নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বিরোধীদের অন্যৈক্যের সুযোগে আপা ফিরে আসতে পারেন

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪২



বিরোধীদের অন্যৈক্যের সুযোগে আপা শান্তিতে ছিলেন। তারা ঐক্যবদ্ধ হতেই আপা পালিয়ে গেলেন। কিন্তু যেহেতু আপা পলান না সেহেতু আপার সম্মানে এটাকে আপার বেড়াতে যাওয়া বলা যেতে পারে।পিআর প্রশ্নে আপার বিরোধীদের মাঝে অনৈক্য দেখা যাচ্ছে। তাতে আপার পক্ষের লোকদের মনবল চাঙ্গা হচ্ছে। নূরুর বেধড়ক পিটুনিতে তাদের মনবল চাঙ্গার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।নূরু আপার প্রধান বিরোধীদের একজন। তারেক জিয়া হয়ত সেই ভয়টাই পাচ্ছেন। তারা তাঁকে বেকায়দায় পেলে হয়ত আগের চেয়ে বেশী নির্যাতন চালাবে।জিয়ার বিরুদ্ধে বহু লোককে হত্যার অভিযোগ রয়েছে। তাদের কে কোথায় বসে আছে কে জানে? জিয়া পরিবারের কোন লোককে বেকায়দায় পেলে তাদের রক্ত গরম হয়। তখন তারা কি করতে কি করে বুঝতে পারে না। আপা ফিরতে পারলে তিনি কি করতে কি করেন বলা যায় না। তবে এটার নিশ্চিত যে আপা ফিরতে পারলে আওয়ামী লীগের সব খুনের মামলা তাদের বিরোধীদের ঘাড়ে চাপাবে এবং এ অপরাধে তাদের অনেকের ফাঁসি হবে। এ ফাঁসির তালিকায় জামায়াতের এক ঝাঁক নেতার নাম যোগ হতে পারে।

বহুকাল পরে খাওয়ার সুযোগ পেয়ে বিএনপি সব খেতে চায়। তারা তাদের সাথের আপা বিরোধীদেরকে কিছুই দিতে চায় না। এক এগার এর পরের নির্বাচনে জাতীয় পার্টিকে সাথে না নিলে বিএনপি-জামায়ত জোট জয়ী হবে না মর্মে আমি মুজাহিদকে বলে ছিলাম। তিনি বললেন জাতীয়পার্টিকে ছাড়াই তাঁরা আড়াইশ সীট পাবেন। তারপরের ঘটনা সবার জানা। অবশেষে মুজাহিদ ফাঁসিতে ঝুললেন। এরশাদের কৃপায় সেনাতে বহু লোক জায়গামত বসে আছে। সেজন্য তাদের লেংগুড় দিয়ে কান চুলকাতে গেলে ছোবল খেতে হয়।আপা সেটা বুঝে তাদেরকে ছিঁটিয়ে মিটিয়ে কিছু দিয়ে ফায়দা হাসিল করেছেন। আর তাদের বিনাশ করতে গিয়ে বিনাশের মুখে পড়ে তাদের বিরোধীরা। রাজনীতি জটিল বিষয়। এতে সামান্য ভুল হলে এমন ভাবে খাদে পড়তে হয় যাতে করে খাদ থেকে আর উঠা যায় না।

আপা ঝানু রাজনীতি বিদের কন্যা। যিনি একটি জাতির উত্থানে সবচেয়ে বেশী ভূমিকা রেখেছেন বলে অনেকে স্বীকার করে। সেই আপা বেঁচে আছেন। তাঁর বিরোধীদের কপাল মন্দ হলে আপা ফিরে এসে নৌকার হাল ধরবেন। তারপর কি হবে আমি আর সেটা বলতে চাই না। সুতরাং বিএনপির উচিত দিয়ে থুয়ে খাওয়া। সবটা খেতে চাইলে তা’ তাদের পেটে বদ হজম হতে পারে। আর জামায়াত কিছু না পেলে সব গেলেও তারা অপর পক্ষকে ছাড় দিতে চায় না। বিএনপি পিআরে রাজি হোক। ছোটরাও কিছু সীট পেয়ে যাক। নতুবা পিআরের অনৈক্যের পথ ধরে আপা ফিরতে পারলে বিএনপি নেতারা এবার খুনের মামলায় পড়ে আরোবেশী ফেরেশানিতে পড়বে। তখন ঘটনা পচার হবে বিএনপি-জামায়াত লোক মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে। তারপর তারা আরো কত গুম-খুন ও ফাঁসির মধ্যে পড়বে বলা যায় না। সুতরাং আপার বিরোধীদের সব বিষয়ে ঐক্য থাকতে হবে। সবার আগে সেই ঐক্য থাকতে হবে পিআর বিষয়ে। নতুবা বিএনপি অনেক বেশী পেতে গিয়ে সবটা হারাতে পারে।তখন ওবায়দুল কাদের তাঁর কাব্যিক কথার মালা জনতাকে শুনাবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৪

