নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ সংঘটনের দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়েছে। এসব মামলার রায়ে তাদের সাজা হওয়ার পর দলটি নিষিদ্ধ হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাদের বিরোধীদের নির্বাচনে জয়ী হওয়া সহজ হবে।
আওয়ামী লীগ নির্বাচন মুখী দল। সেই হিসাবে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে না পারলে সেটা হবে এক নতুন হিসাব। এতদিন তারা কৌশল করে তাদের প্রতিপক্ষকে নির্বাচন থেকে সরিয়ে রাখতো, এখন তাদের প্রতিপক্ষ কৌশল করে তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখবে।
সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল গোছাতে বলেছেন। দলটি নিষিদ্ধ হলে উহা গুছিয়ে কোন লাভ নাই। অলাভ জনক কথা বলায় সম্ভবত প্রধান উপদেষ্ঠা সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দিয়েছেন।
আওয়ামী লীগ এখন জন রোষের মধ্যে পড়ে আছে। ভারতের দাসত্ব করে তারা টিকে থাকতে চেয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের দাসত্ব কামনা করে না। একটা স্বাধীন দেশ অন্যদেশের বন্ধু হতে পারে, দাস হতে পারে না। আওয়ামী লীগ এ সহজ কথাটা বুঝতে পারেনি।
আওয়ামী লীগের প্রশ্ন ছিলো তারা ক্ষমতা থেকে গেলে প্রধানমন্ত্রী কে হবে? এ প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। আপাতত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। আওয়ামী লীগ ছিলো তাঁর প্রধান শত্রু। বিপদকালে তারা যে দোয়া ইউনুস পড়বে সেই উপায়টাও এখন রইলো না।
আয়না ঘরের আয়নায় আওয়ামী লীগের বেডক চেহারা দেখা যাচ্ছে। তাতে অনেকে শেখ হাসিনার ডাইনী বা ড্রাকুলা চেহারা দেখতে পাচ্ছে। অন্যের বিপদ ঘটানো আওয়ামী লীগ, তারাই এখন আছে মহাবিপদে। এ বিপদে তারা দোয়া ইউনুস পড়বে সে কায়দাও নেই। কারণ ইউনুস বসে আছে তাদের প্রতিপক্ষ আসনে। এদিকে সোনাগাজি পড়ে আছে সেনা নিয়ে। এদেশে সেনা শাসন হলো নতুন করে পূরান ঘটনা। স্বৈরাচার-সেনা এদেশে শাসনে আসে পালা করে। জনগণ এক পক্ষকে বিদায় দিয়ে অন্য পক্ষকে স্বাগত জানায়। কারণ নতুন পক্ষের মাধ্যমে তারা পুরাতন পক্ষের অপরাধের শাস্তি কামনা করে। দূর্বল প্রবলের লাত্থি-উষ্ঠা অনেক খেয়ে প্রবলকে একটা চড় দিতে পারলেও শান্তি পায়। হামাস চল্লিশ হাজার খতম হয়ে এক হাজার ইহুদী খতম করেছে তাতেও তাদের শান্তি। কুরুস্কে প্রবেশ করে শান্তি পাচ্ছে ইউক্রেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে শান্তি পাবে জামায়াত। কারণ আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিলো। একদল ৭১ এর মানবতা বিরোধী অপরাধী, অপর দল ২৪ এর মানবতা বিরোধী অপরাধী। কবে আবার শাবাবাগে রব উঠে হ তে হাসিনার ফাঁসি চাই। একদা ক তে কাদের মোল্লার ফাাঁসি চাই বলা হয়েছে। এখন পট পরিবর্তন হয়েছে। পুরাতন পটের জায়গায় নতুন পট এসেছে। নতুন পটে ভালো আছে কি মন্দ আছে তা’ পট খুলতে খুলতে বুঝা যাবে। সাপ-খোঁপ থাকলে তাও পরে টের পাওয়া যাবে। তবু ভালো কিছু পাওয়ার আশায় জনগণ পট পরিবর্তনের পক্ষে ছিলো।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদেরকে নিষিদ্ধ করার দাবী উঠছে। তাদের প্রতিপক্ষ তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইবে।
২| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪
এভো বলেছেন: আওয়ামী লীগকে আগে আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে ,,, তারা গণ হত্যাকারি ,,, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে ,, তারপর দোষিদের ট্রায়াল হতে হবে ,, যেটা করতে ৬/৭ বছর লাগবে ।
সাবেক স্বরাষ্ঠ্র উপদেষ্ঠার সম্প্রতিক বক্তব্য বলছে ,,, পুলিশের গুলিতে বেশি মারা যায় নি ,,, বেশি ভাগ মারা গেছে ৭.৬২ গানের বুলেটে,, যে নিষিদ্ধ অস্ত্র সিভিলিয়নের হাতে কি কে দিল ইত্যাদি । প্রত্যেক মৃর্তুর সার্বিক তদন্ত হওয়া উচিত ।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্যই হয়ত হিসাব করে অন্তবর্তী সরকারের মেয়াদ ছয় বছর চাওয়া হচ্ছে।
৩| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: আঃলীগ মরণ কামড় দেওয়া দল। তাদের নিষিদ্ধ করলে তারা অবস্থা খারাপ করে দিবে!
