নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার চীন সফরের গোস্তাকি দাদায় ইউক্রেন সফর দিয়ে বুঝিয়ে দিলো

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৬



বাংলাদেশ ভারতের কৃষি বাজার এবং চীনের প্রযুক্তি বাজার। ভারতের মত চীন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য দেশের প্রয়োজনে শেখ হাসিনা চীন সফরে গেলেন।কিন্তু চীন ভারতের শত্রু। দাদার বন্ধু ইসরায়েল বিষয়টা দাদার নজরে আনলো।তারপর দাদার লোকেরা ছাত্র আন্দোলনে শেখ হাসিনার উপকার করতে গেলে তাঁর ক্ষতি হয়ে গেল। তারপর দাদায় ইউক্রেন শফরে গিয়ে শেখ হাসিনাকে বুঝালেন, তুমি আমার শত্রুদেশ চীন যেতে পারলে আমিও তোমার শত্রু ইসরায়েলের বন্ধুদেশ ইউক্রেন যেতে পারি।আর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পারফরমেন্সে দাদায় বুঝলো মিত্র হিসাবে রাশিয়ান পক্ষ থেকে ইউক্রেন পক্ষ ভালো। কারণ সেই পক্ষে আমেরিকা আছে। সুতরাং র, মোসাদ ও সিআইএ সব এক পক্ষে চলে গেলে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকেন কেমন করে? ঘটনা ঘটার পর সকল পক্ষ এসে ড. ইউনুসকে বলছে আমরা এখন আপনার পক্ষে। সেজন্যই ড. ইউনুস বলছেন, বন্যা বিষয়ে ভারত ইচ্ছা করে কিছু করে নাই।

আমার অনুমান সঠিক হলে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন আশা নাই।দাদায় শেখ হাসিনাকে ড. ইউনুসের হাতে তুলে দিলেও অবাক হব না। পাকিস্তানের ইমরান রাশিয়ার পক্ষে কথা বলে এখন বনে বনে ঘুরে। সিআইএ মো্দীর জোট ভাংলে তাকেও বনে বনে ঘুরতে হবে। সেজন্য দাদায় ইউক্রেন গিয়ে তাদেরকে বুঝালো আমি এখন তোমাদের সাথে আছি। রাশিয়ার সঙ্গ ছাড়তে আমাকে একটু সময় দাও। হাসিনা আবার রাশিয়ারও বন্ধু। এতদোষ নিয়ে কি ক্ষমতায় থাকা যায়? সকল পক্ষ ড. ইউনুসের সাথে থাকলে বিএনপি দোয়া ইউনুস পড়েও ক্ষমতা পাবে না। সেজন্যই তারা এখন নির্বাচনের রোড ম্যাপ জানতে চায়। ওয়াকার বিষয়টা বুঝে থাকলে তিনি ড. ইউনুসের সাথেই থাকবেন। মিডিয়ার কথা আর কি বলব? একাত্তর টিভি এখন একাত্তরের গানে চব্বিশের ছবি দেখায়। শম্পা রেজা বললেন, ওরা আমাদের সাথে পারবে না। সবাই যদি ওদের সাথে থাকে এবং কেউ যদি আপনাদের সাথে না থাকে তবে ওরা পারবে না কেন? শেষ তক আপনাদের জন্য দোয়া ইউনুসও রইলো না।

