নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পকে অভিনন্দন

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭



ট্রাম্প জয়ী হয়েছে। কেউ বলে না ট্রাম্প ভোট চোর। আমাদের সব গুলো ভোট চোর। একটা বেজম্মার দেশে আমাদের জম্ম। এখানে সম্মান করার মত কেউ নাই। স্বৈরাচার ও চোরকে কিভাবে সম্মান করা যায়? এরপর আছে হানাদার ও রাজাকার। সবাই ঘৃণিত। এরা জনসেবা করতে ক্ষমতায় এসে চুরিটাই ঠিকঠাক মত করে।এরা ক্ষমতায় আসার আগে বেলুনের মত ফুলে-ফেঁপে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় গিয়ে স্বপ্নের বাতাস বের করে চুপসে দেয়।
চোরের দলের লোকেরা মানুষকে বলে পল্টিবাজ। যা পাবা সব একাই খাবা তুমি তাহলে আমি তোমার সাথে থেকে কি করব? তুমি খাবা সব আর তোমার সাথে থেকে আমি খাব দৌড়ানি, এটাকেই কি নীতি বলে? তুমি মারবা তাকে, সে মারবে তোমাকে। এভাবে কত কাল চলবে?
১৯৭১ সালে যুদ্ধ হলো গণতন্ত্রের জন্য। তাতে দেশ স্বাধীনের পর গণতন্ত্র হত্যা করা হলো। তারপর বহু হত্যাকান্ড হলো। তারপর প্রতারক চক্র বার বার গণতন্ত্রকে হত্যা করলো। কি সব জঘণ্য লোক এরা। কিন্তু ট্রাম্প ভোট চুরি করেনি। ট্রাম্প তার নীতির কথা বলেছে। কমলা তার নীতির কথা বলেছে। মেজরিটি ট্রাম্পের নীতিকে সাপোর্ট করেছে। কমলা হারলেও তার দলের অনেকে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ সদস্য হয়েছে। আমাদের চোরেরা একাই খায় সাব। ইউপি মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব এক দলের। যতখায় তৃপ্তি মেটে না।
ধর্ম আর চেতনা। সব করে ব্যবসায়ের জন্য। চেতনার ঝাঁপি খুলে ভোট নিয়ে করে চুরি। তা’ দেখে চেতনা হারায় জনগণ। জনচেতনা ফিরলে গনেশ উল্টে যায়। তারপর তারা হেলমেট পরে কোটে যায়। ধর্মের গুলার কথা হলো আর সবি ভুল আমি শুধু ঠিক। তাদের যে কত দল গণে শেষ করা যায় না।সেই সুযোগে নাস্তিক বলে সব ঝুট হ্যায়। অবশ্য নাস্তিক নিজেও ঝুটের মধ্যেই আছে।
ট্রাম্প জয়ী হয়েছেন। তিনি অনেক কিছু করবেন। মরে গেলে কি করবেন? এসব বাদ দিয়ে দেশ ও জনগণকে ভালোবাসলে কি হয়? আমার কথা গণতন্ত্র দাও। যোগ্যতার সাথে দেশ চালাও। তাহলে আমি তোমার সাথে আছি। গণতন্ত্র এবং যোগ্যতার পরে রাখ চেতনা ও ধর্ম। কারণ অযোগ্যতা ও স্বৈরাচার দিয়ে চেতনা ও ধর্মের ঝাঁপি ঠিক রাখা যায় না।
দেশকে সম্প্রদায়ে বিভক্ত করলে দেশের উন্নয়ন কম হয়। ওটা বাদ দিতে হবে। সব এক দেশের নাগরিক। সবাই একসাথে দেশের জন্য কাজ করবে- এটা সবার কাম্য হোক।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি কবে এত ভোট চুরি করেছে? আওয়ামী লীগ সে সুযোগ বিএনপি কে দেয় নাই।আওয়ামী লীগ বিরোধী দলে গেলে মারাত্নক!

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছিয়ানব্বই এর বারই ফেব্রুয়ারী কি ভুলে গেলেন? তারপর বিচারপতির বয়স বাড়ানো হয়েছিলো কোন উদ্দেশ্যে?

২| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯

জুল ভার্ন বলেছেন: গত শুক্রবারবসকালে রূপগঞ্জ গিয়েছিলাম। ফেরার পথে জুম্মা নামাজ আদায় করেছি রায়েরবাগ এলাকার একটা মসজিদে (মসজিদে ঢুকে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরেছিলাম কোন আস্তানায় ঢুকেছি....)।

মসজিদের ইমাম সাহেব বয়ান করেছেন- "আমাদের দেশের যাবতীয় দুর্দশার জন্য দায়ী- রাষ্ট্রের নারী নেতৃত্ব- যা সম্পুর্ণ কোরআন হাদিসের অবমাননার পরিনতি।" তিনি জোরদিয়ে বয়ান করলেন- "আমরা মুসলমান সংখ্যা গরিষ্ঠ দেশ হয়েও কোরআন হাদিস মানি না। অথচ দুই শতাধিক বছরের গণতান্ত্রিক রাষ্ট্র আমেরিকানরা খৃষ্টান হয়েও কোরআন হাদিসে বিশ্বাস করে বলেই আজ পর্যন্ত নারী নেতৃত্ব মেনে নেয়নি। আমেরিকার জনগণ হিলারি-কমলাদের মতো শিক্ষিত জ্ঞানীদের ভোট না দিয়ে লুচ্চা-বদমাইশ, পাগল ট্রাম্পকে নির্বাচিত করেছে। অথচ আমাদের দেশে সংসদ নেত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পীকার সবাই নারী সেইজন্যই আমাদের অবস্থা করল্লা ভাজা!"

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ হুজুরেরা এত দলে বিভক্ত কোন নেতৃত্বের কারণে? এটাও কি নারীদের দোষ?

৩| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণতন্ত্রের বিজয়। বাবা বা স্বামীর পরিচয় নয়। নিজের যোগ্যতাই যেখানে প্রধান...

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি জনগণের ভোট তাঁর পক্ষে টানতে সক্ষম হয়েছেন। নারী নয়, কমলা হেরেছেন কম যোগ্যতার কারণে।

৪| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নব্য ফ্যাসিস্ট সরকারকে হঠাও।
এরা দেশটাকে ধ্বংস করে তবে ছাড়বে।
এদের কাছে দেশ, মানুষ ও মানবতা আজ বিপন্ন

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আজকে তাদেরকে হটানোর প্রোগ্রাম আছে। সেইটার খবর কি?

৫| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৫

মেঘনা বলেছেন: আমেরিকায় একজন আফ্রিকান অরিজিন মুসলিম প্রেসিডেন্ট হতে পারে, ব্রিটেনে একজন ভারতীয় অরিজিন হিন্দু প্রধান মন্ত্রী হতে পারে, ভারতে একজন শিখ প্রধান মন্ত্রী হতে পারে। বাংলাদেশে একজন হিন্দু কি পধান মন্ত্রী হতে পারবে। বাংলাদেশের মুসলমানরা কি এইটুকু উদার মনের মানুষ।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন বাংলাদেশ চাই যেখানে যে কোন নাগরিক সরকার প্রধান হতে পারেন।

৬| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৫

ক্লোন রাফা বলেছেন: আপনার কি ধারনা ইউরোপ আমেরিকার রাজনীতিবিদরা দুর্ণিতীবাজ ন⁉️ এদের স্কেল আপনার আমার ধারনায় আনাও কঠিন‼️এরা ঘুষ’কে বৈধতা দিয়ে আইন করে নিয়েছে । লবিং, ব্রোকারি শব্দগুলো বাংলা করুন তারপর ভাবতে থাকুন!

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এর সাথে ভোট চুরির সম্পর্ক কি?

৭| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা হাসিনার মতো দিনের ভোট রাতে অথবা দিনের ভোট তাহাজ্জত পরে করেনা।

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা যা করেছে সেটাকে কোনভাবেই সঠিক বলা যায় না।

৮| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

জটিল ভাই বলেছেন:
আজ মাঠে আছেনতো?

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাঠ ভাতিজাদের জন্য ছেড়ে রেখেছি!

৯| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩

ক্লোন রাফা বলেছেন: ভোট চুরি না শুধু ডাকাতি হয় আইন করে! ইলেট্রোরাল ভোটের কারসাজি এখানেই । ভোট বেশি পেয়েও প্রেসিডেন্ট হোতে পারেনি নিকট অতিতে দু’জন।
১/ আলগোর
২/ হিলারী ।
আপনার আলোচনায় আছে আমাদের রাজনীতিবিদরা শুধু চুরিটাই ভাল করে সেই প্রসঙ্গেই বলা! নিজের লেখার শুধু এক অংশের প্রশংসাই শুনতে চান মনে হয়‼️

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওদের প্রেসিডেন্ট ইলেট্রোরাল ভোটে হয়, পপুলার ভোটে হয় না। এটাই ওদের সংবিধান। এখানে কারসাজির কিছু নাই।

১০| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৩

ক্লোন রাফা বলেছেন: গণতন্ত্রের বেসিক’টা কি বলেন’তো⁉️
ওদের সংবিধান অনুযায়ি যদি সঠিক হয়!
তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ি হাসিনাও সঠিক কাজই করেছে ‼️

ডেমোক্রেসির বেসিক হলো অধিকাংশের ভিত্তিতে পাস..

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশের চোরেরা অন্যের ভোট দেয়। এখানে মরা মানুষও ভোট দেয়। এমন কান্ড মনে হয় আমাদের প্রতিবেশী ভারতেও নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.