আঃলীগ ও ছাত্রলীগ বারে বারে ফিরবে। ইতমধ্যে তারা সংখ্যালঘু সম্প্রদায় ও ডাকাত হয়ে ফিরেছে। ১৫ আগষ্টের পর থেকে তারা বেশ চুপচাপ আছে, ঝড়ের আশংকা করছি। তার মধ্যে যদি এদের নিষিদ্ধ করে, তাহলে এরা ক্যাচাল করবেই। আঃলীগের কাছে মানুষের জীবন বড় না, এদের কাছে ক্ষমতা এবং ক্ষমতাই একমাত্র বড় বিষয়।
তবে আমি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখিয়ে চিরতরে ব্যান করার পক্ষপাতি। গত ১৫ বছর সহ ১৯৯০ এর পর থেকে এ পর্যন্ত ছাত্রলীগ যে পরিমান খুনোখুনি করেছে তা করতে জঙ্গী গোষ্ঠির করতে আরও কয়েকশ বছর লাগবে। ৩৪-৩৫ বছরে তাদের দ্বারা সম্ভব হবে না।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সম্ভবত তাদের নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এটা চাচ্ছে তারা হয়ত অবস্থা বুঝে ব্যবস্থা নিবে। প্রতিপক্ষ তাদেরকে ক্ষমতার কোন স্থানে দেখতে চায় না। প্রতিপক্ষকে তারা অনেক অপদস্ত করেছে। তারা সেটার বদলা নিতে চাইবে।
৪| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৪
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: নিষিদ্ধ করা কোন সমাধান না। শেখ হাসিনা আর তার বাহিনী মানেই আওয়ামীলীগ না। এখানে ভালো মানুষও আছে, এদের ইতিহাসও অনেক পুরোনো। এসব নিষিদ্ধ নিষিদ্ধ খেলা খেলে শুধুমাত্র হাসিনা ও তার বাহিনীর জন্য গোটা আওয়ামীলীগকে দোষ দেওয়া যায় না। নীতিবান, জেনুইন আওয়ামীলীগ সাপোর্টার রা আজকের খুনী হাসিনা লীগের দায় নেবে না।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ সংক্রান্ত দাবী অলরেডি উঠেছে। যারা তাদের দ্বারা হেয়নেস্তা হয়েছে তারা এর প্রতিশোধ গ্রহণে মুখিয়ে আছে।
৫| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮
নতুন বলেছেন: রাজনিতি নিষিদ্ধ করা সমাধান না।
রাজনিতিকরা যেন সবকিছু দখল করে নিতে না পরে সেটা নিশ্চিত করতে হবে।
দেশে জনগনের ভোটে নিবাচিত সরকার হতে হবে। তবেই সব দলই ঠিক হয়ে যাবে।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: জনগণের ভোটের কথা হলে জামায়াত নিষিদ্ধের দরকার ছিলো না। কিন্তু আওয়ামী লীগ সেটা করেছে। সুতরাং তারা তেমন কিছুর স্বীকার হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমেরিকা, এমনকি জাতি সংঘ তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে।
৬| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৭
মেঠোপথ২৩ বলেছেন: এক পিলখানা হত্যাকান্ডই যথেষ্ঠ আওয়ামিলীগকে নিশিদ্ধ করার জন্য । পিলখানায় নিহত অফিসারদের পরিবার সরাসরি অভিযোগ করেছে যে, আরেক দেশের সহায়তায় আওয়ামিলীগ সরকার এই হত্যাকান্ড ঘটিয়েছে। আদালতে এই অভিযোগ প্রমানিত হলে হিটালারের নাৎসি বাহিনীর মতই বিশ্বব্যপী নিন্দিত ও ঘৃনিত হবে আওয়ামিলীগ ।
