেছে। শেখ হাসিনাকে অনেকেই অভিনন্দন জানাচ্ছে। কেউ তাঁকে তাড়িয়ে দিলে তাকেও তারা অভিনন্দন জানাবে। তারা তখন বলবে আপনি অবৈধ ছিলেন আপনাকে আমরা অভিনন্দন জানিয়েছি। এখন যারা এলো তারাও অবৈধ তাদেরকেও আমরা অভিনন্দন জানিয়েছি। আমাদের কি দোষ? পিছনের দরজা দিয়ে বাংলাদেশে ক্ষমতায় আশার নজির আছে। সেই পিছনের দরজা আওয়ামী লীগ কতটা শক্তভাবে আটকাতে পেরেছে সেটা তারাই জানে। তবে সেই দরজা দিয়ে কেউ ক্ষমতায় চলে এলে বুঝা যাবে দরজাটা আসলে শক্তভাবে আটকানো ছিলো না। পিছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা আওয়ামী লীগ বিরোধীদের পক্ষে থাকবে। তাদের মাধ্যমে যে সুষ্ঠভোট হবে তাতে বিএনপি জিতবে।তখন সারা বিশ্ব বিএনপিকে অভিনন্দন জানাবে। সেজন্য বিএনপি হতাশ না হলে আওয়ামী লীগ ভয় পায়। ভয়কে জয় করতে তারা তারেককে জেলে ভরতে চায়। সেকাজে তারা কতটা সফল হবে সেটা অবশ্য আমি বুঝতে পারছি না। কারণ সাফল্যের সাথে তাদের অনেক ব্যর্থতাও আছে। সুতরাং তারা কোনভাবে ক্ষমতাথেকে উচ্ছেদ হলে অবাক হব না।
ফেসবুকে এক লীগ ভক্তকে দেখলাম আওয়ামী লীগের সাথে সে সমান তালে বিএনপির পক্ষেও পোষ্ট দেয়। একদা আমার স্ত্রী ধানের শীষে ভোট দিয়ে তার মামাকে বললেন মামা আমি আপনার ধানের শীষে ভোট দিছি। তাঁর মামা তখন বললেন, আহারে মা আমি তো এখন নৌকায় আছি। এভাবে অনেক লোক কখন যে পল্টি মেরে কোন দিকে যায়, বলা মুসকিল! আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়াতে বিএনপি দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত। পঁচাত্তরে আওয়ামী লীগের ঘরের শত্রু তাদের ক্ষমতা থেকে বিতাড়নের কারণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে থাকতে হলে চোখ-কান খোলা রাখতে হবে। আর বিশেষ করে পিছনের দরজার দিকে তাদের তীক্ষ্মদৃষ্টি থাকতে হবে যেস সেই দরজা দিয়ে কেউ এসে তাদের গদি উণ্টিয়ে দিতে না পারে।তবে ষড়যন্ত্রও একটা যন্ত্র। এ যন্ত্রের ভালো ব্যবহার জানলে অনেক ষড়যন্ত্রীও অনেক সময় জয়ী হতে পারে। বিএনপির নেতাকর্মীদের আশা হয়ত শেখানে।
২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু আওয়ামী লীগ তাকে নাগালে পাচ্ছে না।
২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর বলেছেন।
২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭
অক্পটে বলেছেন: পেছনের দরজা দিয়ে আমলীগ ক্ষমতায় আছে। আর সুস্থ্য ভোট হলে বিএনপির জন্য পেছনের দরজার দরকার আছে কি। আপনি কি সুস্থ্য ভোটকে পেছনের দরজা বলতে চাইছেন। আপনার কি মনে হয় আওয়ামী সাম্রাজ্য কখনো ভাঙ্গবেনা। একটা কথা মনে রাখতে হবে আওয়ামীদের ভয় কিন্তু বিএনপি ই। সে আর অন্যকাউকে গননা করে না। সে খুব ভাল করেই জানে জনগণের হাতে ক্ষমতা গেলে যে কি হবে।
সমস্যা নেই আওয়ামীলীগও ভুল করবে। কারণ তাদের দম্ভ এবং বাটপারীতে তারাও চিপায় পড়তে বাধ্য হবে, প্রকৃতির এমনই নিয়ম। আওয়ামীগের জন্য প্রকৃতির আলাদা কোন নিয়ম নেই। সকল স্বৈরাচারীই একদিন পরাভুত হয়।
২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: পিছনের দরজার বিবরণ দিতে হয় না। সেটা নিজগুণে বুঝে নিতে হয়।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি বিএনপি'র লাখ লাখ নেতাকর্মী ও সমর্থককে ভোদাই বানিয়ে ছেড়েছেন।
মির্জা ফখরুলকে ঠেকাতে গিয়ে তিনি বিএনপি তথা লাখ লাখ সমর্থককে ঠকিয়েছেন
আফসোস!