জেনারেশন একাত্তর বলেছেন:



ওবায়দুল কাদের, ড: হাসান মাহমুদ, শেখ রেহানা ও শেখদের অনেককে দেশে আসতে দিবে না আওয়ামী সাপোর্টারেরা।

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্লোন রাফার পোষ্ট পড়ে আপনার কি তাই মনে হয়? আপার সময়ে আমার বড় ভাইয়ের চাচাত শালা পর্যন্ত শুধু বালি তুলে প্রায় দুই কোটি টাকা কামিয়েছে। আওয়ামী সাপোর্টারেরা সেসময়ের তাদের শান্তির কথা কিভাবে ভুলে?

২| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:




দেশের মিলিটারী শেখ হাসিনাকে দেশে আসতে দিনে না।

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনুকুল পরিবেশ পেলে মিলিটারীকে তাঁকে আসতে দিতে হবে না। জিয়া তাঁকে আতে দিলেন কেন? তিনি তো মিলিটারী ছিলেন!

৩| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



বিএনপি'র কোন কর্মী তাদের কোন নেতাকে মান মান্য করে না।

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার জামাই বাবার আচরণে আপনার কথার সত্যতা পেলাম না।

৪| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:২৭

কলাবাগান১ বলেছেন: ৯০% কমেন্ট পড়ে দেখুন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সাথে সংঘর্ষ এর ইউটিউব সংবাদ এর ভিডিতে...এক ভিডিওতে প্রায় ৫০০০ কমেন্ট... এখন জামাতি-শিবির এসে বলবে এগুলি মাল্টি নিক....

যখন তাদের পক্ষে যায় সেগুলি আসল মানুষ (শিবির)
"সাজানো গোছানো দেশকে কিভাবে ধ্বংস করতে হয়, বাংলাদেশের শিবির এর দল দেখিয়ে দিলো"

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামায়াতের সাথে আওয়ামী লীগ যা করেছে তারা সেটা আওয়ামী লীগকে ফিরিয়ে দিতে চেষ্টা করেছে। এ দলটি কামড় খেলে উল্টে কামড় খেতে চেষ্টা করে। জিয়া যাদেরকে হত্যা করেছেন তাদের লোক জিয়া পরিবার ও তাঁর দলকে সালাম দিবেন এমন আশা কারা যায় না। আপার যে পরিমাণ রাগ তাতে আপনা ফিরতে পারলে বিএনপি-জামায়াতের খবর আছে।এরশাদের বহু লোক সেনাতে আছে। এটা জাপার বিরোধী লোকদেরকে ‍বুঝতে হবে।

৫| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩৫

কিরকুট বলেছেন: হা হা, আপায় যদি ফেরে [ যদিও সম্ভাবনা কম] একটারও পিঠের চামড়া থাকবে না।

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপার সাথে ভারত আছে। আপার দল একটি বড় দল। সুতরাং আপাকে খড়-কুটো ভাবা ভুল।

৬| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আপা কিংবা আলি কেউ সহসা কামবেক করবে না । ইহাদের সিচুয়েশন নাজুক । বিরোধিদের মাঝে লোক দেখানো বিরোধিতা চলছে ।

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপা যে পরিমাণ মসজিদ বানিয়েছেন তেমনটি আর কেও করেনি। তিনি কওমী জননী খেতাব পেয়েছেন। কফিল উদ্দিন সরকার সালেহী তাঁকে জান্নাতি মানুষ বলেছেন। সুতরাং একদা এ কথা প্রচার হবে যে বিএনপি জামায়াত হত্যা করে তিনি ও আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়েছে। আমার জামায়াতি মেঝ ভাইয়ের আওয়ামী লীগ বড় জামাই আপনার সময়ে কোটি কোটি টাকা কামিয়েছে। ভাতিজিকে জিজ্ঞাস করলাম মা তুমি কোন দল কর? বাবার দল না স্বামীর দল? ভাতিঝি বলল, কাকু আমি এসব বুঝি না। আপনি যে রাজনীতি খুব একটা বুঝেন আমার তেমনটা মনে হয় না। মোচড় দিয়ে ঘুরে দাঁড়াবার ক্ষমতা আওয়ামী লীগের আছে। এখন তাদের সময়ের অপেক্ষা চলছে।

৭| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৫

মথিতস্বপ্ন বলেছেন: আপনি কি জামাত?

৮| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪৯

জেনারেশন একাত্তর বলেছেন:



লেখক বলেছেন: অনুকুল পরিবেশ পেলে মিলিটারীকে তাঁকে আসতে দিতে হবে না। জিয়া তাঁকে আতে দিলেন কেন? তিনি তো মিলিটারী ছিলেন!

-তখন ভারতে ছিলেন ইন্দিরা; তিনি বাংলাদেশের মিলিটারীকে ক্ষমতায় দেখতে চাননি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.