নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

তারা তবে রাজাকারই ছিলো?

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১২



স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় যেমন খুশি সাজ ইভেন্টে একটা শিশু ছড়া কাটলো- যাই চাই তাই পাই, চকলেট, লেমনচুচ, রসগোল্লা রসময়, আমাদের বাবা ভেরি গুড বয়।পথ শিশু সাজায় বিচারক মন্ডলী তাকে প্রথমস্থান প্রদান করলো। পরে জানাগেলো সে পথশিশু সাজে নাই, সে আসলেই পথ শিশু ছিলো এবং সে স্কুলের ছাত্র ছিলো না। প্রধান শিক্ষিকা তখন আয়াকে বললেন- আয়া সাবান লও পানি লও! শিশুটির গায়ের ময়লা প্রধান শিক্ষিকাকে বিবব্রত করে ছিলো। তার পরের ঘটনা আর মনে নাই। ঘটনাটা শৈশবে একটা সাময়িকিতে পড়ে ছিলাম।

তারা বলেছে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার। এরা এটা বলছে কেন, এ বিষয়ে অনেকে আপত্তি তুলেছে। এখন জানা যাচ্ছে তারা আসলে রাজাকারই ছিলো। সেজন্যই সেনা প্রধান সবার আগে জামায়াতের আমিরের কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী জামায়াত নিষিদ্ধ করে বলেছেন, তাদের থেকে পাল্টা আঘাত আসলে তার মোকাবেলার প্রস্ততি তাঁর সরকার ও দলের রয়েছে। কি প্রস্তুতি তাদের ছিলো? জামায়াত-শিবির নিষিদ্ধের চার দিনের মাথায় তাদের খেলা শেষ হয়ে গেলো। তারা কোমলমতি সেজে আসলো, তাদেরকে সহায়তার ঘোষণা দিলো বিএনপি, সাথে কিছু জনগণ যোগ হলো এবং তাতে শেখ হাসিনা পালিয়ে গেলেন। কিন্তু এর সামান্য আগে তিনি বলেছেন, শেখ হাসিনা পালায় না।

জামায়াত-শিবির এখন হাত বাড়িয়ে দেখছে ক্ষমতা কত দূর? বিএনপি চোখ বন্ধ করে দেখছে তারা এখন ক্ষমতায়। চোখ খুলে দেখে- দিল্লি বহুত দূর হ্যায়।সেজন্য তারা দিল্লির হাই কমিশনের সাথে মোলাকাত করতে গেলো। তাতেও অনেকে তাদের দোষ দিলো। এদিকে কোমলমতিদের সরকার ভারতকে ৩০০০ টন ইলিশ দেওয়ার ঘোষণা দিলো। আমার স্ত্রী বলল, আমরা তবে খাব কি? বাংলাদেশের ক্ষমতার সুতোর একমাথা কি তবে দিল্লিতে? এদেশের ক্ষমতার একমাথা মনে হয় আমেরিকাতেও আছে সেজন্য ড. ইউনুস ও বাইডেন বৈঠকে বসছেন। জে. ওয়াকারুজ্জামানের ভাগে ক্ষমতা কম পড়ে যাচ্ছে বলে মনে হয়। রাষ্ট্রপতি ভাবছেন আর কটা দিন যদি রাষ্ট্রপতি থাকা যায়। আওয়ামী লীগ ফাঁক-ফোঁকর খুজছে আবার চট করে ক্ষমতায় বসার জন্য। অবশেষে কি হতে যাচ্ছে সেটা সময়ে জানা যাবে। আমি চাই একটা সুষ্ঠ ভোট। কারণ অনেক বছর পরে হলেও এটার দরকার আছে।

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৯

আরইউ বলেছেন:



মহাজাগতিক,
কোমলমতীদের বড় একটা অংশ জামাত-শিবির। ইহারা ব্লগারদের রগকাটার তালিকা করা ঢাবিয়ান-এর মত।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোমলমতীদের বড় একটা অংশ জামাত-শিবির তাদের সাংগঠনিক দক্ষতায় আন্দোলন সফল হয়েছে। তাদের দেয়ালে পিঠ ঠেঁকে গিয়েছলো। নিজেদের জন্য তারা যা করার করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্য। তাদের অনেক উন্নতি হয়েছে। আমার সেন্টারেও তারা প্রকাশ্য। কেউ তাদেরকে কিছু বলার সাহস পাচ্ছে না। আওয়ামী লীগ-ছাত্র লীগ এখন গর্তে লুকানো। হানাদার হয়ে তারা বড় অসুবিধার মধ্যে আছে। এখন তারা হানাদার এবং জামায়াত রাজাকার। এককালে তারা আবার গলা ধরে হাঁটে কিনা কে বলবে? তখন তারা বলবে- তুই যা মুইও তা’।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

ইলি বলেছেন: কোমলমতীদের বড় একটা অংশ জামাত-শিবির।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এবং তারা অন্যদেরকে সাথে নিয়ে আন্দোলন সফল করতে পেরেছে।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