জাতিসংঘ যেভাবে সব বিষয়ে ইন্টারিম সরকারকে সহায়তার কথা ঘোষনা দিচ্ছে , তাতে বোঝাই যাচ্ছে তারা বাংলাদেশকে এই বিশ্বের দরবারে একটা উদাহরন হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যা বর্তমান বিশ্বে সকল একনায়ক, স্বৈরশাষকদের জন্য একটা বার্তা হতে পারে।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতিসংঘ যেভাবে মাঠে নেমেছে। তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ দ্রুতই নিষিদ্ধ হবে। আর জাতিসংঘের বিপক্ষে ভারত আওয়ামী লীগকে সহায়তা করবে না। কারণ ১৪০ কোটি মানুষের দেশ একঘরে হয়ে চলতে পারবে না।
৭| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬
মেঘনা বলেছেন: মানবতা বিরোধী অপরাধ সংঘটনের দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে,, জামাত, বিএমপি, জাতীয়পার্টি কেও নিষিদ্ধ করতে হয়। কারণ স্বাধীন বাংলাদেশে মানবতা বিরোধী কর্মকান্ডে এই দলগুলির অবদানও কম নয়।
বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য হয়নি। যদি তারা গণতন্ত্র-আস্থাশীল হয় তবে সব দলকেই সমান সুযোগ দিতে হবে। এটা তাদের চাওয়া-নাচাওয়া উপর নির্ভর করে না, এটা গণতন্ত্রের নিয়ম।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ দেশ-বিদেশের অনেককেই হেয়নেস্ত করেছে। তারা সবাই মিলে তাদের একটা দফা-রফা করতে পারে।
৮| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯
মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার সংগঠন সারডা ।
মানবাধিকার সংগঠন অধিকার ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৫ এবং ৬ মে ২০১৩ ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করছে।
পিলখানা হত্যাকান্ড নিয়ে জোড় আলোচনা শুরু হয়েছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন অবসরপ্রপাপ্ত সেনা কর্মকর্তারা ।
এছাড়া রয়েছে বিগত ১৫ বছরে অজস্র গুম ( আয়নাঘর) , ক্রুস ফায়ার জাতীয় মানবতাবিরোধি অপরাধ । উন্মুখ নেটোয়ার্কের এই যুগে তথ্য প্রমান সব এখন হাতের মুঠোয়। জনসাধারনের এই মুহুর্তে একটূ ধৈর্য ধারন করে বর্তমান সরকারকে সময় দিতে হবে। বিচার হবেই।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: অপরাধের বিচার হওয়াই দরকার। নতুবা অপরাধের লাগাম টেনে ধরা যায় না।
৯| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৮
এভো বলেছেন: সেজন্যই হয়ত হিসাব করে অন্তবর্তী সরকারের মেয়াদ ছয় বছর চাওয়া হচ্ছে----
পুলিশের হাতে তো বেশি মারা যায় নি ,, যেটা উপদেষ্ঠা সাখাওয়াত সাহেব বোললনে ----
Poice don't kill much
তাহোলে এই ভিডিও দেখে বলুন কারা এতো খুন করেছে,, সরকার না অন্য কেহ ?
