নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ আমার কবিতা পছন্দ করেছেন বলে মনে হয়

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪



আল্লাহ

নিজে নিজে হয়েছেন আল্লাহ মহান
কারণ অসীম হয় নিজে হয় যারা
সসীম করবে তাঁকে ছিলো সেথা কারা?
শূন্য ছিলো তাঁর পূর্বে আর তিনি এক।
নিজে নিজে হয়েছেন শুধু একজন
কারণ আলাদা হতে কখনো না পারা
সকল অসীমদের, মিলে যায় তারা,
সেজন্য হয় না তারা কখনো অনেক।

অসীম পারলে হতে সসীম কে হয়?
পারবে না? ঠেঁকাবে কে? শূন্যমন্ডলেতে?
তাইতো অসীম তাঁর না হবার নয়।
কেউ মহাজগতের হিসাব মিলাতে
পারবে না কোন দিন, আল্লাহকে ছাড়া
তাঁর নামে মনে তাই দেয় শুধু সাড়া।

* আল্লাহর নিরানব্বই নাম নিয়ে আমি সনেট লেখার পর আমি এ সংক্রান্ত কাব্যের নাম দেই আল আসমাউল হুসনা।তারপর আমি স্ট্রোক করি।স্ট্রোক করে জ্ঞান হারাবার পর ডাক্তার আমার জ্ঞান ফিরাতে আমার বুকে কারেন্টের হিট ও চাপ প্রয়োগ করেন। তারপর আমি একটি শব্দ করায় তাঁরা বুঝলেন আমি মরিনি।জ্ঞান ফিরার আগে আমি দেখছিলাম আল্লাহর আরশে বিশাল পর্দায় আমার আল আসমাউল হুসনা কাব্যের কবিতা সমূহের প্রদর্শন চলছে। একটার পর আরেকটা কবিতা প্রদর্শনের জন্য আমি মাউস নাড়াচ্ছিলাম। কিন্তু আমার মাউস নাড়ানোতে কবিতাগুলো নড়ছিলো না। পরে বুঝলাম অন্যকেউ কবিতাগুলো উঠা-নামা করছে।আমি বুঝলাম আল্লাহ কবিতাগুলো উঠা-নামা করে দেখছেন।তাঁকে আমার উপর খুব সন্তুষ্ট মনে হলো জ্ঞান ফিরার পর আমার মেঝকন্যা বললো। জ্ঞান ফিরার আগে আমি মাউস নাড়ানোর মত করে হাত নাড়াচ্ছিলাম।পরে ডাক্তার বললেন, আমি মরে গেছিলাম। আল্লাহ আবার আমার রূহ ফিরত দিয়েছেন। তিনি নাকি তাঁর চৌদ্দ বছর চিকিৎসা জীবনে এত্ত বড় হার্ট স্ট্রোক দেখেননি।তারপর থেকে আমার সব কিছু অবলিলায় হয়ে যাচ্ছে। চাকুরির বেতনের পরেও প্রায় বৈধভাবে কোটি টাকা আমার হাতে এসেছে। আমার বাসস্থান, মেয়ের বিয়ে সবি হয়ে গেলো- আলহামদুলিল্লাহ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:


আপনি ভয়ংকর অসুস্হতা থেকে আরোগ্য লাভ করেছেন; আপনার জীবনের অনেক কাজ সফলভাবে শেষ হয়েছে; আপনি এই কষ্টের দেশে ১ অপক্ষাকৃতভাবে সুখী মানুষ।

আল্লাহকে যাঁরা বড় করেছেন, শক্ত করেছেন, শক্তি দিয়েছেন, তাঁদের মাঝে আপনার নামও যুক্ত হয়েছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহর নিরানব্বই নাম নিয়ে আমি প্রথম সনেট লিখেছি। কাজটি সম্পন্ন করতে পেরে খুব শান্তি পেয়েছি।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: আল্লাহর ৯৯ টা নাম নিয়ে সনেট লিখেছেন।
দারুন কাজ হয়েছে। তাতে আল্লাহর কি উপকার হলো আমি জানি না। অথবা দেশ বা সমাজের কি উপকার হলো সেটাও আমার বুঝে আসে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহর ৯৯ টা নাম নিয়ে সনেট লিখেছি মুমিনদের মনের প্রশান্তির জন্য। আমার কবিতায় মুমিনরা আনন্দ প্রকাশ করেছে। আর আল্লাহ তাতে সন্তুষ্ট হয়েছেন, সেটা স্বপ্ন দেখে বুঝতে পেরেছি।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



