নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনুসকে অসম্মান করা আমি পছন্দ করি না

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:০৩



সবে ধন নীলমনি সাত রাজার ধন এক মানিক ড. ইউনুস। তাঁর মাইক্রো ক্রেডিটে আমি দারিদ্র দূরিকরণ দেখেছি।এটা মহাশান্তির বিষয় বিধায় নোবেল কমিটি তাঁকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে। অনেকে তাঁর অনেক দোষের কথা বললেও নাই মামার চেয়ে কানা মামা ভালো সূত্রে আমি তাঁর উপর থেকে সমর্থন প্রত্যাহার করিনি। আর সুদ খাওয়ার বিষয় পরকালের বিষয়। রবীন্দ্র নাথ কি জান্নাতে যাবেন? তাহলে দুনিয়াবী গুণে রবীন্দ্র নাথ ভালোবাসা পেলে ড. ইউনুস কেন ভালোবাসা পাবেন না?

বাংলাদেশীদের মধ্যে একমাত্র নোবেল জয়ী ড. ইউনুস। এমন আরো পঞ্চাশ জন থাকলে না হয় আমি ড. ইউনুসকে উন্নত বিবেচনার বাদের তালিকায় ফেলতাম। নোবেল বিষয়ে বাংলাদেশী শুধুই একজন। তাঁকে বাদ দিলে আর থাকে কি? ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেও নোবেল পাননি। এতে বুঝা গেল এটা চেষ্টার বিষয় নয়, বরং যোগ্যতার বিষয়।

ড. ইউনুসকে অসম্মান করা যাদের পছন্দ নয় যারা তাঁকে অসম্মান করে তারা ড. ইউনুসকে অসম্মান করা যাদের পছন্দ নয় তাদের সমর্থন পাওয়ার কথা নয়। এমন একজন সোনাগাজী যাঁকে অনেকেই সমর্থন করে না। এ ইসুতেও আওয়ামী লীগ অনেক ভোট হারিয়েছে। কারণ তাদের মধ্যে ড. ইউনুসের অসম্মানের মাত্রা অনেক বেশী। কারো প্রতি ঘৃণা ছড়ানো এখন আর জনসমর্থন লাভের মেটার নয়। সেইটা হলে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে শিবির জয়ী হতো না। এখন জনসমর্থন বাড়ে সেবার মানের ভিত্তিতে। ঘটনা এটা হলে এবারের নির্বাচনে বিএনপি ঝুঁকিতে আছে। কারণ অতীতে তাদের সেবার মান ভালো ছিল না। শুধুমাত্র জনগণ তাদেরকে আরেকটা সুযোগ দিতে চাইলে তারা জয়ী হবে।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জনগণকে ক্ষমতার উৎস বলেছেন। কিন্তু আল্লাহ তাঁকে নিয়ে গেলে জীবনের সাথে তাঁর ক্ষতার অবসান ঘটে। শারিরিক দিক থেকে বেগম খালেদা জিয়া এমপি পদের যোগ্য নন। তথাপি তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণ তাঁকে এমপি পদের যোগ্য মনে করা তাদের বিবেচনার অযোগ্যতা সাব্যস্ত হবে।বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলে ভালো করতেন।অসুস্থতায় অনেক সময় মগজ ঠিক মত কাজ করে না। তাতে বেঠিক সিদ্ধান্তের সম্ভাবনা থাকে। আর বেঠিক সিদ্ধান্তের কারণে নির্বাচনে বিএনপি জয়ী হয়ে আবার পাঁচ বার দেশকে দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারলে পূরনো ইতিহাস ফিরে আসবে। তাতে অবশ্য আমাদের জাতি লজ্জা পাবে না। কারণ আমাদের জাতির পাওয়ার মত আর কোন লজ্জা অবশিষ্ট নাই।সেজন্য উন্নতি বাদ দিয়ে অবনতির সাথেই আমাদের সখ্যতা বেশী। নতূবা এমন একজন অসুস্থ্য মানুষকে রেষ্ট না দিয়ে রাজনীতির কঠিন মাঠে নামানোর হেতু কি? যে দল এমন কিছু করে তাদের থেকে ভালো কিছু হওয়া বিষয়ে সন্দেহের সুযোগ থাকে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:১৩

নতুন বলেছেন: আমরা জাতীগত ভাবে অন্যের সমালোচনা করতে বেশি পছন্দ করি।

ড: ইউনুস কে সুধখোর বলে গালী দিচ্ছে, তার নামে কত দূনিতির কথা বলবে।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: দোষ-গুণ সবার মধ্যে কম-বেশী থাকে। ড. ইউনুসের কিছু চমৎকার গুণ আছে। তিনি জাতি সংঘের মহাসচিব হতে পারলে সেটা আমাদের জন্য গৌরবের বিষয় হবে।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:




সে পাকিসতানের সাহায্য নিয়ে, বাইডেনের সাহায্য ক্যু করাতে দেশ ইয়েমেনের লেভেলে এসে গেছে, ইহা ৪/৫ বছরের মাঝে গৃহযুদ্ধে মাঝে যাবে। আপনার ভাবনাচিন্তা যেই পরিসরে আছে, আপনি ইউনুস, হাসিনা বেগম জিয়া, এরশাদ, জিয়া, ইয়াহিয়া ও আইয়ুবের অপরাধ বুঝার পজিশনে নেই।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে যাদের অপরাধ আছে তারাই ক্ষমতার চেয়ারে বসেন। আপনি তো আর সেই চেয়ারে বসছেন না।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:২০

