নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
হৃদয়ের আঙ্গিনায় তোমায় দেখি
চিরায়ত সবুজে ফুল হয়ে ফুটে উঠ
একের পর এক নানা রঙ সৌরভে
সাজিয়ে দিতে নৈপূণ্যে আমার জীবন।
তোমার আচার চিত্র বহুকাল ধরে
ঝর্ণাধারার মত বয়ে চলে অবিরাম
ক্লান্তিহীন সিক্ত করে আমার সুখের
আনন্দ ঝাঁপি ক্রমাগত আন্তরিকতায়।
সাথী তুমি শরতের প্রভাতে ঝরা
শিউলির মত নয়নাভিরাম বলে
মন ফিরে না তোমার থেকে রাবু
খানিক সময়- এ আমার বাস্তবতা।
# এটি ফরমায়েশি কবিতা। এটা তিনি ফরমায়েশ করেছেন যার জন্য আমার ভালো থাকা অনেকাংশে নির্ভর করে। যা হোক কবিতাটি তাঁর পছন্দ হয়েছে তাতে আমি বেশ হালকা বোধ করছি। সেকালে রাজ কবিগণ ফরমায়েশি কবিতা লিখতেন। আমি রাজ কবি না হলেও যিনি আমায় ফরমায়েশ করেছেন আমি তাঁর ফরমায়েশ উপেক্ষা করতে পারি না। অবশ্য আমি ফরমায়েশ ছাড়াও তাঁকে নিয়ে পূর্বে কবিতা লিখেছি।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে এটা ভাব কবিতা। সনেট লিখতে অনেক কষ্ট। সেই হারে মন্তব্য না পাওয়ার কারণে সনেট লিখে পোষায় না।
২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
জটিল ভাই বলেছেন:
ইদানিং লিখার ভাব সাধারণ হয়ে যাচ্ছে যে.....
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আমার সাধ্যের বাইরে লিখতে পারব না। তবে যার জন্য লেখা তার পছন্দ হয়েছে। লেখালেখি করে আমি কিছু একটা হয়ে যাব এমন তাড়না নেই। সময় কাটনোর জন্য ব্লগে লেখা। অবসর জীবনে হয়ত এ লেখালেখিতে সময়টা ভালো কাটবে যদি বেঁচে থাকি।আর ব্লগে সাড়া জাগানোর মত লেখক খুব একটা আছে বলে মনে হয় না।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪০
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা লেখা অনেক কঠিন!
১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: অর্থবহ করতে গেলে কঠিন হয়।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
নাজনীন১ বলেছেন: আচ্ছা বলুন তো, ঝরা শিউলি ফুল আমাদের এতো ভাল লাগে! গাছে ফুটে থাকা শিউলি ফুল নয় কেন?
১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঝরা শিউলি ফুল দিয়ে মালা গাঁথতে সুবিধা।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: ফরমায়েশি কবিতা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সনেট কবি ফরিদ উদ্দিন আহমেদ।