নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ভারত-পাকিস্তান উভয় দেশের কিছু নাগরিক উভয় দেশের মানচিত্র মুছে দিতে আগ্রহী

১১ ই মে, ২০২৫ রাত ৯:০১



ভারত-পাকিস্তান উভয় দেশের কিছু নাগরিক উভয় দেশের মানচিত্র মুছে দিতে আগ্রহী। পাকিস্তান+ভারত= পাকিস্তান অথবা ভারত+পাকিস্তান=ভারত- এ ধরনের ইচ্ছা কিছু লোকের। তবে যে পক্ষের ইচ্ছাই পূরণ হোক তারা আমাদেরকে ছাড়বে বলে মনে হয় না। তবে ব্যাপক যুদ্ধ হলে কারো ইচ্ছা বাস্তবায়ন না হয়ে এ অঞ্চলে নতুন দশটি রাষ্ট্রের উদ্ভব ঘটতে পারে। তাতে এ অঞ্চলে আঠারটি রাষ্ট্র হয়ে এ অঞ্চলের খেলা-ধুলা জমজমাট হতে পারে। আপাতত দেশ দু’টির যুদ্ধ বিরতি চলছে।তবে যুদ্ধের যোশ থামাতে না পারার কারণে তাদের উভয়ে উভয়ের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লংঘণের অভিযোগ করছে।

চীনের নিকট অস্ত্রের বাজার হারানোর কারণে ডোনাল্ড ট্রা্ম্প যুদ্ধ বিরতিতে উভয়দেশকে সম্মত করছে বলে অনেকে মনে করেন। কারণ যুদ্ধে চীনের অস্ত্র বেশী কার্যকর প্রমাণ হয়েছে। যুদ্ধে চীন, ইরান ও তুরস্ক পাকিস্তানের পক্ষে এবং রাশিয়া, ইসরায়েল ও আমেরিকা ভারতের পক্ষে যোগ দিয়ে ছিল। তবে যুদ্ধ বিরতি হওয়াতে ভালো হয়েছে। ভারতের কিছু নাগরিক যে শুধূ পাকিস্তানের মানচিত্র মুছতে চায় তা’ নয়, তারা বরং বাংলাদেশের মানচিত্রও মুছতে চায়। তারা অখন্ড ভারত চায়। মুসলিম শাসনে অখন্ড ভারত মুসলিমরাও চায়। হিন্দু শাসনে অখন্ড ভারত মুসলিমদের জন্য মহা অশান্তির। হিন্দু-মুসলিমের বিপরীত ইচ্ছার কারণে হিন্দুস্তানের যুদ্ধে অবশেষে মুসলিমেদের বিজয়ের কথা হাদিসে আছে।তারমানে হাদিস অনুযায়ী অখন্ড ভারতে মুসলিম শাসন কায়েম হবে। আগেও মুসলিমরা অখন্ড ভারত শাসন করেছে। এটা মুসলিমদের জন্য নতুন বিষয় নয়। হিন্দুস্থানের যুদ্ধে মহা সাওয়াবের কথা হাদিসে আছে বিধায় এখানে সারাবিশ্বের মুসলিম যুদ্ধ করতে আসবে। সারা বিশ্বের মুসলিম চাঁদা দিলে এখানে মুসলিম পক্ষের অস্ত্র কেনার টাকার অভাব হবে না। আর অস্ত্র বিক্রির জন্য চীনতো বসেই আছে। আর চীন ভারতের সাথেই আছে। সুতরাং হিন্দুস্তানের যুদ্ধে মুসলিম পক্ষের জয় সম্ভব। কিন্তু প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় এ জয়ে মুসলিম পক্ষের অনেক বেশী মূল্য চুকাতে হবে।

হিন্দুস্থানের যুদ্ধে মুসলিম পক্ষ যুদ্ধে আগ্রহী নয়। তবে অমুসলিম পক্ষ তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে যুদ্ধ তাদেরকে করতেই হবে। এ যুদ্ধে উভয় পক্ষে পারমাণবিক অস্ত্র থাকায় প্রায় ৯০% নাগরিক মারা যাওয়ার সম্ভাবনা। ১০% যদি ১০০% এর ভূমি বন্টনে পায় তবে এখানে জনসংখ্যার ঘনত্ব ব্যাপক হারে কমবে। জনসংখ্যা ব্যাপক হারে বেড়ে গেলে যুদ্ধ অথবা মহামারির মাধ্যমে এটা ব্যাপক হারে কমে। অতীতে জনসংখ্যা কমার এমন বহু ঘটনা ঘটেছে। সামনেও এমন ঘটনা ঘটবে না সেটা নিশ্চিত করে বলা যায় না। এরা শান্তির চিন্তা বাদ দিয়ে হিন্দু-মুসলিম জয় পরাজয়ের কথা ভাবলে যুদ্ধ এড়িয়ে যাওয়া কিভাবে সম্ভব? সুতরাং যুদ্ধ বিরতি হলেও যুদ্ধের আশংকা শেষ হচ্ছে না।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৫ রাত ৯:০৭

সৈয়দ কুতুব বলেছেন: ইরান ও সৌদি আরব কারো পক্ষ নেয় নি। বসুন্ধরার কালের কন্ঠ অসত্য নিউজ ছাপে ! এরা মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলো। ভারত-পাকিস্তান যুদ্ধ ঠেকাতে দুইটা পরস্পরের শত্রু রাষ্ট্র ভারত ও পাকিস্তানে সফর করেছে। বিশ্ব ব্যবস্থা এখন আর ধর্ম দিয়ে সম্পর্ক স্থাপিত হয় না। স্বার্থ সবার আগে !

বাংলাদেশের শেখা উচিত এদের থেকে !

১১ ই মে, ২০২৫ রাত ৯:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: এক পক্ষে ইসরাইল থাকায় অন্য পক্ষে ইরান আসতেই পারে।

২| ১১ ই মে, ২০২৫ রাত ১০:৩০

ইয়া আমিন বলেছেন: বিশ্বে শান্তি, সহাবস্থান, এবং পারস্পরিক শ্রদ্ধাই সবচেয়ে প্রয়োজনীয়। ইতিহাস ও ধর্মকে যুদ্ধ বা বিভেদের হাতিয়ার না বানিয়ে, আলোচনার, সমঝোতার এবং মানবিক মূল্যবোধের জায়গা থেকে দেখাটাই মানবতার পক্ষে নিরাপদ ও সঠিক।

১১ ই মে, ২০২৫ রাত ১১:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: মানুষ নিরাপদ ও সঠিক পথে চলে না। তারা শুধু বিপদের পথ চিনে।

৩| ১১ ই মে, ২০২৫ রাত ১০:৩৬

যামিনী সুধা বলেছেন:



আপনি কোন সুরার তফসির করলেন?

কোরিয়ানরা আপনাকে সামান্য একটা ট্রেনিং দিয়ে ১টা প্রফেশান দিয়েছে; এর অর্থ এই নয় যে, আপনি আজকের ভারত, পাকিস্তান, চীন। আমেরিকার যুদ্ধের এনালিষ্ট হয়ে গেছেন!

১১ ই মে, ২০২৫ রাত ১১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি এবং রানু কি শুধু এনালিষ্ট? কিন্তু আপনি তো দৌড়ের উপর আছেন। আপনি এনালিষ্ট হয়ে কার কি উপকার?

৪| ১২ ই মে, ২০২৫ ভোর ৫:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




প্রতিটি যুদ্ধের একটি উদ্দেশ্য থাকে।

হিন্দুস্থানের যুদ্ধে উদ্দেশ্য কি হবে?

