নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
রাস্তা শুয়ে আছে চুপচাপ রাতের বাগানে মৃত লাশের মত অসাঢ় হয়ে
রাস্তার বুকে উড়ে উড়ে আশ্রয় নিচ্ছে গাছের ঝরা পাতা মাঝে মাঝে
তার উপর ঘরছাড়া তরুণ-তরুণীর পদচাপে শব্দ হয় মচর মচর।
তারা ভীত হরিণের মত এদিক সেদিক তাকায় নিরাপদ যাত্রার ইচ্ছায়।
মা মরা মেয়েটি একটু সুখের আশায় সুমনের প্রেমে পড়ে অবলিলায়
কিন্তু সৎ মা তাকে সুখী হতে দিতে চায় না কোন মতে সেজন্যই সুমনা
পলায়নের পথ বেছে নেয়। এমন বিয়ে চায় না সুমনের পরিবার কিছুতেই
মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুমন সেজন্য পলায়নে সম্মত হয়ে পথে নেমেছে।
বাগান ছেড়ে রাস্তা চলে আসে খোলা মাঠের মধ্যিখানে। সে রাস্তায় সুমনা চলে
তার সাথে এগিয়ে চলে তার স্বপ্ন। সুমনের হাত ধরে স্বপ্নরা খেলা করে আর
অবিরত হাসে খিল খিল। সুমনার মা না থাকলেও সে হবে তার বাচ্ছাদের মা
তাদের সে অনেক যত্ন করবে। তাদেরকে সে অনেক আদর দিবে নিখাঁদ সুন্দর।
সুমনভাবে কর্মক্লান্ত দেহে প্রিয়ার আদর। সেই স্বপ্নের হাত ধরে সে চলছে আনন্দে
সব বাধা পায়ে দলে তারা ঘর বাঁধবে হয়ত সে সময় আর বেশী দূরে নয় দু’জনার।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ জনাব।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর তো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সু মূল্যায়নের জন্য ধন্যবাদ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
এম ডি মুসা বলেছেন: কবিতায় প্রাণ আছে বেঁচে থাকার অধিকার আছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: দোয়া করবেন যেন আরো সুন্দর কবিতা লিখতে পারি।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৩
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ দুপুর...
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: শুভ বিকাল।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯
সোনাগাজী বলেছেন:
জীবন নিয়ে কথা শুরু হচ্ছে!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা সাহিত্যের একটি শাখা। আর সাহিত্য জীবন ভিত্তিক হয়ে থাকে।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: কবিতা লিখা নিয়ে ইসলামে নিষেধ আছে?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব কবিতা ইসলামে নিষিদ্ধ নয়। আল্লাহ বিরোধী কবিতা ইসলামে নিষিদ্ধ।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: কবিতা লিখা নিয়ে ইসলামে নিষেধ আছে?
অবশ্যই নিষেধ আছে ।
কবিতা হচ্ছে পুজের মতো ।
পেটের ভেতরে পুঁজ থাকা আর কবিতা থাকে একই জিনিস।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সে সব কবিতায় নাস্তিকতা, কুফুরী, শিরক ও অনৈতিকতা প্রকাশ পায় সেসব কবিতা ইসলামে নিষিদ্ধ।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
মেঘবৃষ্টির গল্প বলেছেন: সুমন সুমনার শুভ হোক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমারও সেই কামনা।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সন্তান যেন থাকে সুখে মায়ে বুকে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: মায়ের বুক সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
এম ডি মুসা বলেছেন: রাজিব নুর সাহেব
সুরা ফালাক এর অন্তমিল যা কবিতার মত .।লক্ষ্য করুণ
কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্ব
মিন্ শার রিমা-খলাক্ব
অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্
অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বদ্
অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্
ফালাক্ব/-খলাক্ব/অক্বাব্/হাসাদ্
একটি কবিতার অন্তমিল যেমন কবিতাকে সুন্দর করে
তেমন কোরআন আয়াত কে সমৃদ্ধ করেছে অন্তমিল ,, এগুলো সুরা আপনি কোরআনের কবিতা বলতে পারেন,
গজল তো কবিতার একটি ধারা তাহলে গজল কেন হায় মৌলবি রা??
