![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
খুশি কোথায় হারালে তুমি?
আনন্দ তোমার সাথে আছে কি সেথায়?
অনন্তে তোমরা থাক অন্তহীন
সাবলিল হাসি থাক তোমাদের সাথে।
যেথায় ক্রন্দন ধ্বনি সেথা যাও সবে
থামাও সব আহাজারি। শ্রুতিমধু শব্দ
তোমরা আমদানি কর মানবের সকল নিবাসে
স্বস্তির বাতাস থেকে ঝরুক প্রশান্তি।
হাসি খুশি আনন্দ দয়া জুটি বেঁধে চল
তাড়িয়ে বিষাদ দলে। শান্তির পায়রা
তোমরা উড়িয়ে দাও। যুদ্ধের হায়না
বিনাশে সবাই হও ক্ষুরধার অস্ত্র।
১২ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুস্থ্যতার সাথে আপনি ও আপনার পরিবারের নেক হায়াতের দোয়া করছি।
২| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ১০:০৪
বিজন রয় বলেছেন: আপনার আগের নিকটি যেন কি ছিল মনে করতে পারছি না।
আপনার কবিতা এর চেয়ে ভালো হয়।
সেভাবে লিখুন।
১২ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আগে সনেট লিখতাম। তাতে কষ্ট বেশী। কবিতার এ ফরমেটেও ভালো কবিতা হয়। চেষ্টা করব আলো ভালো কবিতা লেখার।
৩| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ১০:০৫
বিজন রয় বলেছেন: ও হো মনে পড়েছে। ফরিদ আহমেদ, তাই না?
হা হা হা ................
১২ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার আগের নিক ছিল ফরিদ আহমদ চৌধুরী ও সনেট কবি। সে দু’টি নিকের পাস ওয়ার্ড আমি হারিয়ে ফেলেছি।
৪| ১২ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৩
লোকমানুষ বলেছেন:
ক্রন্দন থামিয়ে শান্তি ও মমতার বানীর বার্তাটি মানবতার প্রতি আন্তরিক ও অনুপ্রেরণার প্রকাশ ঘটাচ্ছে আপনার কবিতাটিতে।
শুভকামনা অবিরাম।
১২ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ আক্রান্ত দেশ সমূহ কষ্ট ও আতংকে থাকে। তাদের জন্য সমবেদনা।
৫| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:০৫
বিজন রয় বলেছেন: সে দু’টি নিকের পাস ওয়ার্ড আমি হারিয়ে ফেলেছি।................. মডারেটরদের ইমেইল করলে পাসওয়ার্ড ফেরত পাবেন। আমিও হারিয়ে ফেরত পেয়েছিলাম
১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: যে ইমেইল দিয়ে আইডি দু’টি খুলে ছিলাম আমি সে ইমেইল ও পাসওয়ার্ড ভুলে গেছি। সেজন্য আমি সে আইডি দু’টি চালু করার আশা ত্যাগ করেছি।
৬| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ লাগলো কাব্য।
১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
৭| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।
১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সালাম দেওয়ার জন্য ধন্যবাদ।
৮| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:০১
নজসু বলেছেন:
শ্রদ্ধেয়, আপনার কবিতাটি সত্যিই অসাধারণ লেগেছে।
এতে যেমন প্রশ্ন আছে, তেমনি আছে উত্তর খোঁজার পথনির্দেশ।আছে দুঃখ, যুদ্ধ, বিষাদ সরিয়ে শান্তি, হাসি আর মানবতার জয়গান। আপনার কলমের এমন মানবিক ডাক মন ছুঁয়ে যায়।
এরকম প্রেরণাদায়ী সৃষ্টির জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
আশা করি, আপনার কলমে বারবার এভাবেই ফুটে উঠবে হাসি, শান্তি আর আশার বাণী।
ভালো থাকবেন। দোয়া রইলো। দোয়া করবেন।