প্রহররাজা বলেছেন: হাজার হাজার কোমলমতী পংগু, অন্ধ হয়েছে, এদের জীবন শেষ। এদের জন্য জীবনের যোগফল শূন্য। মুগ্ধদের খুন করে শিবির আজ প্রতিষ্ঠিত। ৫অগাষ্টের পরের হত্যাকান্ড নিয়ে নো-বেল ইউনুচও চুপ। ছাত্র, পুলিশ, জনতা সবাই মরলো, মাঝখান থেকে ইউনুচ আর জামাতের পোয়াবারো। দেশ এটাই ডিসার্ভ করে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো লস হলে কারো লাভ হয়- এটাই দেখে আসছি।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

কিরকুট বলেছেন: আপনার হুশ তাইলে ফিরলো। চিন্তা করবেন না, সামনে আরো চমৎকার সারপ্রাইজ আসিতেছে। হার্ট শক্ত রাখেন। এ্যাটাক না হয়ে যায়?

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: হার্টের অবস্থা ভালো না। আবার এ্যাটাক হলে ফেইল হতে পারে।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কে কি ছিল সে বিষয় রেখে দেশ গড়ার চেষ্টা করা চাই। এখন সে আগে তকমা কেউ গা লাগায় না। সোনার ছেলেদের দেখছিতো কতো নির্মল চিত্রের!

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনার ছেলেরা দেশের টাকা বাইরে নিয়ে গেছে।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১১

প্রহররাজা বলেছেন: ভারত না জড়ালে ৭১ সালেও জামাত সফল হয়ে যেতো। তখনও দেখা যেতো রাজপথে ছাত্র জনতার বিজয় মিছিল। গল্প সবসময় বিজয়ীদের পক্ষে কথা বলে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১০০% সঠিক বলেছেন। তখন মুক্তিযোদ্ধা হতো রাষ্ট্রদ্রোহী। আর রাজাকার হতো দেশ প্রেমিক।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

অস্বাধীন মানুষ বলেছেন: এখন দেশে যে ভাবে খুন হত্যা হচ্ছে সাধারণ নিরহ মানুষ তাতে কিছু দিনের ভিতরে দেশে আরো ভয়ঙ্কর কিছু ঘটবে আর ডঃ মুহাম্মদ ইউনূস সহ কোমলমতি শিক্ষার্থীদের একটা অংশ বড় ধরনের বিপদে পরতে পারে ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা চট করে ক্ষমতায় বসে গেলে ডঃ মুহাম্মদ ইউনূস সহ কোমলমতি শিক্ষার্থীদের একটা অংশ বড় ধরনের বিপদে পরতে পারে ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

অস্বাধীন মানুষ বলেছেন: আঙ্কেল যদি সত্যিই তা হয় তাহলে শুধু তারা নয় পুরো বাঙলাদেশের অর্ধেক মানুষ যেমন আপনি আমি এবং আমরা ও সাধারণ মানুষের পাশাপাশি আমাদের অনেক ব্লগারেরি কপালে শনি আছে । এই বিপদ থেকে একমাত্র আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় নেই।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৫

রানার ব্লগ বলেছেন: ততাকথিত কোমলমতিরা তাহলে বিপদেই আছে!!!

আপনি দেখি জার্সি পরিবর্তনের লাইনে দাঁড়িয়ে গেছেন!!!

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ততাকথিত কোমলমতিরা তাহলে বিপদেই আছে!!! কথাটা যদির মধ্যে আটকে আছে। শিউর না।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা দেশের লিলিপুটিয়ানদের চোখে ধুলো মারতে সমর্থ হয়েছে, ১৯৭১ সালের নামটা ঢেকে রেখেছিলো কিছু সময়; আমি ১ম দিন থেকেই ওদের চিনেছি; সামান্য সময়ের জন্য ঢাবিয়ান, নতুন নকিব, মেঠোপথ, শেরজা, জুল ভার্ণ, সাড়ে চুয়াত্তর ও জটিল ভাইয়ের গালমন্দ শুনেছি; এখন ওরা ধরা খাইছে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার এত্ত উত্তেজিত হওয়ার কোন কারণ নাই। কারণ তারা এখনো হেরে যায়নি। আর জাতি হানাদারদের ফিরিয়ে আনতে চায় না।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৩১

আহরণ বলেছেন: ভাইয়া, দেশ এখন কোমলমতি টোকাইদের দখলে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভদ্রলোকেরা লুটপাটে ব্যস্ত ছিলেন বলে এমন ঘটনা ঘটেছে।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৩

