![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আইউবের বিরুদ্ধে গণঅভ্যূত্থান হওয়ার পর বঙ্গবন্ধু বাকশাল গঠন করলেন। বাকশাল গণতান্ত্রিক ছিল না।বঙ্গবন্ধুর বিদায়ের পর এরশাদ স্বৈরাচার হলেন।এরশাদের বিদায়ের পর খালেদা-হাসিনা স্বৈরাচার হলেন।সামনে কি আমাদেরকে অন্য কোন স্বৈরাচারের অপেক্ষায় থাকতে হচ্ছে কিনা সেটা সময় বলে দিবে।
বঙ্গবন্ধুর সাতই মার্চের ডাকে সাড়া দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ যখন স্বাধীনতা যুদ্ধ করেছে তখন কি তারা ভেবেছে বঙ্গবন্ধু স্বৈরাচারী হবেন? খালেদা-হাসিনার ডাকে সাড়া দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ যখন আন্দোলন করেছে তখন কি তারা ভেবেছে খালেদা-হাসিনা স্বৈরাচারী হবেন? এদেশের মানুষ যা ভাবে না এদেশে সেটাই হয়।
চব্বিশে স্বৈরাচারের কবরে শেষ পেরেক গেঁথে দেওয়ার কথা অনেকে বলছে। কিন্তু স্বৈরাচার কবরে না থেকে কবরের উপরে থাকলে স্বৈরাচারের কবরে পেরেক গেঁথে কি হবে। কম শিক্ষিত খালেদার পর আরো বেশী শিক্ষিত হাসিনাকে দায়িত্ব দেওয়ার পর তাঁকে তাড়াতে হলো। এখন সবচেয়ে বেশী শিক্ষিত ড. ইউনুচ দেশের দায়িত্বে আছেন তথাপি দেশ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তারেক রহমান থেকে কেউ ভালো কিছু আশা করছে কি? আমার মনে হয় এদেশের মানুষের মনে এখন আর আশা বাসা বাঁধে না। সেজন্য ৫ আগষ্ট উত্তেজিত হইনি। ৫ আগষ্টের ১ বছর পূর্তিতেও মনে কোন উত্তেজনা নাই। তবে একদিন ছুটিতে ভালো লাগছে। কেউ কেউ সপ্তাহে ২ দিন ছুটির বিরুদ্ধে। তাহলে আমরা ৫ দিন কেন কাজ করি? ৫ দিন কাজ করে যদি ২ দিন শান্তিতে থাকা না যায় তাহলে ৫ দিন কেন কাজ করা হবে?
কিছু অফিসারের নিকট কাজের গুরুত্ব থাকলেও ছুটির গুরুত্ব নাই। তাহলে কাজ করছি কেন? আয় করছি সুখের জন্য, সুখ ভোগের জন্য ছুটি না দিলে আয় করছি কেন? জীবনটা উপভোগের জন্য সময়ের দরকার আছে এবং জীবনটা উপভোগের জন্য আয় করারও দরকার আছে। নিজের মত অপরের উপরে চাপিয়ে দেওয়ার মানসিকতা আমাদের মাঝে প্রচুর আছে। ব্যক্তি থেকে রাষ্ট্র সবস্থানে স্বৈরাচার আসন পেতে বসে আছে। এক স্বৈরাচারের আসন উল্টে দিলে হাজার স্বৈরাচার মিটি মিটি হাসে। গাজার অবস্থা ভয়াবহ। নিতানিয়াহুর এসবের পরোয়া নাই।গরীব মুসলমান না খেয়ে মরলেও ধনী মুসলমানের বিলাসিতার শেষ নাই। সেজন্য মনে ভাসে আজ আশা নাই। এক মুরুব্বী বললেন আশার কপালেও মুতি আশার বাপের কপালেও মুতি, তখন এক ছোড়া বলল কাকু মই লাগবে যে! সে যাই হোক আমাদের দেশে আশা করতে নেই। কারণ এখানে আশা করলেই আশাহত হতে হয়। অনেকেই আশার বাণী শুনায় তাতে উত্তেজনার বদলে ঘুম আশে এ আশায় যে স্বপ্নে যদি কোন আশা পূরণ হয়। এখানে স্বপ্ন স্বপ্নই থেকে যায় কোন দির আর তা’ পূরণ হয় না। রাজাকার বিরোধী কথা বললে, জনতা বলে- তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তারমানে জনচেতনা এখন উল্টে গেছে। সামনে আওয়ামী লীগের খাওন তবে কিসে থাকবে? তারা তো চেতনা ব্যবসা করে অনেক অনেক লাভ ঘরে তুলেছে।এখন চেতনার কথা বললে জনতা অচেতন হয়ে যায় এবার তবে কি হবে? কেউ জানে না এবার তবে কি হবে? জলাবদ্ধতার মতই ভাবনা বদ্ধতা তৈরী হয়েছে।
০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১১:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর সাথীদেরকে যারা হত্যা করলো তিনি তাদের সাথী হলেন। আমাদের সব কিছুই অদ্ভুত। তথাপি ভূত বিশ্বাস করলে সোনাগাজী দোষ ধরে এবং মডু তাকে ঝেঁটিয়ে বিদায় করতে সচেষ্ট হয়। তখন হানিার মতই সোনাগাজী বলে আমার কি দোষ? একজন অতি নিরিহ মানুষকে বালক-বালিকারা তাড়িয়ে দিল?
২| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: ৫ বছর পরপর ফেয়ার ইলেকশন হলে এসব কিছুই হবে না । তখন সবার মাথায় ভাবনা থাকবে সামনে ইলেকশন আছে ।খারাপ কাজ করলে মানুষ ভোট দিবে না । বিএনপি জোর করে চেয়েছিলোে পাওয়ারে থাকতে বাট পারে নাই। লিগ পেরেছে ।
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এত্ত ঘটনার পরেও এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে, বিষয়টা বিস্ময়কর।
৩| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:২৬
মাথা পাগলা বলেছেন: আমরা হচ্ছি মীরজাফরের বংশধর, গর্বের সাথে বিশ্বাসঘাতকতা বহন করি। দেশে পরিবর্তন আসবে কীভাবে? দেশের অধিকাংশ মানুষই তো দলকানা, দলান্ধতা জন্মসূত্রে পাওয়া অধিকার। কোন দলের সমালোচনা করলে সেটাকে সাপোর্ট দেবার জন্য অন্যদলের দোষ নিয়ে তর্ক শুরু করে দেয়। জামাত, লীগ, আর জিয়ার রাজনীতিকে একই মুদ্রার তিনটা দিক হিসেবে দেখি। জনগণকে ব্যবহার করেছে, ধোঁকা দিয়েছে, আর বারবার দেশকে পেছনে টেনেছে। ফেয়ার ইলেকশন হলেই কি আর না হলেই বা কি? সেম নাটকই চলবে শুধুমাত্র অভিনেতাদের চেহারা পালটাবে আর অ্যাকশেন-থ্রিলার কম-বেশী হবে।
০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: শতভাগ সঠিক কথা বলেছেন। সেজন্য এদেশের কোন কিছুতে আমার কোন ইমোশান নাই। এখানে অমুক মন্দ বলে তমুক ভালো হবে ঘটনা এমন নয়। এখানে আগে এ খেয়েছে এখন সে খাবে অবস্থা এমন।
৪| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসলে আপনি কি বলতে চান??
০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি বলতে চাই আমাদের দেশে আশা করার মত কিছু ঘটেনি। একটা পট পরিবর্তন হয়েছে ঘটনা এ পর্যন্ত। আমরা যেমন ছিলাম তেমন থাকব ভালো হব না রে।
৫| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪৫
মেঘনা বলেছেন: স্বৈরাচার জন্য হাসিনার পতন হয় নাই। স্বৈরাচার শব্দটা একটা অজুহাত মাত্র। হাসিনার মূল অপরাধ তিনি মুজিবের কন্যা, আর মুজিবের অপরাধ তিনি ভারতের দালালি করে পেয়ারের পাকিস্তানকে ভাঙছেন। - দেশের সংখ্যাগরিষ্ঠ মুমিন মুসলমান এই চেতনায় বিশ্বাসী।
এই যেমন আপনে - গরিব মুসলমানের কথা চিন্তা করতে করতে গাজায় আটকে গেলেন। অথচ ইরানের স্বৈরাচারী শাসক সেই দেশের মুসলমানদের যে হত্যা করতেছে বা তুরস্কের স্বৈরশাসক তার নিজের দেশের কুর্দি মুসলমানদের যে হত্যা করতেছে, সেইটা নিয়ে আপনি চিন্তিত না। ইরান বা তুরস্কের শাসকের বিরোধিতা করা মানে ইসলামী ঐক্যের বিরোধিতা করা যেটা একাত্তরে মুজিব করেছিল আরো অনেকে করেছিল - বিষয়টা অনেকটাই এরকম আর কি।
০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: চিন্তা করতে করতে আমি চিন্তার সাগরে হাবু ডুবু খাচ্ছি। পরে চিন্তা করে দেখলাম চিন্তা করে আসলে কোন লাভ নাই। তবে গাজার লোকেরা আসলেই কষ্টে আছে।
৬| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪১
গেঁয়ো ভূত বলেছেন: আসলে এই ভূখণ্ডের ইতিহাস হচ্ছে আশা ও আশাভঙ্গের ইতিহাস, আশাবাদ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যতটুকু যাওয়া যায় ততটুকুই লাভ, যতক্ষণ আশা থাকে ততক্ষন বেঁচে থাকার স্বপ্নটুকুও বেঁচে থাকে।
লিখাটা ভালো লেগেছে। ভালো লেগেছে সহব্লগার মাথা পাগলা এবং মেঘনা'র গুরুত্বপূর্ণ কমেন্ট। সবাই ভালো থাকবেন। শুভকামনা।
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কমেন্টও ভালো হয়েছে।
৭| ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩২
কিরকুট বলেছেন: মনে রাখবা " যে যায় মক্কায় সে হয় হাজী"
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: একদম ঠিক।
৮| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনে আর আপনের জামাই মিল্যা পেরাক মারেন।
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: পেরাক মারার জন্য কাঠমিস্ত্রী ভালো।
৯| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৯
নতুন নকিব বলেছেন:
আপনার ভাতিজা মনে হচ্ছে আপনার উপরে কিছুটা ক্ষুব্ধ। কারণ কী?
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভাতিজা ঐরকমই।
১০| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ
১১| ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটা বিরোধী আন্দোলনের ফাকে যখন জামাতীরা ঢুকে গিয়ে জ্বালাও পোড়াও শুরু করলো সেখানে তাদের কোন দোষ নেই?
যদি দোষ না থাকে তাহলে ইনডেমনিটি দিতে হলো কেন?
০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: এক দল ইনডিমিটি দিয়ে বিচার বন্ধ রাখবে, অন্য দল ইনডিমিটি তুলে দিয়ে বিচার করবে। এদেশে সরকার বদলে অনেক কিছুই বদলে যায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১১:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জিয়াকে বাদ দিলেন কেন? স্বাধীনতাবিরোধী রাজাকারদের পুনর্বাসিত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে?