![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তোমার ভাবনা আজ মনের ভিতর ডাল-পালা মেলে
পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিচিত্র সব ফুলের দেশে
আমায় নিয়ে জোছনার স্নিগ্ধ আলোয় অপরিমেয়
সুখের চাদরে আচ্ছাদিত করে আমায় বিমোহীত করে।
তোমার প্রফাইল পোষ্টের লেখাগুলোর পাঠ আময়
টেনে নেয় ভাব সুন্দরের মহাসমারোহে যেথায় ছন্দরা
নৃত্য করে আলতা রাঙ্গা পায় কিশোরীর বেনি দুলিয়ে,
খুদীত পাষানে তারা যেন তোমার অক্ষয় কীর্তি অম্লান।
কুড়ানো মানিক তোমার অমৃত বচন সংগ্রহে আমি
বেপরোয়া হই। যে রত্ন কুড়ানোর আগে সময় ফুরিয়ে
গেলে কি আফসুস হবে সে চিন্তায় তাড়া, সাধ্য মত
আমি নিতে থাকি যতটা পারি হে অনন্যা তোমার কথিকা।
২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুশী হলাম।
২| ২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৬
যামিনী সুধা বলেছেন:
মনের মাঝে বসন্তবেলা!
২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন যখন তখন এদিক সেদিক চলে যেতে পারে।
৩| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২০
সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৪| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৯
সুলাইমান হোসেন বলেছেন: মাশাআল্লাহ
২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: জাজাকাল্লাহু খাইরান।
৫| ২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
কবিতা সুন্দর হয়েছে। আপনি আসলে বাংলার রুমী।
২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর সাদা গোলাপ ফুলের ঘ্রাণ নিলাম কবি দা