![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
নোয়াখালী ও কুমিল্লার চেয়ে ছোট বহু স্বাধীন দেশ আছে। উভয় এলাকার মানুষ যেহেতু তাদের এলাকাকে বিভাগ চাচ্ছে সেহেতু উভয় এলাকাকে বিভাগ করা হোক। নোয়াখালির প্রভাব আছে চট্টগামে, কুমিল্লায় ও ভোলায়। সেই হিসাবে কুমিল্লার আগে নোয়াখালীকে বিভাগ করা উচিত। তবে যেহেতু কুমিল্লা নোয়াখালী বিভাগে থাকতে চাচ্ছে না সেহেতু কুমিল্লাকেও বিভাগ করা হোক।
পাশের কোন এলাকার প্রভাব নোয়াখালীতে নাই। পাশের সব এলাকায় নোয়াখালির প্রভাব আছে। এ এলাকা থেকে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার সব হয়েছে। এ লাকার অবমূল্যায়ন ঠিক না। নোয়াখালীকে বিভাগ না করা বিষয়ে কেউ কোন লজিক খুঁজে পাবেন না।সাগর পাড়ে হওয়ায় নোয়াখালীর আয়তন বাড়ছে। এটা দেশের সবচেয়ে ধনী এলাকা। এরা শুধু সারা বাংলায় নয়, বরং এরা আছে সারা বিশ্বে।বাংলাদেশ নামক দেশটির অগ্রগতিতে নোয়াখালীর যথেষ্ট অবদান আছে। সামুর মডু মহোদয়ও এ অঞ্চলের। জিয়াউর রহমান এ অঞ্চলের জামাই। খালেদা জিয়া এ অঞ্চলের মেয়ে। তারেক জিয়া এ অঞ্চলের নাতি। এখানে স্বনামধন্য মানুষের অভাব নাই। বিভাগ হলে এ অঞ্চল আরো সমৃদ্ধ হবে। যা দেশের অগ্রগতিতে আরো বেশী অবদান রাখবে।
বিভাগের জন্য নোয়াখালীর মানুষ বহু কাল থেকে দাবী তুলে আসছে। কর্তৃপক্ষের এটা কানে না তোলা দু:খ জনক। আমি আসা করছি এ বিষয়ে কর্তৃপক্ষের খুব সীগ্র বোধদয় হবে।সিলেট বিভাগ হতে পারলে নোয়াখালী কেন নয়? আর নোয়াখালী যদি বিভাগ হয়েই যায় তাহলে সিলেট ও নোয়াখালীর মাঝখানে কুমিল্লাকেও বিভাগ করতে হয়।সেজন্য আমি চাই উভয় এলাকা বিভাগ হোক। ড. ইউনুস নোয়ালী ও কুমিল্লাকে বিভাগ করে দিলে উভয় অঞ্চলের মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা বিভাগ চায় না, তাদেরকে জোর করে বিভাগ করার দরকার নাই। নোয়াখালী ও কুমিল্লা বিভাগ চাচ্ছে, তাদেরকে বিভাগ করে দেওয়া হোক।
২| ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিভাগ করলে মানুষের লাভ নেই।
সরকারী কর্মকর্তাদের লাভ আছে।
আপনার লাভ নাই।
সচিবদের অনেক লাভ আছে।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: নোয়াখালী বিভাগ হলে আমার লাভ আছে। অন্তত এতে আমার মন শান্তি পাবে।
৩| ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার কারণগুলোর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে শেখের হত্যাকারী জিয়া, বাংলাদেশের সেরা ডাকাত তারেক ও সেরা নারী ডাকাত খালেদা যেহেতু নোয়াখালীর, সেহেতু নোয়াখালীকে বিভাগ করার দরকার, তাই করা হোক!
৪| ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
যে দেশকে এডমিনিষ্ট্রেটিভ এলাকায় ভাগ করে পার্লামেন্টারী সংসদীয় এলাকার সংখ্যা নিয়ে ও প্রতি এলাকার জনসংখ্যা নিয়ে! এগুলো দরকারী ভাবনা; জিয়া, তারক জিয়া ও বেগম জিয়া কোন ফ্যাক্টর নয়। আপনি ইউনিভার্সিটিতে পড়লে চিন্তাভাবনা আরো সঠিক হতো।
৫| ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ২:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সত্যিকার উন্নয়ন চাইলে বিভাগও বাদ দিতে হবে।
গুরুত্ব দিতে হবে উপজেলাকে।
তাহলেই দেশের উন্নয়নে হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় ভূগোল পরীক্ষায় ১৯টা জেলার নাম লিখতে হতো, আর বিভাগ ছিল ৪টা। এখন জেলা কি ৬৪টা, নাকি ৬০টা, তা যেমন গোলমাল লেগে যায়, উপজেলার সংখ্যা ৪৬৪, নাকি ৪৬০, সেটা নিয়াও গণ্ডগোল লাগে।

সবচাইতে ভালো হয় পূর্বতন ১৯টা জেলাকে ১৯টা বিভাগ করে দিলে। ফরিদপুর আর গোপালগঞ্জের মধ্যেও তখন কোনো গণ্ডগোল থাকবে না, নোয়াখালি আর কুমিল্লার মধ্যেও থাকবে না। বর্তমান বিভাগগুলো মার্জ হয়ে যাবে, কিংবা অ্যাবোলিশ করে দিতে হবে