![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
নদীটা সুন্দর ছিল তোমার পিছনে পড়ে
নদীর সামনে তুমিই সুন্দরী। নদী ও তুমি
সুন্দরের যমজ হলে একই দৃশ্যপটে
নজর সরে না তোমাদের থেকে সামান্য ।
আমার একি হাল হয়েছে আজ কাল
তোমার ছবিতেও আমি মুগ্ধতায় মজি
মনে কর যদি হঠাৎ তোমায় পেয়ে যাই?
আনন্দ তখন স্তুপিকৃত হয়ে পর্বত হবে!
জীবনান্দ তোমায় দেখলে নতুন কবিতা হত
তখন তুমি ছিলে না বলে পৃথিবী বঞ্চিত হলো
বিশ্বসেরা কবিতা থেকে। তথাপি আমি লিখি
তোমায় নিয়ে চমৎকার কবিতার প্রত্যাশায়।
২১ শে মে, ২০২৫ দুপুর ২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
২| ২১ শে মে, ২০২৫ দুপুর ২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক ভাবনাময় কবি দা
২১ শে মে, ২০২৫ দুপুর ২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৩| ২১ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: দারুণ হয়েছে।
৪| ২১ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
নজসু বলেছেন:
নদীর মতোই —নিরব, গভীর, অথচ চির বহমান। এই কবিতায় ভালোবাসা আর প্রকৃতির যে মেলবন্ধন, তা হৃদয় ছুঁয়ে যায়। শব্দগুলো যেন জলরঙে আঁকা এক চিত্র, যেখানে অনুভূতি বয়ে চলে স্রোতের মত। অসাধারণ! ধন্যবাদ শ্রদ্ধেয়।
৫| ২১ শে মে, ২০২৫ রাত ৯:৪৫
মেহবুবা বলেছেন: নদী ও নারী সমার্থক !
৬| ২১ শে মে, ২০২৫ রাত ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
চমৎকার হয়েছে কবিতা! পোস্টের ছবির মতোই সুন্দর।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২৫ দুপুর ২:১৭
রানার ব্লগ বলেছেন: চমৎকার ! আপনি কবিতাই লেখেন ।