![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
শেখ হাসিনার দখলের ফসল বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে বেহাত হয়েছে। তাদের সাথে জাশি, বিএনপি এবং অন্যরাও ছিল।জাশি পিআর এর মাধ্যমে সে ফসল সবাইকে ভাগ করে দিতে চায়। কিন্তু পঁচাত্তরের মত বিএনপি সে ফসল একা নিজেদের গোলায় তুলতে চায়। কিন্তু পঁচাত্তরে জেনজি ছিল না। এখন জেনজি আছে। তাদের দুই তৃতীয়াংশের বেশী বিএনপির স্বার্থপরতাকে সমর্থন করছে না। তাদেরকে জাশির দিকে ভিড়তে দেখা যাচ্ছে। ডাকসু ও জাকসুতেতে সেটা দেখা গেছে।
আমার ঘরের একজন জেনজি দেখছি এনসিপির, একজন তো বিএনপির, অন্যজন কার সেটা জানি না। এনসিপি ভিতরে ভিতরে বেশ তৎপর। জনগণ ওদের বিরোধীতা করছে না।শেখ হাসিনার থেকে কেড়ে নেওয়া ফসল বিএনপি নিজেদের গোলায় একা তুলতে গেলে সে কাজ তাদেরকে একাই করতে হবে। কিন্তু ষোল বছরে তারা একা শেখ হাসিনা থেকে কিছুই কেড়ে নিতে পারেনি। এখন শেখ হাসিনা থেকে কেড়ে নেওয়া ফসল পিআর অস্বীকারের মাধ্যমে বিএনপি একা নিজেদের গোলায় তুলতে গেলে শেখ হাসিনা সেটা তাদের থেকে কেড়ে নিয়ে নিজেদের গোলায় তোলার সম্ভাবনা আছে।সে ক্ষেত্রে শেখ হাসিনার দখলের ফসল কাড়াকাড়িতে জড়িতদের কারো পিঠের চামড়া থাকবে না। শেখ হাসিনার সাথে ভারত থাকায় তিনি হিসাবের বাইরে থাকার মত নন।
পিআরে ছোট দল লাভবান হবে। পিআর অস্বীকার করে আন্দোলনের ফসল বিএনপি একা ঘরে তুলতে চাইলে ছোট দল সমূহ তাদের থেকে সরে গেলে বিএনপি একা আন্দোলনের ফসল ঘরে তুলতে পারবে কি? বিএনপি আবার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় তাতে জনগণ বিএনপির উপর বিরক্ত হয়ে আওয়ামী লীগকে ভোট দিলে বিষয়টা কেমন হবে? আমার ফেসবুকে আওয়ামী লীগের নাম নিশানা ছিল না, এখন দেখি সবই আওয়ামী লীগ! বিষয়টা কি? জনগণ তবে কি চায়? পিআর নিয়ে মতভেদে লিপ্ত বিএনপি ও অন্যদের পিঠের চামড়া আওয়ামী লীগ তুলে নেক এটাই কি তবে এখন জনগণের কাম্য? মতৈক্যের জন্য বিএনপিকেই পিআরের পক্ষে আসতে হবে। প্রচলিত পদ্ধতিতে বেশী সীট পেতে চাইলে হয়ত আন্দোলনের ফসল এবার আর বিএনপির ঘরে উঠবে না। সেটা জাশির ঘরে উঠতে পারে, অথবা আওয়ামী লীগের ঘরে ফিরে যেতে পারে।
জিয়ার জনপ্রিয়তা খালেদাতে ছিল না। খালেদার জনপ্রিয়তা তারেকে নাই। সুতরাং সাবধান না হলে বিএনপির আবারো সর্বনাশ ঘটতে পারে। পিআরে তাদের কিছু সীট অন্যদের ভাগে পড়লেও হাসিনা সামলাতে তাদেরকে আবার বিএনপি সাথে পাবে। নতুবা বিএনপি একা হাসিনা সামলাতে গেলে হাসিনার বেদখল হওয়া ফসল তিনিই আবার দখলে নিতে পারেন। আমার পেসবুকে আসা পেজ সমূহের জরিফে সেটাই মনে হচ্ছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা দশের কথা। যদিও রানু তাঁর অকুন্ঠ সমর্থক।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮
নতুন নকিব বলেছেন:
@সৈয়দ কুতুব,
সব দোষ চাঁদগাজীর একার কেন? কারণ কী?