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারাই মেরেছে তাদের সাথে সরকারের ও সরকারী দলের সংশ্লিষ্টতা থাকলে এর জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। পুলিশকে তো একা আসামী করা হচ্ছে না।
১০| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৫
ঊণকৌটী বলেছেন: গণতন্ত্রর চর্চা না থাকলে যা হয় তাই হচ্ছে, 1947 শে ভারত থেকে আলাদা হবার পরে কবে আপনাদের দেশে গণ তন্ত্রর সুবাস ছিল বলেন তো একবার, কোনদিনই ছিলোনা, আর কোনদিনই আসবে না এইটাই আপনাদের ভবিষ্যৎ অতএব এখন যাকে খুশি তাকেই ঝুলানো আপনাদের হক অধিকার পরে যারা আসবে তারা আবার অন্যদের কে ঝুলিয়ে দেবে এইভাবেই চলবে দেশ
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বৃত্ত ভেদ করতে না পারলে জাতির ভবিষ্যত অন্ধকার।
১১| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫
এভো বলেছেন: যারাই মেরেছে তাদের সাথে সরকারের ও সরকারী দলের সংশ্লিষ্টতা থাকলে এর জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। পুলিশকে তো একা আসামী করা হচ্ছে না ।
@আপনি ভুল বলছেন,সিভিলিয়ান বলতে সরকারে লোকদের বোঝান হয় নি এবং সরকারে লোকেরা৷ অস্ত্র হাতে আনসাদের আক্রমণ করবে না, সরকারে লোকের হাতে সরকারই অস্ত্র তুলে দিবে,এটা বুঝতে তদন্ত লাগে না,, তিনি কোন সিভিলিয়ানদের কথা বললেন, তাদের হাতে অস্ত্র কি করে আসলো তার তদন্তের কথা বললেন,এবং এই সব সিভিলিয়ান অস্ত্র নিয়ে আনসারদের আক্রমণ করলো
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: হত্যার ক্ষেত্রে প্রকৃত দোষীর শাস্তি হোক এটাই সবার কাম্য। তবে যদেরকে আসামী করা হচ্ছে তাদেরকে তো এমনি এমনি আসামী করা হচ্ছে না। আমি জামায়াতে ইসলামীর বড় নেতাদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাস করে ছিলাম। তারা বলে ছিলো তারা নির্দোষ। তারপর তাদের ফাাঁসি হয়েছে। এখনো তাদের দলের লোক তাদেরকে শহীদ বলে। তো পরিস্থিতি যা তৈরী হয়েছে তাতে মনে হচ্ছে আওয়ামী নেতা ও কর্মীরা দোষী স্ব্যব্যস্ত হবে।
১২| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫২
আদিত্য ০১ বলেছেন: যদি এমনই হয়, চিরদিনই বিএনপি জামাত থাকবে ক্ষমতায়, তারেক সারাজিবনই প্রধানমন্ত্রি হইয়েই থাকবে, জঙ্গি আর শিবির মিলে সিরিয়া বা আফগানিস্তানের মত ব্যর্থ রাস্ট্রের পরিনত করবে , দেশ হবে তালেবানদের ঘাটি, যাইহোক আপনি আমি জামাত বিএনপি নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগবো, আমরা এইটা চেয়েছিলাম, আমরা পেয়ে গেছি
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দবস্ত করেছিলো, সেটাই ক্ষণস্থায়ী হয়ে গেলো। সুতরাং ক্ষমতায় চিরস্থায়ী থাকার চিন্তা বাদ দিয়ে দেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। মদী যদি কারসাজি করে ক্ষমতায় থাকার চেষ্টা করতো তাহলে তাকেও বিপদে পড়তে হতো। শান্তিমত ক্ষমতা গ্রহণ করে শান্তি মত ক্ষমতা ত্যাগ করতে হলে গণতন্ত্র লাগবেই।
১৩| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৩
কামাল১৮ বলেছেন: আপনি কি কলকাঠি নাড়ছেন?
