নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আল-কুদ্দুছ

২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪৬



আল-কুদ্দুছ পবিত্র নির্দোষ নিখুঁত
সকল কর্মের ক্ষেত্রে ত্রুটিহীন তিনি,
আমরা মুমিনগণ সকলেই চিনি
তাঁকে এক অনুপম মহান সত্ত্বায়।
হৃদয়েতে বিরাজিত যার সুনিয়ত
সত্যের উৎঘাটনে সাধনায় যিনি
নিমগ্ন; সে চেতনায় বাজে রিনিঝিনি
তাঁর গুণগান কীর্ত্তি কৃতজ্ঞ আত্মায়।

ভাসাভাসা ভাবনায় যারা ভাবে সব
তারা দেখে দোষ তাঁর ত্রুটির পাহাড়
তাই নিয়ে তারা সবে করে কলরব।
ফিরে না তাদের দিকে মুমিনের ঘাড়
তারাতো সরল পথে চলে অবিরাম
আল-কুদ্দুছের নিত্য করছে সুনাম।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহর এই গুণবাচক নাম দৈনিক ৩৬০ বার পাঠ করলে মনের উৎকণ্ঠা দূর হয়। ধন্যবাদ পোস্টের জন্য। মহাজাগতিক ভাই আজকে তাহাজ্জুদে আমার জন্য স্পেশালি দুয়া করবেন।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

২| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এক ব্যক্তির এতগুলো নাম থাকার প্রয়োজনীয়তা কি??
দয়া করে এই বিষয়টি ব্যাখ্যা করে বলুন।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এগুলো তাঁর গুণের নাম। তাঁর অনেক গুণ। সেজন্য তাঁর গুণের অনেক নাম।

৩| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




মক্কা শরীফের ভেতর ৩৬০ টি মূর্তির মধ্যে একটি মূর্তির নাম ছিল আল্লাহ ।
এটা কি সত্যি ?
বিষয়টি ব্যাখ্যা করুন।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন মূর্তির নাম আল্লাহ ছিলো এমন কথা আমার জানা নাই।

৪| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:


আপনি কি করে কম্প্যুটার প্রফেশানে গেলেন, সেটা লিখেন, পড়ে দেখি।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি কামেল পাসের সাথে বিএ (পাস) পাীক্ষায় পাস করি। আমি বেকার অবস্থায় বিয়ে করি। তখন বড় ভাবী বললেন, ঢাকায় আস আমরা তোমাকে চাকুরী দেব। তারা একটা চাকুরির বিজ্ঞাপন দেখিয়ে বললেন, এখানে আবেদন কর। আমি আবেদন করার পর বড় ভাই বললেন, এবার কম্পিউটার শিখ। তারপর কম্পিউটার শিখলাম। তারপর চাকুরী পেলাম। সেই থেকে আমি এ প্রফেশনে যুক্ত আছি।

৫| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি চাই আমার একটা হালাল হাজত পূরণ হোক এই সপ্তাহে। আপনি মন থেকে দুয়া করবেন।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ আপনার হালাল হাজত পূরণ করুন- আমিন।

৬| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



কম্প্যুটার শিখার ও চাকুরী পাবার ব্যাপারে পোষ্ট দিলে ভালো হয়।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

৭| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: আল্লাহর নাম গুলো রাখলো কে?

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এগুলো কোরআনে আছে এবং এ সংক্রান্ত তালিকা হাদিসে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.