ধুলো মেঘ বলেছেন: কোমলমতীদের বড় একটা অংশ জামাত-শিবির। এইটা আমি মানতে পারলাম না। জামাত শিবির হলে তাদের একটা বড় অংশেরই দাড়ি-পাঞ্জাবি থাকতো। এতগুলো নারী সমন্বয়কের একজনেও বোরখা পড়েনা। রাস্তায় যেসব মেয়েরা পুলিশের সাথে মারামারি করলো, তাদের মধ্যে অনেক খুজেও দুই একটা বোরখা পড়া মেয়ে বা পাঞ্জাবি পড়া ছেলে দেখা গেলোনা। তাহলে এই বড় অংশটা গেল কোথায়?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বড় অংশ বলতে সবাইকে বুঝায় না। আমার এক ছাত্র ছিলো হিন্দু। সে বলতো সে ছাত্র শিবির। এরা শিবিরের সমর্থক। আমাদের গ্রামের কিছু বদ লোক বলতো তারা জামায়াতে ইসলাম। কিন্তু তারা জামায়াতের জনবল ছিলো না। এ সমর্থকরা বড় আকারের গন্ডগোল তৈরী করে দলের ঘাড়ে দোষ চাপায়। কিন্তু আওয়ামী নেতাদের মাঝে বড় রকমের চোর রয়েছে অনেক।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৯

তানভির জুমার বলেছেন: জীবন বাজি রেখে আন্দোলন করেছি। জামাত শিবির দেশের একটি বিরোধী রাজনৈতিক দল তাদের লোক আন্দোলনে থাকতে ই পারে। তাই বলে জামাত-শিবির আন্দোলন করে হাসিনা কে ফালাইসে ইহা বকবাজ। আর জামাত-শিবির বাংলাদেশের ক্ষমতায় যাবে ইহা দুনিয়ার এক নম্বর বাজে কথা।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা মনে করেন জামায়াত-শিবির তাঁকে তাড়াইছে। তিনি আর কোন দলকে তাঁকে তাড়ানোর ক্রেডিট দিচ্ছেন না।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫২

রাসেল ০০৭ বলেছেন: আপনি সোনাদার যোগ্য ভাবসিষ্য হতে পেরেছেন , আপনাকে অভিনন্দন :)

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার কবরে এক পা, উপরে এক পা। আমি কারো ভবিষ্যত হতে চাই না।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৭

জুল ভার্ন বলেছেন: জামায়াত-শিবিরের শেকড় অনেক গভীরে!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: এতদিন তারা গর্তে ছিলো, এখন তারা আওয়ামী লীগকে ও ছাত্র লীগকে গর্তে ঢুকিয়ে নিজেরা গর্তের বাইরে বেরিয়ে এসেছে।

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে চলেছে সরকার সরকার এটা হলো পুরো স্লোগান আওয়ামীলীগের মতো কাটছাট করে বললে তো হবেনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওরা সরকারের সাথে ঠোঁট মিলিয়েছে।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫

কিরকুট বলেছেন: জুল ভার্ন বলেছেন: জামায়াত-শিবিরের শেকড় অনেক গভীরে!

জুল ভার্ন @ একজন সম্মানিত মুক্তিযোদ্ধা হিসাবে আপনার লজ্জা হয় না এই কথা বলতে ?

নাকি লাজ লজ্জা সব জলাঞ্জলি দিয়েছেন নিজ স্বার্থে ?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামায়াত-শিবিরের শেকড় অনেক গভীরে সেজন্য সরকার তাদের শেকড় কেটে শেষ করতে পারেনি। শিবিরের একজনকে জিজ্ঞাস করলাম তোমাদের এলাকার লীগের খবর কি? সে বল্ল তাদেরকে এখন আর দেখা যায় না। তবে তাদের ভাই-বেরাদরেরা দূর থেকে আমাদেরকে দেখলে সালাম দেয়।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

কলমনাই বলেছেন: মহাজাগতিক,







আপ্নে কি জাওড়া শিবির জামাতের পক্ষ ছাইড়া দিবেন?
আপ্নে বিম্পির বড় হাত মারছেন
ঘর ভাইঙ্গা গেছে? =p~

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্য বোধগম্য নয়।

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

আরইউ বলেছেন:



@কিরকুট,
দুঃখিত, আপনার মন্তব্যের প্রতিবাদ করতে হচ্ছে। জুল ভার্ন ভুল কিছুই বলেননি - জামাত শিবিরের শেকড় আসলেই অনেক গভীরে! সেটা তারা এবার প্রমানও করেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার যখন লুটপাটে ব্যস্ত ছিলো তখন জামায়াত-শিবির অনেক গভীরে শেকড় বিস্তার করেছে। আমি সেটা জানতাম, তবে সরকাররে সেটা কই নাই। কইলে সরকার আমাকে তাদের লুপাটের প্রতিবন্ধক মনে করতো। তারা বলতো তলে তলে তাদের সব ঠিক আছে। সুতরাং তলে তলে কিছুই ঠিক নাই আমার এমন কথা তারা বিশ্বাস করতো না।

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪

কিরকুট বলেছেন: আরইউ বলেছেন:@কিরকুট,
দুঃখিত, আপনার মন্তব্যের প্রতিবাদ করতে হচ্ছে। জুল ভার্ন ভুল কিছুই বলেননি - জামাত শিবিরের শেকড় আসলেই অনেক গভীরে! সেটা তারা এবার প্রমানও করেছে।

উনি ভুল না সঠিক বলেছেন এটা আমার জানার বিষয় না৷ একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই কথা বলতে ওনার লজ্জা হয় কি না এটাই জিজ্ঞাসা করেছি৷ কথা তো আরো আছে সেইগুলা না হয় না বললাম৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.