২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার এ সংক্রান্ত ইন্টারেষ্ট নেই। তবে বিম্পি-জামায়াত ও ইউনুস কলকাঠি নাড়াবেই। সাথে থাকবে আমেরিকা ও জাতি সংঘ।
১৪| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৪
নয়া পাঠক বলেছেন: যতদিন পরিবারকেন্দ্রীক রাজনীতি এই দেশে চলমান থাকবে, ততদিন এ দেশের ভাগ্যে তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগবে না। দেশকে উন্নতির দিকে চালিত করার জন্য প্রয়োজন প্রকৃত গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, সাথে সৎ ও নিষ্ঠাবান দলীয় নেতা, যারা দূর্ণীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, বা সকল অপকর্ম থেকে যতটা সম্ভব নিজেদের দূরে রাখবে, এমন কারও হাতে যতদিন না আমরা এ দেশের শাসনভার অপর্ণ করতে না পারব ততদিন আমাদের মুক্তি নেই। তাই এখনি সময় নিজেকে বদলানোর, এবং দেশের সকল দুর্দশাগ্রস্থ অবস্থা বদলে ফেলার।
২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশের উন্নয়নে অবশ্যই গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।
১৫| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৯
আহলান বলেছেন: নিষিদ্ধ হলে ভালো। না হলে হাসিনার পরিবার থেকে আওয়ামিলীগকে রক্ষা করে নতুন নেতা নেত্রী দিয়ে দল সাজিয়ে আসতে বলা উচিৎ। রাজনৈতিক দল তো খারাপ করে না, করে তাদের নেতা নেত্রী। এই শেখ পরিবার বর্তমানে এই দলটিকে ও সরকারী সকল প্রতিষ্ঠানকে নিজস্ব সম্পত্তিতে পরিণত করেছে। যা কোনভাবেই উচিৎ নয়। পিলখানা, শাপলা চত্ত্বর, ২৪ এর গনঅভ্যুত্থানে নিহত হাজার হাজার নিরস্ত্র মানুষ হত্যা সহ জঙ্গি জঙ্গি নাটকের মাধ্যমে শত শত গুম খুন এবং দূর্ণীতির মাধ্যমে প্রতিটা সেক্টরকে তারা যেভাবে কলুষিত করেছে তাতে কোনভাবেই এদেরকে বিচার ছাড়া সমাজে ছেড়ে দেয়া ঠিক হবে না।
২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: পুরো জাতি তাদের বিচারের পক্ষে। কারণ এরা পুরো জাতিকে অনেক ভুগিয়েছে।
১৬| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দবস্ত করেছিলো, সেটাই ক্ষণস্থায়ী হয়ে গেলো। সুতরাং ক্ষমতায় চিরস্থায়ী থাকার চিন্তা বাদ দিয়ে দেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে
এখন যারা ক্ষমতায় তারা আওয়ামীলীগকে নিষিদ্ধ করতেই পারে, এখন কথা হইলো এই নিষিদ্ধ করার নাম কি গনতন্ত্র, আপনার ভাষায় গনতন্ত্র সংজ্ঞা কি। মানে গনতন্ত্র সংজ্ঞা হইলো, আমি ক্ষমতায় তো আমার বিরোধীকে আমি নিষিদ্ধ করবো কোন কিছুর ফতোয়া দিয়ে। মানবতা বিরোধী গনহত্যা ১৯৭১-এ ও ২০০১-২০০৬এ রগ কেটে মানুস খুন করে জামাত করেছে, আবার বিএনপিও করেছে ২০০৪-এ ২১ গ্রেনেড হামলা করে অনেক মানুস মেরে। তাহলে তাদের বেলায় এইটা কি বৈধ হইয়ে গেলো, তারা মানুস মারতে পারবে। এত দিন যে বলা হল নির্বাচন সবার অংশগ্রহনমূলক হতে হবে, তার মানে বিএনপি জামাত অংশগ্রহন না করলে সেই নির্বাচন সবার অংশগ্রহনমূলক ও সুষ্ঠু না। আওয়ামীলীগকে অংশগ্রহন করতে না দেওয়ায় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহন হবে তাইনা?এই যে মানবতা বিরোধী তকমা, আবার স্বাধিনতার তকমা একটা মার্কেটিং স্ট্র্যাটইজির মত লাগছে।
এগুলো বলাতে আমাকে আপনি বা অন্য কেঊ আমাকে আওয়ামীলীগ দালাল বলবে, তার মানে নিজের মত প্রকাশের স্বাধিনতা এখনও কি আছে?