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: যত দোষ নন্দ ঘোষ এটা সেজাতীয় কথা।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: নতুন নকিব@৭৫ সালের ঘটনা নিয়ে সবার চাইতে বেশি লিখেন চাদগাজি। এখন মহাজাগতিকের কেরা উঠেছে ৭৫ কে টেনে আনার । সে সময় বিএনপি ছিলো ? শেখ হাসিনা ১৯৮১ সালে ফিরে এসেছেন দেখে আবার ফিরে আসবেন উহা ইয়ামপসিবল। তখন উনার হাতে কারো রকতো লেগে ছিলো না কিনতু এখন আছে । ।
তাই চাদগাজির আছর বুঝাতে মজা করে লিখলাম । এটা সিরিয়াস কিছু না । ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: একাত্তরে ও পঁচাত্তরে জিয়া ছিলেন। এখন বিএনপি জিয়ার সৈনিক। আর ছুঁড়ে ফেলে দিলেন বলে হাসিনা ফিরবেন না তিনি এমন নন।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
দলগুলোর রাজনৈতিক বিরোধ আলাপ- আলোচনা বৈঠকের মাধ্যমে সমাধান করার সংস্কৃতি থাকলে পিআর হয়তো কিছুটা কাজে দিতো। এদেশে কিছু হলেই দলগুলো রাস্তায় আন্দোলনে নামে দাবি আদায় করবে। পিআর হবে আত্মহত্যার শামিল।
সরু চালের ভাত লবন দিয়ে খেতে ও ভালো লাগে। অশিক্ষিত, চোরের দেশে পিআর কেন অহি নজিল করে ও কিছু হবে না।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: পিআরে লাভ ছোট দলের, লস বড় দলের। সেজন্য ছোট দল পিআর চায় বড় দল পিআর চায় না। সেই সূত্রে বিএনপি পিআর চায় না। কিন্তু পিআর এর কারণে ছোট দল সমূহ বিএনপির সঙ্গ ছাড়লে বিএনপি ক্ষমতা পেয়েও একা আওয়ামী লীগ সামলাতে পারবে না। আওয়ামী লীগ সামলাতে বিএনপির সাথে ছোট দল সমূহের ঐক্য লাগবে। আর জনগণ পিআরের পক্ষে থাকলে পিআরের বিরোধীতার কারণে জনগণ বিএনপিকে ভোট নাও দিতে পারে।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০২
জেনারেশন একাত্তর বলেছেন:
আমরা কি সেভেন সিষ্টার দখল করবো না?
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা সেভেন সিষ্টার দখল করবো না। আরাকানকেও আমরা সাথে নেব না। তবে তারা স্বাধীন হতে পারলে আমরা তাদের সুপ্রতিবেশী হব। তারা আমাদের জনবল নিতে চাইলে আমরা তাদেরকে আমাদের জনবল দিয়ে সহায়তা দেব। আর্মি চাইলে প্রয়োজনে আর্মিও দেব।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
১৯৭৫ সালে কি ঘটেছে আপনার পক্ষে বুঝা সম্ভব হবে না; জাতি যুদ্ধ করেছিলো পাকী মিলিটারীর বলয় থেকে বের হয়ে আধুনিক বিশ্বের সাথে বড় হতে। ইডিয়ট আমেরিকা ও ইডিয়ট জিয়া জাতিকে আবার পাকী ও আফগানদের লেভেলে নিয়ে গেছে! ইহা আপনার মাথায় ঢুকবে না।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে জিয়া জনপ্রিয় ছিল। আর আপনার হিসাব অনুযা্য়ী জনগণ ইডিয়ট ছিল। তবে সেই ইডিয়ট জনগণও তারেক জিয়ার ভক্ত নয়। সেজন্য তারেকের নেতৃত্বে বিএনপি কেমন ভোট পায় বলা মুশকিল।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০১
শেরজা তপন বলেছেন: মুরুব্বীত কথা ঠিক আছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের একটা মার্জিন সমর্থক আছে সেটা অনেকে বুঝতে চায় না। তাদের নিকট শেখ হাসিনার সাত খুন মাপ। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আওয়ামী বিরোধীদের অনৈক্যে তারা মনবল ফিরে পাবে। তখন ঐক্যহীন আওয়ামী বিরোধীরা আওয়ামী রীগের মতই পালাবে।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫২
কামাল১৮ বলেছেন: যে ভাবে ভোট হয়ে আসছে সে ভাবেই হবে।নির্বাচন কমিশন সেটাই বলছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: নিয়ম মানলে শেখ হাসিনাকে ক্ষমতা ফেরত দিয়ে নির্বাচন না করলেই হয়।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৮
কলাবাগান১ বলেছেন: আমরা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করি, তারা কিছু পাবার আশায় করি না......।মোরাল ভ্যালু থেকে করি.....লিবারেল চিন্তা-ভাবনা থেকে করি....ব্লগের অনেকেই তুড়ি মেরে আওয়ামীকে উড়িয়ে দিতে চান কিন্তু আওয়ামী লীগ হল একটা আদর্শের নাম..সেখানে একবার এখানে আরেকবার ওখানে যাবার লোক সংখ্যা খুবই কম।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
সেখানে একবার এখানে আরেকবার ওখানে যাবার লোক সংখ্যা খুবই কম। কলাবাগান আপনি কি মতিয়া চৌধুরী, শাহজাহান খান তাঁদের থেকে বড় আওয়ামী লীগার? তারা আগে কোন দল করতো?
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩
সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ চাদগাজির ।
।