উনি নিজের নাম নিজে রেখেছেন, নাকি অন্যেরা দিয়েছেন? আপনি বাংলায় নতুন ১টি সুন্দর নাম দিয়ে ১০০টা করে দেন; উনি আমাদের জাতিকে ভালোবাসবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর নাম গুলো কোরআন ও হাদিসে আছে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই আচানক ঘটনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসোস

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

এম ডি মুসা বলেছেন: আপনি ইদানিং ধর্মের সাধনার দিকে এগিয়ে যাচ্ছেন

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধর্মের সাধনা ভালো লাগে বিধায় এর দিকে এগিয়ে যাই।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: আপনি হলেন এই ব্লগে আল্লাহর একমাত্র বান্দা, আপনার উপর আল্লাহ সন্তুষ্ট না হয়ে কি পারে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: একমাত্র বান্দা বলা ঠিক না।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে অনেক পছন্দ করেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁকে নিয়ে লেখা আমার কবিতা পছন্দের কথা বলেছি।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম সহকারে একটা ঝাঝা দান করুক- আমিন

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুমিনরা বিশ্বাস করে তাদের সব কিছুই আল্লাহর দান।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



২০০০ বছর আগে জন্ম গ্রহণ করলে আপনি নবী হতে পারতেন।
অথচ হলো না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ আমাকে যা বানিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। কুকুর-বিড়াল বানালে মুশকিল হয়ে যেত।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৩

কামাল১৮ বলেছেন: কোন সংকেত পেলেন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা সংকেত পেলাম- জাহান্নামীরা জাহান্নামে আল্লাহর ইবাদত করলে হযরত ইব্রাহীমের (আ) ন্যায় জাহান্নামের আগুন জাহান্নামীদের জন্য শান্তি দায়ক ঠান্ডা হবে। তবে জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পাবে না।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫২

মিরোরডডল বলেছেন:




জ্যাক স্মিথ বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম সহকারে একটা ঝাঝা দান করুক- আমিন


ঝাঝা কি?


২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: জ্যাক সেটা ভালো বলতে পারবেন।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

এম ডি মুসা বলেছেন: গায়েবি খবর তো কেউ বলতে পারে না , এমনকি নবী (স) ও বলতে পারে নাই। মাহাজাগতিক চিন্তা আপনার থেকে সঠিক কথা আশা করি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরআন নিয়ে গবেষণার দার উম্মুক্ত রয়েছে। কোরআন থেকে গবেষণা লব্ধ কিছু উপস্থাপন করা দোষনীয় নয়।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সনেটটি আমি পড়তে চাই। ব্লগে দেয়া যাবে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্টে যেটা উপস্থাপন করা হয়েছে সেটাও অন্তমিল সনেট।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুনে ভাল লাগলো আপনি আল্লার ৯৯ নাম দিয়ে সনেট লিখেছেন। সামু তা পোস্ট করার অনুরোধ রইল। আল্লাহ যাদের পছন্দ করে তাদের পরীক্ষা করেন, আপনি তাতে সফল হয়েছে। ভাল থাকুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সামুতে ইসলামী কিছু পোষ্ট করলেই কিছু ব্লগার হৈ চৈ করে উঠে।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি কবিতা দিয়ে পেট ভর্তি করার চেয়ে পুঁজ দিয়ে পেট ভর্তি করা অনেক উত্তম।’

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: পুঁজ দিয়ে পেট ভর্তি করার কবিতা হলো ইসলাম বিরোধী কবিতা। কারণ হযরত আলীও (রা) অনেক কবিতা লিখেছেন। আমরা মাদ্রাসায় হযরত আলীর (রা) কবিতা পড়েছি। মাদ্রাসায় যে আরবী সাহিত্য পড়ানো হয় তাতে অনেক আরবী কবিতা পাঠ্য থাকে।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: আল্লাহর নাম গুলো রেখেছেন কে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ নিজেই রেখেছেন।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

নূর আলম হিরণ বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.