এক ছাত্র লীগ বলছে তারা নাকি মাহদী (আ.) বাহিনী- আসতাগফিরুল্লাহ। মাহদী (আ.) হলেন ইসলামী দলের নেতা। আওয়ামী লীগ কি ইসলামী দল? তোমাদের এখন অবস্থা হলো- কোন দিকে পথ নেই সব দিকে বন্ধ দুয়ার। কোন দিকে আলো নেই সক দিক ঘিরেছে আঁধার। যেসব আওয়ামী লীগ অবস্থা বুঝে তারা আর রাস্তায় নেমে বিপদে পড়তে চাইবে না। সুতরাং যে সব আওয়ামী লীগ এখন বিপদে আছে তাদের পক্ষে কোন পক্ষ দেখা যাচ্ছে না। সামান্য কিছু আবেগ প্রবন লোকের আবেগ দিয়ে তাদের কিছু উদ্ধার হবে বলে মনে হয় না।এ দিকে ফিলিস্তিনকে বেকে গিয়ে খেলতে হবে। কারণ তাদের ফ্রন্টে স্পেস নাই।তাদের বন্ধুরা সব দূর্বল প্রতিপক্ষ। ফিলিস্তিন শক্তি অর্জন করে যুদ্ধ করুক। শক্তি অর্জনের আগে যুদ্ধ করে তারা বিপদে আছে।

চীনে গিয়েই শেখ হাসিনা এখন অচিন পাখি হয়ে হারিয়ে যওয়ার অস্থায় পড়ে গেছেন। বিপদকালে সার্থপর বন্ধুরা সাথে থাকে না এটাই নিয়ম।এমন অবস্থায় বিএনপি এত বছর কাটিয়েছে। আওয়ামী লীগের অবস্থা এখন তারচেয়ে খারাপ। কারণ তাদের বিরুদ্ধে সব হচ্ছে হত্যা মামলা।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৪

নতুন নকিব বলেছেন:



ঠিক ধরেছেন। দাদার সামনে এটা ভালো অপশন ছিল। সেভাবেই তিনি হয়তো পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সিআইএর বিপক্ষে দাঁড়ানোর সাহস দাদার এখন হবে না। কারণ তারা দাদার জোটটা ভেঙ্গে দিলে দাদার আম-ছালা সব যাবে।

২| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গণহত্যাকারী আওয়ামীলীগ ও তাদের দোসরদের চিরস্থায়ীভাবে বিদাই দেওয়ার সময় এখনই। ওদেরকে বিদায় করলেই দেশের মঙ্গল। পুরোদেশটাকে ওরা গিলে খেয়েছে এখন আছে শুধু খোলস।

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি তারা দ্রুতই ক্ষমতায় ফিরার স্বপ্ন দেখে। যদিও ৭৫ এর পর তাদের ক্ষমতায় ফিরতে ২১ বছর সময় লেগেছিলো। এখন তো তাদের গায়ে অনেক কাদা মাখা। এসব ধুয়ে ঠিক কবে তারা আবার ক্ষমতায় ফিরতে পারে কে জানে?

৩| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২১

ডার্ক ম্যান বলেছেন: আওয়ামী লীগের আশা নাই, এ কথাটা ভুল। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। ভবিষ্যতে আবার সরকারও গঠন করবে।
ইউনুস এখন মাইনকার চিপায় পড়ছে। সে প্রাণ নিয়ে পালাতে পারে কিনা সেটা দেখার বিষয়।

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সকল পক্ষই এখন ইউনুসের পক্ষে। সে প্রাণ নিয়ে পালাতে পারে কিনা সেটা দেখার বিষয় এটা আপনি কিসের ভিত্তিতে বললেন বুঝাগেল না। ব্লগে ভিত্তিহীন কথা বলে নিজেকে হালকা করবেন না।

৪| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫১

ক্লোন রাফা বলেছেন: ১/১১’র কথা মনে আছে’তো⁉️ সেটাও আমেরিকার গেম প্ল্যান ছিলো টিকতে পারে নাই। আওয়ামিলীগ ক্ষমতার বাইরে বেশি ভালো খেলে। ক্ষমতার বাইরে আওয়ামিলীগ শতভাগ গনতান্ত্রিক। বি,এন,পি যদি কামব্যাক করতে পারে আওয়ামিলীগ তার দ্বিগুন শক্তি নিয়ে ফিরবে।
মাত্র এক বছর শান্তিতে যদি থাকতে পারে সেটাকেই আমি অনেক বেশি মনে করবো ড. সাহেবের জন্য। সব দল মিলে যখন রাস্তায় নামবে ইউনুস সাহেব নিজেই তখন দোয়া ইউনুস পড়তে পড়তে দৌড়ের উপর থাকবে। কারন বিএনপি জানে পরবর্তি নির্বাচনে তারা ছাড়া আর কোন শক্তি নেই মসনদে বসবে। কাজেই আমেরিকা বাংলাদেশ নিয়ে কখনই শান্তিতে থাকতে পারে নাই, এবারও পারার কোন কারন নাই যদি না নতুন মির্জাফর যোগার করতে পারে।