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু বিএনপির নেতা-কর্মিরা এখনো তার কথা বিশ্বাস করে।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪
কামাল১৮ বলেছেন: তা কবে নাগাদ আ,লীগের পরাজয় এবং বিএনপির জয় হবে।একদিন হবে এটা সবাই জানে।একদিন আমিও থাকবো আপনিও থাকবেন না।এমন কি?
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা খুব সীগ্র তাদের জয়ের কথা বলছে।
৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১০
কলাবাগান১ বলেছেন: শকুন এর দোয়ায় গরুও মরে না.......
আপনাদের মত ছুপা রা বসে থাকেন ১৯৭৫ /গ্রেনেড হামলা এর মত ঘটনা ঘটার আশায়........সারা জীবন আপনারা পিছন এর দরজা দিয়েই ক্ষমতায় এসেছিলেন......
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্ষমতায় আসার পিছনের দরজা নামক একটা দরজাও বাংলাদেশে আছে। ইতিহাস অন্তত সেটাই বলে। ইতিহাস তো পুস্তকে লেখা থাকে সেজন্য মানুষ সেটা ভুলে না।
৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মির্জা ফখরুল উহার চেয়ে অনেক বেশি ভালো নেতা। এবারের নির্বাচনে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি অংশ নিলে কমপক্ষে ১২০ টা সিট পেতো। আর এখন যেটা হবে সেটা হচ্ছে আগামী পাঁচ বছর শুয়ে বসে কাটাতে হবে।
কোন লাভ নাই।
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: গতবার সাত সীট পেলে এবার ১২০ সীট কিভাবে পায়? তারা বলছে তাদের জয় খুব দূরে নয়।
৮| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনের সাথে এবারের নির্বাচনের কোন তুলনায় চলে না ।
এবারে নির্বাচনে সারা পৃথিবীর চোখ ছিল বাংলাদেশের উপরে।
কারচুপি করার সুযোগ কার্যত ছিল না বললেই চলে।
এবারে নির্বাচনে কোন প্রকার অনিয়ম করলে সারা পৃথিবী চেপে ধরতো ।
এটা প্রধানমন্ত্রী জানেন বলে তিনি চেয়েছেন স্বচ্ছ একটি নির্বাচন হোক।
কিন্তু আপনার প্রিয় নেতা সেই সুযোগটি কাজে লাগায়নি।
কেননা তিনি চান না যে, মির্জা ফখরুল দেশের বিরোধী দলীয় নেতা হন।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রথমত আমি বলিনি তারেক রহমান আমার প্রিয় নেতা। ইনু বলেছে তার নির্বাচনী এলাকার আঠার কেন্দ্রে স্বচ্ছ নির্বাচন হয়নি। আর আঠার অস্বচ্চ কেন্দ্রের ভোটেই তাকে হারিয়ে দেওয়া হয়েছে। বিএনপি মনে করে প্রত্যেক নির্বাচনী এলাকায় কিছু কেন্দ্রের অস্বচ্ছ ভোটের মাধ্যমে তাদের প্রার্থী দেরকে হারিয়ে দেওয়া হতো। সে ক্ষেত্রে আপনি তাদের ১২০ সীট পাওয়ার হিসাব কোথায় পান? বিএনপির যারা পাগল তারাও আপনার কথা বিশ্বাস করবে না। আর ১২০ সীট দিয়ে তারা কি করবে? ১২০ সীটে তো তাদের হাতে ক্ষমতা আসবে না। তারা তো ক্ষমতায় মত সীট চায়। তারা মনে করে তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন হলে তারা সেটা পাবে। সেজন্য তাদের সে দাবীর আণ্দোলন এখনো তারা জারী রেখেছে। তারা বলছে এ আন্দোলনে তারা জয়ী হবে। আমার এডভোকেট জামাইও সেটা বলছে। আমি নাগরিক আমি সব পক্ষের কথা শুনব, কিন্তু কোন পক্ষের কথা বিশ্বাস করব না। কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে তারা প্রচুর মিথ্যা কথা বলে।
৯| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২৭
কলাবাগান১ বলেছেন: কিছুদিন আগেও আপনি স্যাংশান এর ধুয়া তুলেছিলেন যে স্যাংশনে আওয়ামী শাসন/দেশ কে আর সামাল দেওয়া যাবে না...এখন আসছেন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আহরন.....
