![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
গুন কমে যাওয়ায় বিএনপির ভোট কমে গিয়েছিল। ভোটাররা মনে করছে জামায়াতের দিক থেকে দূর্নীতি কম হবে। সেজন্য জামায়াতের ভোট কিছুটা বেড়েছে। ডাকসু ও জাকসু ভোটের ফলে জামায়াতের ভোট বাড়ার কিছুটা প্রমাণ পাওয়া গেছে এবং সেই সাথে বিএনপির ভোট খুব একটা না বাড়ারও প্রমাণ পাওয়াগেছে। আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলে তাদের ভোট বিএনপির পক্ষে যাওয়ার নিশ্চয়তা নাই। কারণ বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি তারা। বঙ্গবন্ধু হত্যায় তাঁর কন্যাগণ জিয়াকে সন্দেহ করেন। শেখ হাসিনার হত্যা চেষ্টায় তারেকের প্রতি আওয়ামী লীগের ঘোর সন্দেহ রয়েছে। সুতরাং আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলে হয়ত তাদের ভোটাররা ভোট কেন্দ্রে না গিয়ে তাদের অস্তিত্ব জানান দিবে।
বিএনপির জামায়াত বিরোধী প্রচারণায় জামায়াতের ভোট কমলে সেই ভোট বিএনপি পাবে কি? বিএনপির গুন না বাড়লে সেই ভোটাররা বিএনপিকে কেন ভোট দিবে? তাহলে সেই ভোট কারা পাবে? হয়ত সেই ভোটররাও ভোট না দিয়ে ঘরে বসে থাকবে।সাকুল্য কথা হলো ভোট বাড়াতে বিএনপির গুন বাড়াতে হবে যেন তাদের কমে যাওয়া ভোট আবার তাদের দিকে ফিরতে পারে।শাসকের সবচেয়ে বড় গুন দূর্নীতি ও বেকার মুক্ত বাংলাদেশ এবং সার্বভৌমত্ব রক্ষার দক্ষতা। যুদ্ধ থেকে আত্মরক্ষা করতে পারাও একটা বড় বিষয়।দূনীতি নিরসনে দূনীতির অভিযোগ রাষ্ট্রীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। দূনীতির অভিযোগ মিথ্যা হলে অভিযোগ কারীর বিরুদ্ধে এবং দূনীতির অভিযোগ সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।বেকারত্ব নিরসনে শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে এবং আত্মকর্মসংস্থান ও উদৌক্তা বৃদ্ধির তৎপরতা দ্রুত বাড়াতে হবে।
শেখ হাসিনার প্রতি যারা বিরক্ত ছিল তাদের বেশী সংখ্যক ভোট সম্ভবত জামায়াতের দিকে গেছে, কারণ শেখ হাসিনা বলেছেন জামায়াত তাঁকে তাড়িয়েছে। সেই সব ভোটার ভাবছে শেখ হাসিনা থেকে আত্মরক্ষায় জামিায়াত তাদের নিরাপদ আশ্রয়।বিএনপির আওয়ামী প্রীতি দেখার পর তারা বিএনপির দিকে যাবে না। বিএনপির আওয়ামী প্রীতি মনে হয় বিএনপির রাজনীতির গুটির ভুল চাল।এরজন্য তারা আওয়ামী বিরক্ত ভোট যেমন পাচ্ছে না, তেমনি আওয়ামী লীগের ভোটও পাচ্ছে না।সাকিব কান্ডে মনে হচ্ছে আওয়ামী লীগের রিজার্ভ ভোটে টান পড়েনি। তারা এখন সময়ের অপেক্ষায় আছে।
বিএনপির লোকাল লোকেরা বলছে হাই কমান্ড তাদেরকে ভোটের আগে নেতিবাচক দিক থেকে নিবৃত থাকতে বলছে। তারমানে ভোটে জয়ী হলে তারা নেতিবাচকতায় ঝাঁপিয়ে পড়বে। ভোটার এটা বুঝলে তারা বিএনপিকে কেন ভোট দিবে? বিএনপির একুল ওকুল সব কুলেই বন্যা পরিস্থিতি মনে হচ্ছে। আমি আজ স্বপ্নে দেখলাম আমি বিএনপিতে যোগ দেওয়ার পর বিএনপির ভোট ব্যাপক হারে বেড়েছে। আমি বিএনপিতে যোগ দিলে তাদেরকে আওয়ামী লীগের ও জামায়াতের বিষয়ে নিরবতার উপদেশ দেব। কথায় আছে সাইলেন্স ইজ গোল্ডেন এবং ভোটার বাকয়াচ পছন্দ করে না। মোবাইলের কল্যাণে এখন শুনে শিক্ষিত সব ভোটার।সুতরাং এখন ভোট পেতে গুন লাগবে।