১২ ই মে, ২০২৫ সকাল ১১:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সমগ্র হিন্দুস্থানে হিন্দু শাসন প্রতিষ্ঠার জন্য হিন্দুরা মুসলিমদেরকে আক্রমণ করবে। মুসলিমরা তখন প্রতিরোধ যুদ্ধ করবে।

৫| ১২ ই মে, ২০২৫ সকাল ৭:২২

কথামৃত বলেছেন: পাকিস্তানের চেয়ে ২১ গুণ বেশি ক্ষতি ভারতের!

১২ ই মে, ২০২৫ দুপুর ১২:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা খন্ড যুদ্ধ। ভারত মনে করেছে এবারেই তারা পাকিস্তানদখল করেতে পারবে। কিন্তু ‍যুদ্ধ করতে গিয়ে তারা বুঝতে পারলো তাদের দক্ষতায় ঘাটতি আছে। তবে তাদের মন থেকে অখন্ড ভারতের বাসনা চলে যায়নি। যখন তারা মনে করবে তারা জয়ী হবে তখন তারা আবার পাকিস্তানে হামলা্ করবে। অখন্ড ভারত প্রতিষ্ঠায় তাদের প্রথম টার্গেট ভারত এবং পরের টার্গেট বাংলাদেশ।

৬| ১২ ই মে, ২০২৫ সকাল ১০:৩১

কামাল১৮ বলেছেন: ভুল ভাবে আঁকা হয়েছিলো মানচিত্র।এটা মুছে ফেলাই ভালো।নতুন ভাবে আঁকা হবে বিশ্ব মানচিত্র।অনেক ভাঙ্গা গড়া হবে এর মধ্যে।এটাই নিয়ম।

১২ ই মে, ২০২৫ দুপুর ১২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু মানচিত্র ঠিক করতে যে যুদ্ধ হয় তাতে শান্তি বিনষ্ট হয়।

৭| ১২ ই মে, ২০২৫ সকাল ১১:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ছাড় তো দূরের কথা , ছুইল্লা কাউটা লবন লাগাইয়া দিচ্ছে । সারা বিশ্বের মিডিয়ায় এটাই প্রচার হচ্ছে । তারপরেও সন্ত্রাসী জঙ্গিগুলি বিজয়ের উৎসব করে ।

১২ ই মে, ২০২৫ দুপুর ১২:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা কুস্তিতে নীচে পড়ে নিজেরে জয়ী ঘোষণার মত।

৮| ১২ ই মে, ২০২৫ সকাল ১১:২৭

নতুন বলেছেন: পাকীকের পক্ষে যারা নাচতেছে তাদের দেখলেই মেজাজ খারাপ হয়। বাংলাদেশে এতো পাকীপন্থী কোথা থেকে আসলো।

এটা মোদীজীর একটা নাটক, পাকী আর্মীও তাদের বাজেট বাড়াবে এই হামলার পরে। তাদেরও লাভ।

আমাদের কিছুই না। তবে আমাদের সোসাল মিডিয়াতে অনেক পাকীবীজ দেখা গেছে।

১২ ই মে, ২০২৫ দুপুর ১২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশে পাকিপন্থী বেড়েছে।

৯| ১২ ই মে, ২০২৫ দুপুর ১২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: সমগ্র হিন্দুস্থানে হিন্দু শাসন প্রতিষ্ঠার জন্য হিন্দুরা মুসলিমদেরকে আক্রমণ করবে। মুসলিমরা তখন প্রতিরোধ যুদ্ধ করবে।
=====================

উত্তর দেওয়ার জন্যে ধন্যবাদ নিরন্তর।

চৌধুরী ভাই, আপনি হাদিসটির চেইন ভালো ভাবে পরীক্ষা করে দেখেছেন সব ঠিক আছে কি না? কে প্রথম হাদিসটি বর্ণনা করেন জানতে পেরেছেন কি? আই মিন, রেওয়ায়েত কে করেছেন প্রথম?

