নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ব্লগার কলা বাগান বিজ্ঞতার দ্যুতি
বিস্তারেন অকপটে। অজ্ঞতায় ছুটি
চির দিতে চেয়ে মনে, চেপে ধরে টুটি
প্রতারক চক্রদের, ষড়যন্ত্র রুখে।
অভাজন চায় যত জনতার ক্ষতি
মহাচালে চেলে দিয়ে গুজবের গুটি
কলা বাগান দেখে খুলে চক্ষু দু’টি
সে সব, বিফল করে সকলের সুখে।
দূর্জন বিভ্রান্ত হয় কলার বাগানে
ওরে কিরে হলো বলে তারা কাঁদে ঢের
জারি-জুরি খসে পড়ে বিজ্ঞের বয়ানে।
এ এক সান্তনা বড় শত আক্ষেপের
মুখিয়ে থাকেন লোক তাঁর পোষ্ট
পড়ে তাই তারা সব হয়ে যায় ধন্য।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙচচ।
৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: অন্যায় হলে ক্ষমা কইরেন। কথায় বলে স্বভাব যায় না মরলে। মডুর নজরে না পড়লেই হলো।
২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
সোনাগাজী বলেছেন:
তিনি ব্যবহারিক বিজ্ঞানের প্রয়োজনীয় বিষয়গুলোর উপর আলোকপাত করেন, ও সহজভাবে ব্যাখ্যা করেন।
৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর প্রচেষ্টা ধন্যবাদ যোগ্য।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
এম ডি মুসা বলেছেন: কলা বাগান পোস্ট গুলো আসলেই যুক্তিযুক্ত কিন্তুু আমার মাথায় কঠিন ধরে না আমি ছোট কাল থেকে কঠিন থেকে পালাই পালাই কিন্তুু কঠিনই আমার জন্য হাজির
৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি তথ্য সমৃদ্ধ পোষ্ট করেন।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: আধুনিক মনস্কা বিজ্ঞ ব্লগার। শুভেচ্ছা আপনাদের দুজনের।
৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর বিজ্ঞান প্রিয়তা চমৎকার।
৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর প্রচেষ্টা...
"ব্লগার কলা বাগান১" সুন্দর হয়েছে।
শুভ সন্ধ্যা সনেট কবি...
৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কলা বাগান নিকে তিনি বিজ্ঞানে ভরপুর।
৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কলাবাগান আপনার উপর একটু ডিস্টার্ব ছিল। এই কবিতা দুইজনের মধ্যে মতানৈক্য দূর করে সুন্দর ব্লগিয় ইন্টারেকশন সৃষ্টি করতে সহায়ক ভুমিকা পালন করবে।
৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার সাথে অনেকের অনেক বিষয়ে মত বিরোধ রয়েছে। তাই বলে আমি তাঁদের গুণের সমাদর করব না, সেটা হয় না। আর শিল্পীগণের প্রতি আপনার আন্তরিকতা আমার বেশ ভলো লাগে।
৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১১
কলাবাগান১ বলেছেন: জামাত-শিবির দুচোখের বিষ..এরা বাংলাদেশের জন্মের ই বিরূধীতা করেছিল....
৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে
৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫২
আলামিন১০৪ বলেছেন: আগের কমেন্ট মুছে দেওয়ার অনুরোধ রইল
@কলারবাগান, আপনি আমিাকে comment ব্যান করলেন, তাই এখানে লিখলাম...আর শুনেন, আপনার জ্ঞানের বহর আরেকটু বাড়ানোর চেস্টা করেন যেন কলা গাছে মাকালের জাযগায় কলা জন্ম নেয়...
আপনি claim করলেন, চোখের সামনে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ব্যাকটেরিয়ার evolution হচ্ছে*(?)...এক প্রজাতি থেকে অন্য প্রজাতি যে হচ্ছে সেটা্ আপনার রেফারেন্সে কোথায় আছে? এস্টিবোয়োটিক রেজিস্টেন্ট ব্যাকটিরিয়া কি সতুন প্রজাতি?
প্রজাতির সংজ্ঞা আরেকবার জেনে নিন...
কিছু লিখার আগে একটু চিন্তা-ভাবনা করে লিখবেন মশাই... যাতে পরে তা Defend করতে গিয়ে লেজে-গোবরে না হয়ে যায়...আর এজন্য কাউকে ব্যান করতে না হয়..
কত স্বর্ণমুদ্রা নজরানা পেলেন @ মহাজাগতিক?...যত্র তত্র তৈল মর্দন করিলে কলা পাওয়া যাইবে না কো
৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কলা বাগান বিজ্ঞান পছন্দ করেন এবং বিজ্ঞান উপস্থাপন করতে পছন্দ করেন সেজন্য তাঁকে নিয়ে লিখলাম। আপনার্ বাক স্বাধীণতাকে সম্মান করি বলে আর বেশী কিছু বাড়িয়ে বললাম না।
৯| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০৭
কলাবাগান১ বলেছেন: @আলামিন১০৪,
এই করোনা ভাইরাস কি হঠাৎ করে জন্ম নিল নাকি অন্য প্রানীর ভাইরাস থেকে মিউটেট হয়ে মানুষ কে ইনফেক্ট করার সক্ষমতা লাভকারী আরেক প্রজাতি???
তার জিনোম সিকেয়েন্সেই সেই উত্তর আছে....বাদুর চিনেন বোধহয়...।
হার্ভাড এর এক্সপেরিমেন্টের ব্যক্টেরিয়া ছিল এন্টিবায়োটিক সাসসেপটিবল...কিন্তু যখন সিলেশন প্রেসার দেওয়া হল, তখন সে মিউটেট হয়ে নতুন ক্যারেক্টার আহোরন করল যেখানে সাসসেপ্টেবল থেকে সে রেজিস্ট্যান্স ব্যাক্টেরিয়া তে রূপান্তরিত হল যেটা যেটা সেই ব্যাক্টেরিয়ার (যাকে সিলেকশন প্রেসারে রাখা হয়েছিল) জন্য নতুন ধরন
অবশ্য আপনার বুঝার কথাও না...।আপনি পৃথিবীর তাবদ এন্টিবায়োটিক রেসিস্টেন্ট ব্যাক্টেরিয়াকে এক 'প্রজাতি' বলেই মনে করছেন।
আপনাদের মত মাথামোটা 'চিন্তাবিদ' দের সাথে যাতে বাতচিত না করতে হয়, সে কারনেই এই ব্যবস্হা...।মারামারি করার চেয়ে- কথা চালাচালি বন্ধ রাখাই উত্তম ব্যবস্হা।
আর এটাই আমার পোস্ট বহির্ভুত শেষ কমেন্ট এখানে
৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
১০| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৭
আলামিন১০৪ বলেছেন: পলায়া যাবেন কোথায়? নিস্তার নাই মামু।
”সাসসেপ্টেবল থেকে সে রেজিস্ট্যান্স ব্যাক্টেরিয়া তে রূপান্তরিত হল”...নতুন প্রজাতি নয় বাছা, নতুন ধরন...
ভাইজান.. পুনর্বার ল্যাদানোর আগে মনে রাইখ্যান, সবাই মহাজাগতিক ভাই এর মতো layman না...মাকাল আর কলার পার্থক্য করতে পারে এমন লোকও আছে
৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর সাথে আপনার মতপার্থক্য বিষয়ে আপনি পোষ্ট দিতে পারেন।
১১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০০
আলামিন১০৪ বলেছেন: এই করোনা ভাইরাস কি হঠাৎ করে জন্ম নিল নাকি অন্য প্রানীর ভাইরাস থেকে মিউটেট হয়ে মানুষ কে ইনফেক্ট করার সক্ষমতা লাভকারী আরেক প্রজাতি???
...আপনি না বললেন আপনার চোখের সামনে ঘটছে...বাধা দেন নাই কেলা...
৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখি তিনি কি বলেন?
১২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: বাঙ্গালী মুসলমানদের একটা স্বপ্ন থাকে, তার ছেলে বা মেয়েকে কোরানে হাফেজ বানাবে। অর্থ্যাত বিজ্ঞান থেকে দূরে রাখবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলমানের রুচি নিয়ে আপনাকে না ভাবলেও চলবে।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫০
জ্যাক স্মিথ বলেছেন: কবিতা ভালে হয়েছে।
@আলামিন১০৪ - যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে জ্ঞান ঝাড়তে হয় না ভ্রাতা, আপনি বরং আল্লাহুম্মা সাল্লি আলা... পাঠে মনোযোগ দিন এসব ভাইরাস ফইরাস নিয়ে গবেষণা করে লাভ নেই।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৩
আলামিন১০৪ বলেছেন: আরেক জ্যা্ক-এস আ্ইছে...কলা বাগানে গিয়ে দেইখ্যা আহেন কি ল্যাদাইছে, হের পর কমেন্ট কইরেন
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
বিজন রয় বলেছেন: আবার আগের মতো শুরু করলেন নাকি?
আপনাকে আর কলাবাগানকে শুভকামনা।