নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

শরতের বেলা

২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:০৪



ঘাটলায় শুয়ে দেখি আকাশের ছাদ
বেলগাছ নুয়ে আছে মুখের উপরে
কুকুরের চোখ জ্বলে খানিক অদূরে
ছাঁইপাশ কবিতার দোলা লাগে মনে।
‘কাজ নাই খই ভাজ’ একটা প্রবাদ
তুচ্ছটাও উচ্চ হয় কবির আদরে
শুকনো পাতা গৃহিত সেথায় সাদরে
ঝিলমিল শুনে যাই আনন্দের কানে।

কি গান বানায় ওরা সুবাদ্যে মোহিত
ছিমছাম চারদিক শরতের বেলা
কে কোথায় করে যায় অপরের হিত?
করে না সুবোধ কারো যত্নে অবহেলা।
আকাশে তাকিয়ে মন হয়ে যায় বড়
সেথায় মঙ্গল চিন্তা হতে থাকে জড়।


# তথাপি একটা সনেট লিখলাম।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছ থেকে পিআর নিয়ে কবিতা চাই। :)

২৯ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন:



আপনার আব্দার রক্ষা করা বড়
কঠিন, ভাবের অভাব হেতু
কবিতায় ভাব চিরকাল লাগে ভাই
পিআরে তা’ কই? অহেতুক তারে টেনে
কবিতায় আনা অকাজের শেষ ধাপ
তারচেয়ে খই ভাজা তথাপিও ভালো।

২| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ২:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি শুধু কবিতা নিয়ে থাকলে খুবই ভালো হতো!

২৯ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন:



সে আর বলতে আছে? মন ছুটে চলে
গতিতে বাধন হারা। সম্মুখে যা পায়
তাই নিয়ে চলে এটি অবিরাম বেগে
তার যেন কারো কথা শুনবার অবসর নাই।

৩| ২৯ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:০০

নজসু বলেছেন:



জেনারেশন একাত্তর বলেছেন: আপনি শুধু কবিতা নিয়ে থাকলে খুবই ভালো হতো!
যদি তাই হয়, আমি বলবো, রাজীব নূর ভাইও শুধু কবিতা নিয়ে থাকলে খুবই ভালো হতো!
রাজীব নূর ভাইও দারুণ কবিতা লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.