যাইহোক আগামী ১০/১৫ বছর বিএনপি জামাত ক্ষমতায় থাকবে, আমি আপনি মহাসুখে দিন কাটাবো, এইটুকু যে আপনি আগাম বার্তা দিলেন, তাতেই আমরা খুশি
২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি কোন বার্তা দেইনি। আমি বলেছি পুরোনোদের অকাজের বিচার করে তাদেরকে সাজা দিতে নতুন পটের দরকার আছে। সেজন্যই পট পরিবর্তন করা হয়।
১৭| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৬
কামাল১৮ বলেছেন: আমেরিকা ও জাতিসংঘ জামাতি না।তারা বিএনপিকে জামাত থেকে দুরে থাকতে বলেছিলো।কিন্তু বিএনপি তা না করায় তারা বিএনপি উপর বিরক্ত।
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন মনে হয় তারা জামায়াতের চেয়েও আওয়ামী লীগের উপর বেশী বিরক্ত। এটাই পট পরিবর্তন। পটের ভিতর এখন জামায়াতের বিরক্তির বদলে আওয়ামী বিরক্তি ঢুকে পড়েছে।
১৮| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩২
আদিত্য ০১ বলেছেন: নিষিদ্ধ বা বিরোধী পক্ষকে কঠোর হস্তে দমন করা এইটা আমাদের বাংলাদেশে বেশি, ১৯৭১ এর আগে থেকেই আপনি সব ক্ষমতার পালা বদল দেখেছেন, ২০০১-২০০৬ আওয়ামীলীগকে কিভাবে দমন করেছে বিএনপি জামাত আপনি সত্যি কথাটা বলবেন। ছোট্ট একটা উদাহরন দেই, এই আওয়ামীলীগকে শায়েস্তা করার জন্য র্যাবকে র্যাট নামে গঠন করে তখনকার ঢাকার ত্রাসের মত থাকা স্বরাস্ট্র প্রতিমন্ত্রি হিসেবে থাকা লু্তফুরুজ্জামান বাবরের প্রস্তাবে খালেদা জিয়া। লু্তফুরুজ্জামান বাবর ঐসময় একরম ডিপজলে সিনেমার মত চলাফেরা করতো, এভাবে বিএনপি জামাত বিরোধী দমনের যে কতগুলা ফাদ সৃষ্টি করে তার হিসাব নেই, তখন ইন্টারনেট ব্যবহার বা সোশাল মিডিয়া ছিলো না বলেই অনেক কিছুই মানুসের মনে নাই। আপনিও ভুলে গেছেন। এখনকার ৯০ ভাগ তরুন ২০০১-২০০৬-এ ১০/১২ বছরের বয়সের ছিলো, তারা কিভাবে জানবে যে এই সময়টা কি ছিলো। বিএনপি জামাত আওয়ামীলীগকে বোমা হামলা করে নির্বিচারে মানুস মেরে যেভাবে অত্যাচার করেছে, ঐটাই ১৫ বছরে প্রতিশোধ নিয়েছে। জনগন অনেকেই বিএনপি জামাতের বোমা হামলা করে নির্বিচারে মানুস মারাটা বৈধ অর্থেই নিয়েছে, ঐটা মানবতা বিরোধী না।
এই যে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার খেলা বা যেভাবে উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে এইটা চিরস্থায়ী, এই পৃথিবীটাই চিরস্থায়ী না, এই নিষিদ্ধ খেলা করে নিজেরাই বিপদ ডেকে আনবে, আওয়ামী লীগ ১০ বছর পরে হোক আর ১৫ বছর হোক, এই জনতাই ক্ষমতায় ডেকে আনবে, এইটা চলছে, চলবে, কোন দল নিঃশ্বেষ করা যায় না, জামাত বিএনপি আওয়ামীলীগ বা অন্য সব দলই থাকবে, আরও অনেক দল গঠন হবে, নেতৃত্ব চেঞ্জ হবে, কিন্তু দল থাকবে, এইটা আমি আপনি সবাই জানি, এই নিষিদ্ধ আর বিরোধী পক্ষকে দমন করা হল রাজনীতিকে নিজের খেয়াল খুশিমত ব্যবহার করা। এতে দেশের বা জাতির উপকার হয় না।
আমার কথা হল এই দেশটা আমাদের সবার, আর এই সবার দেশটাতে সবার কোন দিন ছিলো না, নাইও; যে দল ক্ষমতায় থাকে সে রাজনীতিকে ধর্ষন করে আর বিরোধী পক্ষকে নিশেঃষ করতে মরিয়া হইয়ে উঠে। তাহলে নিষিদ্ধ করলে, আওয়ামীলীগ ক্ষমতায় আসবেই কোন একসময়, তখন তারা যে কিভাবে নিষিদ্ধ করবে সেটা বুঝা যায়। এগুলা বন্ধ করা উচিত