আমাকে যদি একটু সূত্রটা দিতেন, প্লিজ।

১২ ই মে, ২০২৫ দুপুর ১২:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সহিহ সুনানে নাসাঈ, ৩১৭৭ নং হাদিসের (জিহাদ অধ্যায়) অুনবাদ-
৩১৭৭। হযরত আবু হুরায়রা (রা.)থেকে বর্ণিত।তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে হিন্দুস্থানের যুদ্ধের আশ্বাস দিয়েছেন। আমি তা পেলে তাতে আমার জান মাল উৎসর্গ করব। আর আমি যদি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব, আর যদি প্রত্যাবর্তন করি, তাহলে আমি আবু হুরায়রা হব আযাদ বা জাহান্নাম হতে মুক্ত।

সহিহ সুনানে নাসাঈ, ৩১৭৮ নং হাদিসের (জিহাদ অধ্যায়) অুনবাদ-
৩১৭৮। হযরত রাসূলুল্লাহর (সা.)গোলাম সাওবান (রা.)থেকে বর্ণিত।তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন আমার উম্মতের দু’টি দল, আল্লাহ তায়ালা তাদেরকে জাহান্নাম হতে নাজাত দান করেছেন, একদল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আর একদল যারা ঈসা ইবনে মরিয়মের (আ.) সাথে থাকবে।

* এসংক্রান্ত আরো হাদিস আছে। এসব হাদিসের কারণে হিন্দুস্থানের ব্যাপক যুদ্ধ হলে এখানে সারা বিশ্ব থেকে মুসলিমরা যুদ্ধ করতে আসবে। তারা এতে টাকাও ঢালবে।

১০| ১২ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ নিরন্তর। আপনি যেহেতু বলছেন, সেহেতু, সূত্র নিয়ে কোন ঝামেলা নেই।

কিন্তু, প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কে ঘোষণা করবেন? আমিরে মুজাহিদ অর্থাৎ মুসলমানদের সৈন্যদলের আমির বা নেতা ইমাম মাহদী (আ) কি দেখা দিয়েছেন?

এছাড়া, উল্লেখ্য, গাযয়াতুল হিন্দ কিভাবে নির্ধারিত হবে? ভারতে অনেক যুদ্ধ হয়েছে এবং হবে। কোনটা গাযয়াতুল হিন্দ বলে বিবেচিত হবে? সেটা কে ঘোষণা করবেন? ইমাম মেহদী নন কি?

১২ ই মে, ২০২৫ দুপুর ১:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: গাযওয়াতুল হিন্দ এর সাথে ইমাম মাহদীর সংশ্লিষ্টতার কথা বলা হয়নি। তাঁর নেতৃত্বে ইসরায়েলের সাথে যুদ্ধ হবে। গাযওয়াতুল হিন্দ মুসলিমদের প্রতিরোধ যুদ্ধ। এটা ব্যাপক যুদ্ধ। সমগ্র হিন্দুস্থানে হবে। পূর্বের কোন যুদ্ধ সমগ্র হিন্দুস্থানে হয়নি।

১১| ১২ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





*গাযওয়াতুল হিন্দ

১২ ই মে, ২০২৫ দুপুর ১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

১২| ১২ ই মে, ২০২৫ দুপুর ২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:






ভাইয়া, কিছু মনে করবেন না। গাযওয়াতুল হিন্দ বিষয়ক হাদিস নিয়ে সন্দেহ আছে।

ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) তাঁর 'হাদিসের নামে জালিয়াতি' বইয়ের ২৬৮ নং পৃষ্ঠায় লিখেছেন -

"ভবিষ্যতের যুদ্ধ-বিগ্রহ বিষয়ক বর্ণনাসমুহের প্রায় সবই অনির্ভরযোগ্য"।

আমি এইমাত্র বইটি হাতে নিয়ে আরেকবার পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.