নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
নতুন সরকার কিছু সুকাজ করে, জনগণের মন জয় করে, তত্বাবধায়কের হাতে ক্ষতা ছেড়ে, তারপর দল গঠন করে নির্বিাচিত হওয়ার চেষ্টা করতে পারে। তারপর নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় ফিরতে পারলে তাদের ক্ষমতার মেয়াদ নিয়ে কেউ কথা বলবে না। কারণ তখন জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতার মেয়াদ সাব্যস্ত করে দিবে।আর সঠিক লোক নির্বাচিত করার জন্য প্রথম দফায় কেউ ৫০% ভোট না পেলে প্রথম দু’জনের মধ্যে দ্বিতীয় দফা ভোট করা উচিত।তারপর ভালো লোকদের কোয়ালিশন ক্ষমতায় গেলেও বিষয়টা মন্দ হবে না।
বিগত সকরকার সমূহে যারা ছিলো তারা ছিলো স্বৈরাচার, রাজাকার ও হানাদার।সুষ্ঠ নির্বাচনে এদেরকে বাদ দিয়ে নতুন কোন সরকার পাওয়ার জন্য নতুন সরকারের নতুন দল আশাব্যঞ্জক হবে। তারপর নতুনদের কোয়ালিশনে কোন সরকার হলেও মন্দ হবে না।স্বৈরাচার, রাজাকার ও হানাদারদের শাসন জনগণ দেখেছে। তাদের থেকে তারা ভালো কিছু আশা করতে পারছে না। এদের মধ্যে ক্ষমতার লোভ প্রচুর। এদের জনতার সেবার মানসিকতা নগন্য। সেজন্য জনসেবকদের একটি দল প্রয়োজন। যারা রাষ্ট্রের মালিকানা ছিনতাই করবে না।
গণতন্ত্রে যদিও জনগণ রাষ্ট্রের মালিক। কিন্তু বাংলাদেশের প্রতিটি সরকার জনগণের সে মালিকানা জনগণের নিকট থেকে কেড়ে নিয়েছে। বিগত সরকার তো জনগণের সম্পদও পাইকারীভাবে লুন্ঠান করেছে। নতুন সরকারকে সহায়তা প্রদান করতে বিদেশীরা হাত বাড়িয়ে দিয়েছে। এরমাধ্যমে, এরা ভালো কিছু করুক। তারপর তারা তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে আশাকরি জনগণ তাদের কথা ভোটের সময় মনে রাখবে।
২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরান, সুন্নাহের আলোকে সংবিধান রচনা করবে ইসলামী দল। জনগণ তাদেরকে সে ক্ষমতা দিলে তারা সেটা করবে। তবে নতুন কোন ইসলামী দল তৈরীর কথা আমি বলিনি। কারণ বাংলাদেশে ইসলামী দলের অভাব নাই। আর ড. ইউনুস ইসলামী দল করার কথা না। সংবিধান সংস্কারের কথা যেটা বলা হচ্ছে সেটা হলো স্বৈরাচারের আর যেন উদ্ভব না ঘটে তেমন সংবিধান তৈরী করা।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৭
আরইউ বলেছেন:
মহাজাগতিক,
এই আন্দোলনের সবচেয়ে বড় স্টেকহোল্ডাররা হচ্ছে জামাত-শিবির, হিজু, বিম্পি, ধর্ষক মমিনুলের হেফাযত। উহারা কি এমনি এমনি মাঠ ছেড়ে দেবে?
ক্লিনটন কোটার নোবেল পাওয়া ইনুস মিয়া যদি জামাতের নতুন আমীর হয় তাইলে অবশ্য ভিন্ন কথা।
২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যাদের কথা বলছেন জনগণ তাদের সাথে আছে বলে মনে হয় না। সুতরাং ড. ইউনুস জনগণকে সাথে নিতে পারলে ভালো করবেন। আপনি যাদের কথা বলছেন তাদেরকে কিছু গিফট দিলেই তারা শান্ত থাকবে। কারণ তাদের অবস্থা হলো নাই মামার চেয়ে কানা মামা ভালো।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৪
সোনাগাজী বলেছেন:
ভোট হলে ড: ইউনুস দাড়াবে; কেহ ভোটে না'গেলেও উনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাই ভোটে গেলে। সুষ্ঠ নির্বাচন হলে ড: ইউনুস কোয়ালিশনে ক্ষমতায় গেলেও ভালো করবেন।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সংশোধন করার দরকার কি?
সব চেয়ে বড় সংবিধান তো আল কোরআন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ কোরআন অনুযায়ী চলছে না।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৮
কামাল১৮ বলেছেন: মোল্লা মুন্সি ও মহাজাগতিকরা কিছু গিফট পেলেই শান্ত থাকবে।চরম সত্য কথা বলেছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। কিচ্ছু না পাওয়ার চেয়ে কিছু পেলে মন্দ কি?
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৭
কলমনাই বলেছেন: মহাজগতিক,
পল্টিবাজ মহাজাগতিক
ছাত্র শিবির জামাতের
কির্তন কে করছে?
পল্টিবাজ মহাজাগতিক!
সরকার যতদিন ইচ্ছা
ততদিন ক্ষমতায় থাকবে।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে!
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭
রাসেল ০০৭ বলেছেন: এই পোস্ট আপনার ক্ষুদ্রজাগতিক চিন্তার ফসল !
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা আপনার ক্ষুদ্র গবেষণার তুচ্ছ প্রতিবেদন।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০
কলমনাই বলেছেন: মহাজাগতিক,
গিরিগিটির মত ল্যাঞ্জা রঙ আর কত বদলাইবেন
বিম্পি দেইক্কা বড় হাত মারছিলেন
এখন গেছে আম ছলা?
আপ্নে কোমলমতির বড় সাপুর্টার
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপ্নে কোমলমতির বড় সাপুর্টার তাতে অসুবিধা কি?
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: জামাত ক্ষমতায় যাওয়ার জন্য কঠিন খেলা শুরু করেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা রাজনীতি করে তারা ক্ষমতার জন্যই এটা করে।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৬
সোনাগাজী বলেছেন:
আমাদের শাসনতন্ত্র কি কোরান, সুন্নাহের আলোকে নতুন করে লেখার দরকার আছে?