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপির সাজা জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে। তাই বলে জনগণ আওয়ামী লীগকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে বলেনি। এটা ছিলো দেশের মালিক জনগণের সাথে তাদের অভদ্রতা।
১৯| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮
বাউন্ডেলে বলেছেন: দেশের বেশ কিছু লোক এখন মানসিক রোগে ভুগছে । অত্যান্ত ছোঁয়াছে এই রোগ এখন মহামারি ষ্টেজে আছে। জোড়াতালির সরকার তস্কর প্রধান চমৎকার একটি পরিবেশ তৈরী করেছে, চুরি করার । এই পরিবেশে মানসিক রোগীরা ফেরেশতা ভাবছে নিজেকে !!!!!!! সমস্যা নেই- রাখে আল্লা মারে কে ? মারে আল্লা রাখে কে ? মোনাফেক সাঈদি আজহারের পদলেহীরা প্রতিশোধ নিয়ে এই ম্যাসেজ জনগনকে জানাতে চায় মোনাফেক সাঈদী,কাদের, আযম ভালো লোক ছিলো- আর আওমীলীগ দেশের দুশমন
মহাজাগতিক সাহেব, ইহা কোন প্রতিশোধ ট্রান্স-রাজাকারদের মাধ্যমে রাসুলের দুশমন “জামাত-শিবির” নেয়ার চেষ্টা করছে- সেটা সময়ে বুঝতে পারবেন। আপাতত প্রচন্ড সংক্রামক মিথ্যা,গুজব,লোক দেখানো দেশপ্রেম,মৌলবাদ, স্বাধীনতার নেতৃত্ব দানকারিদের প্রতি ঘৃনা ছড়ানো- এসব থেকে মুক্ত থাকার জন্য প্রার্থনা করুন।
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আহারে কি দেখলাম! পুলিশের পোলাটারে এতগুলো গুলি দিয়ে মারা লাগে? পাকিস্তানীরা ভিন দেশীদের মেরেছে। আর এরা মেরেছে স্বদেশীদের। কি জঘণ্য! কি জঘণ্য!
২০| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৭
ধুলো মেঘ বলেছেন: বাউন্ডেলে, মোনাফিক সাঈদী, কাদের আজম সাহেবেরা কেমন মানুষ ছিল - সেটা সময় যত গড়াবে, মানুষ ততই ভালো করে জানতে পারবে। যেনতেন বিচার করে তাদেরকে ফাঁসী দিয়ে, যাদেরকে ফাঁসী দেয়া যায়নি, তাদেরকে খুন করে তোমরা মনে করেছ যে জিতে গেছ। মোটেই না। তোমাদের নেত্রী চোরের মত পালিয়ে গেছে, তার চ্যালাচামুন্ডারা রিমান্ডে পাগলের মত হাসছে, অভাগার মত কাঁদছে। এদের সবার পরিণতি খুব করুণ হবে।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: পাপের প্রায়শ্চিত্ত করতে হয়।
২১| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এ সরকারের কোনো ভালো কাজ নাই।
এই সরকারের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে বিএনপি জামাতকে প্রতিষ্ঠা করা।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা প্রথমে নিজেরা প্রতিষ্ঠিত হতে চাইবে। পরে পরের কথা ভাববে।
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজ শুয়ে শুয়ে একটি বিষয় চিন্তা করে দেখলাম- ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে একটি মিল আছে!
উভয়েই প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করে তীব্র বাক্য বান ছুড়েছিলেন।
সেটার ফলাফল দু'জনেই পাচ্ছেন ।
সত্যিকার অর্থে আমেরিকার বিরোধিতা করে তৃতীয় বিশ্বের কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেন বলে মনে হয় না।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ভাবনাটা ঠিক বলেই মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৬
অরণি বলেছেন: নিষিদ্ধ করা ঠিক হবেনা তবে এমন আইন প্রণয়ন করতে হবে যাতে তারা ইলেকশন করতে না পারে এরা গণহত্যাকারী।