আমার সবচেয়ে বেশী উপকার করেছে আওয়ামী লীগ। যার নুন খায় তার গুনতো একটু গাইতে হয়।আমার উপকার করায় দ্বিতীয় স্থানে আছে জাশি। তৃতীয় স্থানে আছে বিএনপি এবং চতুর্থ স্থানে আছে চরমোনাই।জাশি ভোটারের উপকার করে করে ভোট বাড়ায়। জাশির বদনাম করলেই বিএনপির ভোট বাড়বে বিষয়টি সেরকম নয়। তাতে বরং ভোটারের বিরক্তি বেড়ে বিএনপির ভোট আরো কমতে পারে। বিএনপির একত্রিশ দফা পড়ার ভোটারের টাইম নাই। তারা অল্প কথায় তাদের কাজের কথা প্রচার করুক। তাহলে যদি ভোটর তাদের প্রতি আকৃষ্ট হয়! যারা পড়তে পারে না তাদের জন্য লাগবে ইউটিউব ভিডিও। ইত্যাদির মাধ্যমে ভোটার যদি বুঝে বিএনপিকে ভোট দিলে তাদের বড় রকমের উপকার হবে তাহলে হয়ত তারা তাদেরকে ভোট দিতে পারে।
বিএনপি আমার সংসার চালানোর ব্যবস্থা করলে আমি চাকুরী ছেড়ে বিএনপিতে যোগ দেব এবং তাদের পক্ষে প্রচারণায় অংশ নেব। আর সরকারী চাকুরীতে থাকলে আমি নিয়ম অনুযায়ী নিরপেক্ষ থাকব। কারণ চার পক্ষই আমার মহা মহা উপকার করায় আমি কারো প্রতিপক্ষ হব না।
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো দোষ প্রচার করাকে গীবত বলে। এটি নেতিবাচক কাজ। ইতি বাচক কাজ হলো গুন দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ভোটারকে বুঝাতে সক্ষম হওয়া।
২| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: আপনি তো লোভী মানুষ হয়ে গেছেন।
লোভ ভালো নয়। লোভ মানুষকে ধ্বংস করে।
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের পরিবার বিএনপি ছিল। পরে বড় ভাই আওয়ামী লীগ ও মেঝভাই জামায়াত হয়। সরকারী চাকুরী করায় আমি কোন দিকে যেতে পারিনি। কারণ সরকারী চাকুরিজীবি রাজনীতি করতে পারে না।
৩| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩০
পুরানমানব বলেছেন: হুজুগে বাংলাদেশী।
আগে ভোটের সময় হাউয়ালীগ আর বিম্পি ছাড়া কিছু বুঝিতো না। ইহকালে যৎসামান্য পরিবর্তন হইয়াছে যাহার প্রভাব ডাকসুতে দেখা গেলো।
ঐসকল অপপ্রচার করিয়া এবার বিম্পি সুবিধা করিতে পারিবে না মনে হইতাছে।
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: অপপ্রচার গ্রাম্য নিম্নমানের মহিলাদের কাজ। এটা ভোট টানার কাজ নয়।
৪| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: এসব বাদ দিয়ে সনেট লিখুন।
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজনীতি করলে এক দল লোককে পক্ষে পাওয়া যায়। ভিলেজে এটা বেশ কাজে লাগে। আমাদের গ্রামে বিএনপি সংখ্যা গুরু। লীগে যা আত্মিয় বান্ধব আছে তাতে কোন রকমে চলে যায়।
৫| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১:০১
নতুন বলেছেন: দেশপ্রেমিক মানুষ কিভাবে জামাতের সমর্থক হয়?