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আমার কথা বলি না, আমি শুনা কথা বলি। তবে যা হবার নয়, তা’ অনেক সময় হয়ে যায়। পঁচাত্তর কান্ড হওয়ার কথা ছিলো কি? আর সে কান্ডের সাথে থাকা খন্দকার মোসতাক কে ছিলো? আর জিয়া নিজেও তো একাত্তরে আওয়ামী লীগ ছিলো। ক্ষমতার ঘ্রাণে কে কখন কোন দিকে চলে যায় বলা মুশকিল। আমার জামাইকে তার আওয়ামী লীগ এমপি মামা আওয়ামী লীগে আসার প্রস্তাব দিয়েছে। সে আসেনি। কারণ হলো সে বিএনপির জয়ের আশা ছাড়েনি। আমি সেজন্য জামাইকে চাপ দিচ্ছি না। কারণ কোন ক্রমে বিএনপি ক্ষমতায় এসে গেলে আমাকে তার দোষারোপের মধ্যে পড়তে হবে।
১০| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: ধানের শীষের নাম এদেশ থেকে মুছে ফেলা হবে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের প্রধান খাদ্য যা থেকে ওটার নাম মুছবেন কেমন করে? এমন বে-্আক্কেলের মত কমেন্ট করলে কি হয়?
১১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৯
বাউন্ডেলে বলেছেন: মহাজাগতিক ভাই, আপনার উপড় বিএনপি নামক হিংস্র পাকিস্থানী প্রেতাত্মা ভর করেছে। ঝাড়-ফুকের ব্যবস্থা নিন।
২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে কারা যে হিংস্র নয় বুঝা মুশকিল।
১২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭
কলাবাগান১ বলেছেন: "আমি আমার কথা বলি না, আমি শুনা কথা বলি"- আর আমরা ফিডার দিয়ে দুধ খাই
২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আমার কথা বলব অবসরের পর। আর আপনি একজন বিজ্ঞ লোক। আপনি গেদা বাচ্চা হতে যাবেন কেন?
১৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপি যখন গণতন্ত্রের কথা বলে তখন মনে পড়ে ‘এক কানা কয় আরেক কানারে চলো চলো ভবপাড়ে, নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারংবার; এসব দেখি কানার হাটবাজার’।
২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কাংলাদেশের তিনটি শাসক দলের বিরুদ্ধে গণতন্ত্রী পরিপন্থী কাজের অভিযোগ রয়েছে।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই ভাবনার বিষয়। নির্বাচন বর্জন করা সঠিক কাজ ছিল না।
সময় গেলে সাধন হবে না।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেলেও বিএনপি কিছুই পেত না। কারণ বিরোধী দলীয় যে ১৪ জন এমপি হয়েছে তারা আওয়ামী লীগের করুণায় এমপি হয়েছে বলে জনশ্রুতি রয়েছে।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
নতুন বলেছেন: বিএনপি ক্ষমতায় এলে দেশের কি কি উপকার করতে পারবে বলে আপনার মনে হয়?
শুধুই বিএনপি নেতাদের কামাইয়ের ধান্দা শুরু হবে।
দূনিতি একটুও কমবেনা।
তাই আয়ামীলীগ আ বিএনপি তে তো কোন পার্থক্য দেখি না।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা ক্ষমতায় আসলে কি উপকার হবে সেটা আমার পোষ্টের বিষয় ছিলো না।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯
নূর আলম হিরণ বলেছেন: ভয়কে জয় করতে বিএনপি তারেককে জেলে ভরতে চায়। যেকোনো সুস্থ স্বাভাবিক ও রাজনৈতিকভাবে সচেতন মানুষ তারের জিয়াকে ভয় পাবে।