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এত বছর খেয়ে দেয়ে এত হৃষ্টপুষ্ট আওয়ামী লীগ এভাবে পড়ে গেল কেন? আমি তো আওয়ামী লীগের শক্তিই দেখতে পাচ্ছি না। তো এটাকে দ্বীগণ করলেইবা কিলাভ হবে?

৫| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১

জুল ভার্ন বলেছেন: দাদা আমাদেরকেও কিন্তু বুঝিয়ে দিয়েছিলো- ফলাফল কী তাতো দেখতেই পাচ্ছেন! আমজনতার কাছে দাদাগিড়ি চলে না!

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: দাদা তাঁর ক্ষমতার স্বার্থে শেখ হাসিনাকেও বাংলাদেশের হাতে তুলে দিতে পারেন।

৬| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৪

অস্বাধীন মানুষ বলেছেন: আমার মনে হয় খুনি হাসিনা শেখকে শেষ পর্যন্ত বাংলাদেশেই ফিরে আসতে হবে এবং
বিচারের মুখোমুখি করা হবে । হয়তো ফাঁসি দেয়া হতে পারে ।
যারা আওয়ামীলীগের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর হয়ে আছেন তাঁদের বলি
৭৫ আর ২০২৪ এক সময় না কিন্তু। তারা এত অন্যায় করছে যে দেশ থেকে পালাতে
হয়েছে ।

২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত ভেটো না দিলে তাঁকে ফাঁসি দেওয়া হবে।

৭| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

মেঘনা বলেছেন: ৭৫-রেও কি বাংলাদেশে বিপ্লব হয়েছিল?

২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্ষমতার পট পরিবর্তন হয়ে ছিলো। ৭৫ এর পট আবার ফিরতে ২১ বছর সময় নিয়ে ছিলো। কেউ কেউ ৭৫ এর পট পরিবর্তনকে বিপ্লব বলে। যাদের পট তখন পবির্তন করা হয়েছে তারা এটাকে বিপ্লব বলে না।

৮| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩১

কামাল১৮ বলেছেন: কোন বিপ্লব হয় নাই। সংবিধান এখনো বলবত্। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা চলছে।সরকার মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের চেষ্টা করছে।এটা সবার চাওয়া।

২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্য জনগণ এখন সরকারের সাথে আছে।

৯| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৯

ডার্ক ম্যান বলেছেন: সকল পক্ষই এখন ইউনুসের পক্ষে।

আমেরিকাও উনার পক্ষে। আমেরিকা যার পক্ষে থাকে তাদের পরিণতি খারাপ হয়।

২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বঙ্গন্ধু আমেরিকাকে পাত্তা না দিয়ে ক্ষমতা এবং জীবন দু’টোই হরিয়েছেন। তাঁর কন্যা ক্ষমতা হারিয়ে এখন জীবন হারানোর আশংকায় রয়েছেন। লাদেন, রাইসি, হানিয়া জীবন হারিয়েছে। সেজন্য মোদী এখন আমেরিকার পক্ষে। আমেরিকা কারো সাথে হারলেও আবার তার বিপক্ষে প্রতিশোধ নিতে বসে থাকে। ইউরোপ তো আমেরিকার পক্ষে। তাদের পরিণতি কি খারাপ হয়েছে? মুখস্ত একটা কথা বলে দিলেই হলো। বিশ্বে এখন আমেরিকা সবচেয়ে শক্তিশালী পক্ষ বা প্রতিপক্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.