জামাত ধান্দাবাজ দল। এরা ইসলামী দলও না।
ইসলাম পন্হি দল বলে দাবী করে কিন্তু ধর্মীয় শিক্ষায় উচ্চশিক্ষিত কোন নেতা তাদের আমির হয়েছে?
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি শিবিরের এক লোককে বলেছি, তোমাদের দল হলো মুদি দোকানে মেডিকেল হলের সাইন বোর্ড লাগানোর মত। তোমাদের দলের দাধ্যমে জনগণ প্রতারণার শিকার হয়। এরা লোকের উপকার করে সমর্থক বাড়ায়। দোষ সবার আছে। সেজন্য দোষের আলোচনা বাদ দিয়ে দেশের মেলিক সমস্যা সমাধানের কথা বলতে হবে। তাতে হয়ত ভোটর বেশী আকৃষ্ট হতে পারে। নির্দিষ্ট সময়ে আপনাকে আগে সবচেয়ে দরকারী কথা আগে বলতে হবে।
৬| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি বিশ্ব ও বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন সঠিকভাবে বুঝেন না, বুঝের কথাও নয়। এখন বাংলাদেশ কাহারা চালাচ্ছে, তারা কোনদিকে মোড় নিতে পারে, তা আপনি বুঝতেছেন বলে মনে হয় না।
যাক, এবারের ইলেকশান কখন, কিভাবে হচ্ছে, কাহারা ভোট করতে যাচ্ছে, ফলাফল কি মানুষের ভোটের সংখ্যা গুণে দেয়া হবে বলে মনে করেন?
০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ কিছু বুঝে না, যা বুঝার সেটা আপনি বুঝেন, তবে রানু ছাড়া আপনার কথা অন্য কেউ বুঝে না, এটা হলো আসল সমস্যা। জীবন তো শেষ করে ফেললেন , এখনও আপনার থিওরির বিশেষ কোন অগ্রগতি নাই। বিষয়টা ভিষণ হতাশার।
৭| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: পলিটিক্স আর ধরমো মিলিয়ে ফেললেন যে ? জামাত কি ফেইক propaganda চালায় না ? গত এক বছর ধরে জামাতের লোকজন যে পরকিয়া আর ধরষনে এগিয়ে এটা বলা গিবত কিভাবে হয় ?
১/২ দিন পরপর নিউজ হয় । একটা দল যারা নামের শেষে ইসলামিক তারা কিভাবে এসব কাজ করে মানুষ জানতে চাইবে না ?
০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সময় স্বল্প। এর মধ্যে আপনি দেশ, জাতি ও জনতার কি উদ্ধার করবেন জনগণ আপনার কাছ থেকে সেটা শুনতে চায়। কাজের কাজ বাদ দিয়ে আপনি অন্যের পিছনে লেগে থাকবেন, জনগণ আপনার নিকট থেকে সেটা আশা করে না। বিএনপি ক্ষমতায় এসে আগের সরকারের নাম নিশানা মুছতে ব্যস্ত থাকে তাদের এমন চরিত্রের কারণেই তাদের ভোট ব্যাপক হারে কমে গেছে। এটা কি জিয়ার আদর্শ? জিয়া খাল কেটেছেন বন্যা-খরা দূর করতে। পরে বিএনপি এটা চালু রেখেছে কি? সুতরাং অন্যের দোষ নয় বরং নিজের গুনের কথা বলা ভালো।
৮| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ভোট হবে ১৯৭৯ সালের মতো, ১৯৯১ সালের মতো, ২০০৮ সালের মতো; ভোটের রেজাল্ট দিবে আমেরিকান দুতাবাস ও সেনাবাহিনী, বাকীটুকু নাটক হবে।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা কতটুকু সঠিক?
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: জামাতের ভোট বেড়েছে কিনা সেটা বুঝতে ফেয়ার ইলেকশন দিতে হবে। প্রচার প্রচারণা সবাই সবার বিরুদ্ধে করছে। এটা খারাপ মনে করি না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ!