![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমাদের অফিস তোফায়েল আহমদের শ্বশুরের ভোলা তালুকদার বাড়ীতে ছিল।আমি তাঁর ছোট শালা পিন্টু তালুকদারের ছেলে-মেয়ে আব্দুল্লাহ ও মিথিলাকে আমি পড়াতাম লজিং সূত্রে।অনেকে আবার লজিং বাড়িকে শ্বশুর বাড়ি বলতো।তালুকদার বাড়ির ম্যানেজার হাফেজ সাইফুল্লাহ আমাকে জামাই বলে ডাকতেন। তিনি আমাকে জোরে-সোরে জামাই বলে ডাকলে আমার কম্পিউটারের ছাত্র-ছাত্রীরা অবাক হয়ে তাকিয়ে থাকতো।তখন আমি বলতাম এখানে এটা আমার ডাক নাম।ছাত্র আব্দুল্লাহকে বলতাম তোমার আপুকে আমার নিকট বিয়ে দিবা? আব্দুল্লাহ বলতো হ্যাঁ দেব। আমি বলতাম কেন? ও বলতো তাহলে আপনার নিকট কম্পিউটার শিখা যাবে। মিথিলাকে বলতাম তুমি কি আমার স্ত্রী হতে রাজি? মিথিলা মিস্টি করে হেসে চুপ থাকতো। ও তখন ক্লাস সেভেনে পড়তো।
তালুকদার বাড়ির পাশেই ছিল মোল্লা বাড়ি। ফজলুল কাদের মজনু মোল্লা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর একটা বাগানবাড়ি ছিল।মজনু ভাই বলেছেন যখন আপনার মন চাইবে তখন আপনি আমার বাগানবাড়িতে বেড়াতে যাবেন।তাঁর বাগান বাড়িতে আনকমন সব গাছ-পালা ছিল। আমি বেশ উপভোগ করতাম।তাঁর চাচাত ভাই আমার ছাত্র ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ছিলেন বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান।তাঁর আরেক চাচাত ভাই সাইদুল ইসলাম বাবু মোল্লা ছিলেন নাট্য অভিনেতা। টিভিতে তার অনেক নাটক ও মডেলিং দেখেছি।তাদের বাড়িতে একটা বিয়েতে আমি যাব না বলায় বাবু আমাকে কোলে করে তাদের বাড়িতে নিয়ে গিয়ে ছিল। তখন তোফায়েল আহমদের সাথে আমি এক সাথে বাবুদের বাড়িতে বিয়ের দাওয়াত খেলাম। আমার চাকুরীটাও আওয়ামী সূত্রে পাওয়া।ভোলা থেকে বদলী হয়ে পিরোজপুর গেলে জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আরিফুর রহমান ডেকে বললেন, আপনার কোন সমস্যা হলে আমাকে জানাবেন।সেখান থেকে ঝালকাঠি আসার পর আমু ভাইয়ের লোকেরা আমাকে বেশ সমিহ করতেন।তারা এমন ভাবদেখাতেন যেন আমি তাদের অত্যন্ত আপন জন।অফিসের যারা আওয়ামী ঘরনার তারা এখনও আমাকে বেশ সমিহ করে।
এখন জামাই পেলাম বিএনপি। জামাই বাবা এ্যানি চৌধুরীর খুব কাছের মানুষ। আমার মতে আওয়ামী লীগের কিছু দিন রেস্টের প্রয়োজন আছে। অন্যরা দেশ চালাতে অপারগ হলে না হয় তাদেরকে আবার ডেকে নেওয়া যাবে। আওয়ামী ইতিহাস বেশ লম্বা। তাদের ইতিহাসের সবটা হয়ত মুছে ফেলা যাবে না।বিএনপির খায়ের ভূইয়া নিজেই মেঝে মেয়েকে দশ হাজার টাকা সেলামী দিয়ে তাকে কলেজে চাকুরী দেওয়ার কথা বলেছেন। মেঝ মেয়ে মাস্টার্সে পড়ে। আমি জামাইকে তিন মেয়ের চাকুরীর কথা বলেছি। সে বলছে, ঠিক আছে। অবশ্য আমার সব মেয়েই মেধাবী।
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাই চাকুরী করে না। সে উকিল ও ঠিকাদার। তার রেস্টুরেন্ট বিজনেসও আছে। জাগরণে নয় আল্লাহ ও রাসূলের (সা) সাথে আমার স্বপ্নে কথা হয়েছে।
২| ০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ২:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আল্লাহর সাথে যিনি কথা বলেন তিনি নবী রাসুল পর্যায়ের হওয়ার কথা।
ইসলামীক ব্যাখ্যা: আপনি আল্লাহর সাথে স্বপ্নে কথা বলেছেন (নাউজুবিল্লাহ)। হয়তো আপনি মিথ্যা বলছেন অথবা কোনো না কোনো ভাবে আপনি অসুস্থ। আপনি ব্লগে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, খুব সম্ভব তখন আপনি অসুস্থ ছিলেন। আপনি আপনার ডাক্তারের কাছে বিষয়টি জানাতে পারেন, হয়তো তিনি আপনাকে ভালো মেডিকেশন দিতে পারবেন।
পূর্বের মন্তব্যে মজা করে কথা বলেছি। প্লিজ মনোকষ্ট নিবেন না। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহর সাথে যিনি কথা বলেন তিনি নবী রাসুল পর্যায়ের হওয়ার কথা। এমন কথা আপনি কোথায় পেলেন?
৩| ০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৪:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সনেট কবি ওলি লাভের পথে আছেন।
০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা হওয়া সুবিধা জনক।
৪| ০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৪:৪৭
জেনারেশন একাত্তর বলেছেন:
উনার শারিরিক অবস্হা কি এখন?
০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঔষধ খেতে হয়।
৫| ০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৪:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন:
তোফায়েলের পুরো রাজনীতিটা জাতির স্বার্থের বিপক্ষে গেছে; ছাত্র জীবনে পড়ালেখা না করায়, সমসাময়িক বিশ্ব সম্পর্কে কোন ধারণা ছিলো না। যুদ্ধের মাঝেখানে ফজলুল হক মনিসহ মিলে আওয়ামী যুবক ও ছাত্রলীগের ছেলেদের নিয়ে নতুন একটি মুক্তিযোদ্ধা গ্রুপ খোলে (বিএলএফ ); সেখান ২০/২২ হাজার সদস্য ছিলো, যারা ট্রেনিং সেন্টারগুলোতে পড়েছিলো।
শেখ সাহেব তাকে রক্ষী বাহিনীর ডিরেক্টর বানায়েছিলো; ১৯৭১ সালের ১৫ই আগষ্টে সেনাবাহিনী শেখের বাড়ী পৌঁচেছে শুনে সে পালিয়ে গিয়েছিলো, নরাধম।
০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি তোফায়েল আহমেদ আওয়ামী লীগ ছেড়ে যাননি।
৬| ০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
টাইপো:
শেখ সাহেব তাকে রক্ষী বাহিনীর ডিরেক্টর বানায়েছিলো; *১৯৭৫ সালের ১৫ই আগষ্টে সেনাবাহিনী শেখের বাড়ী পৌঁচেছে শুনে সে পালিয়ে গিয়েছিলো, নরাধম।
০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা থেকে আপনি তাঁকে বেশী চিনতেন কি?
৭| ০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৬:০৪
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ হাসিনা এসব অথর্বদের দলের রেখেছিলো, দলকে ঐক্যবদ্ধ করতে; ১৯৮১ সালের মে মাসে ৩ টি আওয়ামী লীগ ছিলো; কামাল-তোফায়েল গ্রুপ শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি বানায়েছিলো।
০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৬:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারমানে তিনি বঙ্গবন্ধু কন্যার উপকার করেছেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি আওয়ামী সূত্রে চাকরি পেয়েছেন। আপনার জামাই বাবা রা বিএনপির সূত্রে চাকরি পেয়েছে। এইখানে মেধা কোথায়? আপনি ছিলেন সনেট কবি তারপর হলেন ধর্মপ্রচারক তারপর হলেন রাজনীতি প্রচারক। আপনি আল্লাহ ও রাসুলের সাথে কথা বলেন ঘুমে জাগরণে!
আগামীতে আপনার আইটেম সং সাথে হিপহপ ড্যান্স করার সম্ভবনা আছে কি?