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজীব নুরের ইসলাম রিবোধী কথা নিয়ে কবিতা লিখলে সেটা ইসলামে নিষিদ্ধ বিবেচিত হবে।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১
এম ডি মুসা বলেছেন: আর যেই কবিতার কারণে তিনি ‘বছরের সেরা মানুষ’ উপাধিতে ভূষিত হতেন ওই কবিতা কাপড়ের উপর সোনালি রঙের কালি দিয়ে লিখে দুনিয়ার সবচেয়ে পবিত্র, মর্যাদাবান স্থান বাইতুল্লাহর সাথে ঝুলিয়ে রাখা হতো। যাকে বলা হতো ‘মুয়াল্লাকাত’ বা ঝুলন্ত কবিতা। বিশ্বসাহিত্যে আজও ‘সাবয়ে মুয়াল্লাকাত’ বা ‘ঝুলন্ত কবিতা সপ্তক’ সবিশেষ প্রসিদ্ধ। অবাক করার মত বিষয় হলো, যখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন আল্লাহর প্রেরিত পবিত্র কুরআন শরীফ অবতীর্ণ হলো, তখন কুরআনের অপ্রতিদ্বন্দ্বী ভাষা ও সাহিত্য আরবের সকল সাহিত্যকে ম্লান করে দিলো। সবার উপরে স্থান করে নেয় আল-কুরআন। প্রথম দিকে যেসব কবি ইসলাম গ্রহণ করেন, তারা কুরআনি সাহিত্যের ভাবগাম্ভীর্য ও রচনাশৈলীতে ছিলেন বিভোর। কবিতা রচনা ও চর্চা করা ছিল তাদের কাছে গৌরবের বিষয়। পবিত্র কোরআনে কবিদের বিভিন্ন বর্ণনা সমৃদ্ধ ‘আশশুয়ারা’ নামের একটি সূরা আছে।
তাতে আল্লাহ তাআল ইরশাদ করেছেন, ‘কবিদের যারা অনুসরণ করে তারা বিভ্রান্ত। আপনি কি দেখেন না যে, তারা মাঠে ময়দানে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং এমন কথা বলে যা তারা করে না। তবে তাদের কথা ভিন্ন যারা ঈমান আনে ও সৎকাজ করে এবং অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা অচিরেই জানবে কোন স্থানে তারা ফিরে আসবে। (সূরা আশশুয়ারা, আয়াত ২২৪-২২৭)
এই আয়াত নাজিল হওয়ার পর কবি ও কবিতাপ্রেমী হজরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হজরত হাসসান বিন সাবিত, হজরত কাব ইবনে মালিকসহ প্রমুখ সাহাবী কাঁদতে কাঁদতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দরবারে হাজির হয়ে আরজ করেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ তায়ালা কেন এই আয়াত নাজিল করেছেন?
আমরাও তো কবিতা রচনা করি, এখন আমাদের উপায় কী হবে? তাহলে কী আমরা কবিতাচর্চা বন্ধ করে দেব?’
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আয়াতের শেষাংশ পাঠ করো। এই আয়াত নাজিলের উদ্দেশ্য হলো, তোমাদের কবিতা যেন অনর্থক ও ভ্রান্তির উদ্দেশ্যে রচিত না হয়। এই আয়াতের প্রথমাংশে মুশরিক, মুনাফিক কবিদের সম্পর্কে বলা হয়েছে এবং শেষাংশে তৎকালীন সমাজে ব্যতিক্রমী কবিদের কথা বলা হয়েছে। কাজেই তোমরা আয়াতের শেষাংশে উল্লিখিত কবিদের শামিল।’ (ফতহুল বারী)
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলামের পক্ষে লেখা কবিতা ইসলামে নিষিদ্ধ নয়। ইসলামের বিপক্ষে লেখা কবিতা ইসলামে নিষিদ্ধ।
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২২
কামাল১৮ বলেছেন: আপনার কবিতা ইসলামের বিপক্ষে চলে গেছে।সেটা কি বুঝতে পেরেছেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতায় ঘটনার বিবরণ আছে, সমর্থন নয়।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখায় বৈচিত্র্য আছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আবার আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সুন্দর এক অনুভূতি কবি দা