নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমি কে? -রাজাকার। তুমি কে? -রাজাকার। কে বলেছে? -সরকার। এমন কথা সরকার বলে থাকলে সরকার ঠিক বলেনি। আম জনতা সরকারকে খাজনা দিয়ে কোটা ভিত্তিক অযোগ্য লোকের সেবা গ্রহণ করবে কেন?
আমি থানায় সেবা নিতে গিয়ে বুঝলাম। তাদের মনভাব হলো, আসব যাব খাব। আসবেন যাবেন খাওয়াবেন। সেবার বেলায় কি হবে? ওটার তো ওদের যোগ্যতাই নাই সেটা করবে কেমন করে? পুলিশ বিড় বিড় করে আমাকে কি বললো কিছুই বুঝলাম না। বাসায় আসার পর গিন্নি বললেন, পুলিশ কি বলেছে? আমি বললাম, কিছু একটা তো বলেছে, কিন্তু আমি বুঝিনি। তবে সংক্ষেপে এটা বুঝেছি যে, ওখান থেকে এ বিষয়ে কোন সেবা পাওয়া যাবে না। এগার বছর মামলা চলার পর জজ যে রায় দিলো, সেটাও আমাদের বোধগম্য হয়নি। হাসপাতালে সেবার জন্য গেলে ডাক্তার বলে চেম্বারে আইসেন। চেম্বারে বিবিধ টেস্টের গন্ডি পার হওয়ার পর দেখা যায় ঔষধ কেনার টাকা নাই।
আমরা কর দিতে দিতে ক্লান্ত। অথচ সেবার মান অতি নিম্নমানের। সেদিকে সরকারের দৃষ্টি আকর্শন করলে সরকার রাজাকার বলে গালি দিবে। এটা কিছুতেই ভালো কথা হতে পারে না। সরকার মুক্তিযোদ্ধা বিষয়ে ভাতা দেয়। রেশন দিতে পারে। তাদেরকে সরকার সবুজ কাড দিতে পারে। যা দিয়ে তারা সরকারি পরিবহনে বিনা ভাড়ায় যাতায়ত করতে পারে। বিনা টাকায় তারা চিকিৎসা সেবা নিতে পারে। কিন্তু তাদেরকে সেবা করার দায়িত্ব দিলে তো তাদের সেবা করার যোগ্যতা থাকা দরকার। আর সেবাতে যদি যোগ্যতাই লাগে তবে তাতে আর কোটা থাকে কেমন করে? তথাপি সরকার এতে কোটা কেন চায়? এ প্রশ্নের উত্তর চেপে যাওয়াই ভালো। সরকার মুক্তিযোদ্ধা ক্ষেত্রে বিনাসুদে ঋণদান করে তাদেরকে আত্মকর্মসংস্থানে নিয়োযিত করতে পারে। যাতে করে তারা নিজেরাই চাকুরী প্রদান করতে পারে।
জনগণ খাজনা দেয়। বিনিময়ে তারা সেবা চায়। সরকার যদি বলে তারা রাজাকার, তাদের সেবা করা যাবে না। তাহলে রাষ্ট্র চালাতে সরকার রাজাকারের খাজনা কেন নেয়? খাজনা যখন নেয় তখন সরকারকে সেবার বিষয়েও নিশ্চয়তা দিতে হবে। আর সেটা হবে যোগ্য লোকের যোগ্য সেবা। সুতরাং কোটা তুলে দেওয়ার বিষয় সংগত। সরকার মুক্তিযোদ্ধাদেরকে অন্যভাবে কৃতজ্ঞতা জানাতে পারে। তার জন্য বহু পথ খোলা আছে। সরকার তাদেরকে চাকুরীর বদলে মনিবি প্রদান করুক। তারা উদ্দৌক্তা হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখুক।
১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা বলছে সরকার তাদেরকে রাজাকার বলছে। সরকার বলছে বিধায় তারা নিজেদেরকে রাজাকার বলছে।
২| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
সত্য কথন।
১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি হিসাব করে দেখলাম সরকারের দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে।
৩| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:১০
সামরিন হক বলেছেন: সঠিক বলেছেন।
শুভেচ্ছা আপনাকে।
১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার জনসেবার সুযোগ চেয়ে জনগণের মনিব হয়ে বসলে তো সমস্যা।
৪| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪০
মিথমেকার বলেছেন: অবৈধ স্বৈরশাসক জনতা কে যা ইচ্ছা তাই বলতে পরে, আনটিল দে রিমেইন ইন পাওয়ার। জনতার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে, এই অপশক্তির বিনাশ হবেই। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়।
১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এখনও তারা বেশ শক্তপোক্ত আছে।
৫| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১২
কামাল১৮ বলেছেন: আপনি একজন সরকারী কর্মচারী হয়ে সরকার প্রধানের নামে ডাহা মিথ্যা কথা বলছেন।আন্দোলন কারিদের রাজাকার বলা হয় নাই।শেখ হাসিনার বক্তব্য আবার মনোযোগ দিয়ে শুনুন।
১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে তিনি কি বলেছেন?
৬| ১৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫২
মোহামমদ কামরুজজামান বলেছেন: - কে যে কি বলছে?
- কে সত্য বলেছে, আর কে মিথ্যা?
- কে যে সাধু , আর কে শয়তান?
কোন কিছুরই মীমাংসা হচছেনা, কেন?
সাধারন মানুষ হিসাবে কোন কিছুর সঠিক জবাব যেমন আশা করা যায়না ঠিক তেমনি কোন প্রত্যাশা করাও বোকামী। আর যে কোন বোকামীরই দন্ড দিতে হয় । আর এখন সেই দন্ড হলো " প্রশাসন-সরকার-রাষ্ট্রের নিকট কোন কিছুর আশা না করা, মনে মনে বলা - জীবনে-দেশে কোন সমস্যা নেই। সব ভাল "।
কারন - বাঘে ছুলে আঠার ঘা, আর --------------
১৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রত্যেককে দায়িত্ববান হতে হবে। নতুবা আমরা উন্নত জাতি হয়ে উঠতে পারব না।
৭| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
থানার পুলিশ তো টাকার জন্য হা করে চেয়ে থাকে।
থানা থেকে ফিরে এলেন কি করে!
১৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: মানে মানে কেটে পড়েছি।
৮| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কামাল১৮ বলেছেন: আপনি একজন সরকারী কর্মচারী হয়ে সরকার প্রধানের নামে ডাহা মিথ্যা কথা বলছেন।আন্দোলন কারিদের রাজাকার বলা হয় নাই।শেখ হাসিনার বক্তব্য আবার মনোযোগ দিয়ে শুনুন।
সহমত।
১৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম। তিনি বললেন, মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা চাকুরী পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকুরী পাবে?
৯| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে কয় জন মানুষ কর দেয় আপনি জানেন?
১৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন না কোন ভাবে সবাই কর দেয়।
১০| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১০
জটিল ভাই বলেছেন:
আংকেল, এই বিষয়ে একটা সনেট হবে না?
১৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা একটা স্পর্শকাতর বিষয়। সুতরাং এটা কবিতার বিষয় নয়। আর আমি অনেক দিন থেকেই সনেট লিখছি না।
১১| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আমজনতা রাজাকার হতে পারে না এটা বললে হবে মিথ্যা অপবাদ এই ধরনের কথা বলা পাপ।
১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: গৃহযুদ্ধ কোন জাতির জন্য মঙ্গল জনক নয়। সেটা যেন না ঘটে সে দিকে দেশের সবার খেয়াল থাকা দরকার।
১২| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ২:২৬
রবিন_২০২০ বলেছেন: ভালো লিখেছেন। অনেকের মনের কথা প্রকাশ পেয়েছে।
১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার এবং জনগণ একই কক্ষে থাকা দরকার।
১৩| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ৭:০৭
রানার ব্লগ বলেছেন: আপনার জামাইয়ের কি অবস্থা!?? তার বিজনেস কি ঠিকঠাক চলছে??
১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাইয়ের ব্যক্তিগত বিষয়ে নাকগলানো শ্বশুরের দায়িত্ব নয়। সে আছে তারমত।
১৪| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩২
নিমো বলেছেন: সুবিখ্যাত আম জনতা গোলাম আযমকে নিয়ে আপনার মতামত কী ?
১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তাকে ঘৃণা করতাম। আমাকে জামায়াতের দাওয়াত দেওয়ার পর আমি বলেছি, গোলাম কেন আমির? শেখ হাসিনাকে আমি পছন্দ করি। তবে তারজন্য তাঁর সব কাজ পছন্দ করা জরুরী নয়। আমার কারো অন্ধভক্ত হতে ভালোলাগে না। আমি মনে করি সবার মাঝে কিছু ভুল আছে এবং সবার মাঝে কিছু শুদ্ধ আছে।
১৫| ২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১০
রাসেল বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর বললেন, মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা চাকুরী পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকুরী পাবে
এই বক্তৃতা ব্যাখ্যা করার কেউ কি আছে?
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৭
কামাল১৮ বলেছেন: আম জনতা এখানে কোথায় পেলেন।আন্দোলন করছে গুটি কতক ছাত্র।তারা নিজেরাই নিজেদের রাজার বলছে,অন্যে বললে দোষ।