সৈয়দ কুতুব বলেছেন: ড.ইউনুস নিরপেক্ষতা হারিয়েছেন।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে কেউ নিরপেক্ষতা ধরে রাখতে পারে না।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:২১

জেনারেশন একাত্তর বলেছেন:


@নতুন,

আপনার ভাগিনা যখন বেঁচে গেছে, আপনি দেশের ব্যাপারে ২ পয়সাও ভাবেন না, বুঝেনও না।
ইউনুস ক্যু করায়েছে, ইহা আপনার মগজে ঢুকবে না। এই ক্যু ডেশকে কোথায় নিয়েছে, সেটা আপনার মগজে প্রবেশ করবে না।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: যাদের বিরুদ্ধে ক্যু করানো হয়েছে তাদের প্রতি জনগণ খুশী ছিল না। সৈয়দ কুতুব ও জুলভার্নের কথা আপনি নিশ্চয়ই জানেন। ক্যু এর পক্ষে জনগণ রাস্তায় নেমেছে আপনার কানা চোখ সেটা দেখেনি।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:২৩

মাথা পাগলা বলেছেন: ইউনুস নোবেল পেয়েছেন প্রভুদের পা ধরে, এখন আমেরিকার জুলাই ক্যুয়ের পর প্রভুদের অ্যাসাইনমেণ্ট করছেন।

আর বিএনপির জন্ম হয়েছে রাজাকার পুনর্বাসন করে, স্বাধীনতাবিরোধি দল হিসেবে। সামনে বিএনপি ক্ষমতায় আসলে বামে নাস্তিক, ডাইনে আস্তিক, উপরে মুক্তিযুদ্ধ, নিচে রাজাকার আর এগুলোর বাইরে জঙ্গী মনোভাব মানুষ দিয়ে তৈরি বলয় দিয়ে ঘেরা সুন্দর একটি দল গঠন করবে।

তারপর আমেরিকার মদতে পাকিস্তান থেকে এনজিও স্টাইলে দেশে গোলা-বারুদ ভারতকে শিক্ষ দেবার জন্য। বাংলাদেশ ইউজ হবে প্রক্সি ওয়ার দেশ হিসেবে। দেশকে ভালোবাসলে দেশের বিপক্ষে থাকা লোকদের সাপোর্ট দেবার প্রশ্নই আসে না।

বিএনপির মাথায় ঘিলু নাই, যারা দল চালায় তারা খুবই প্রেডিক্টেবল। বিরোধী দলের ঘিলু থাকলে হাসিনা এতো অপকর্ম করতে পারতো না।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে সমর্থন করার মত কেউ নেই। ভোট দিতে হয় বলে ভোটার ভোট দেয়।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:২৪

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা @ ড. ইউনুস কে আরো ৫ বছর পেলে....

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ড. ইউনুস হয়ত নিজেই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন না। এখানে থেকে বদনামে পড়া বুদ্ধিমানের কাজ নয়।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:২৫

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন @আপনি ইউনুস সাহেব কে হিংসা করেন। =p~

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর সব মতের সাথে ব্লগারগণ সহমত নন।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


ইউনুস দুনিয়ার জান্নাত নোবেল পেয়ে গেছে,পরপারের নোবেল বাংলাদেশ থেকে কেউ পাবে বলে মনে হয় না।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারপর জাতি সংঘের মহসচিব হতে পারলে তাঁর সব আশা পূরণ হবে বলে মনে হয়।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৪০

জেনারেশন একাত্তর বলেছেন:



ড: ইউনুস জালিয়াত ও প্রতারক; ওকে জাতিসংঘ চেনে, বাংলাদেশ থেকে সে পালিয়ে যাবে।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ থেকে অনেকেই পালিয়েছেন, তিনিও সে পথ ধরলে সমস্যা কি?

১০| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৫২

শ্রাবণধারা বলেছেন: আপনার আজগুবি বিশ্বাস গুলো নিজের তলপেটের মধ্যে চেপে রাখতে পারলে ঠিক আছে, এগুলো রবীন্দ্রনাথ পর্যন্ত টেনে নিয়ে গেলে তো মুশকিল!

আপনি রবীন্দ্রনাথ এবং ইউনূস দুটো নামের বানানই ভুল লিখেছেন।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মানুষ মাত্রই ভুল আছে। সেজন্য আর ঠিক করলাম না।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:



হাসিনার বিপক্ষে আমিও ছিলাম; আমি নিজামীর বিপক্ষেও ছিলাম, আমি ইউনুসের বিপক্ষেও আছি। কিন্তু েরা ৩ জন সমান অপরাধ করেনি।

এই ৩ জনের মাঝে হাসিনা ঃলো ফেরেশতা; ইউনুসের কারনে জাতি জংগী জাতিটে পরিণত হয়েছে; রাজকারেরা ডেশ চালানোর ভার পেয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পরিমাপ এক রকম এবং অন্যদের পরিমাপ অন্য রকম।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি কম্প্যউটারের ট্রেনিং পাওয়ায় জাতি সামান্য উপকার পাচ্ছে আপনার থেকে; রাজাকারের বাচ্চারা বাকী বাচ্চাদের জংগী বানাবে; জংগীরা ১৯৭১ সালের মতো নিরীহ বাংগালীদের হত্যা করছে ও করবে।

০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ১০:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশ রক্ষা করার জন্য কেউ নাই। সবাই নিজেদের সার্থ রক্ষায় মহাব্যস্ত।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ১০:৩৮

মেঘনা বলেছেন: জাপানে ১৩৭ জন নোবেল প্রাইজ বিজয়ী আছেন। তাই তাদের মনে হয় নাই দেশের প্রধানমন্ত্রীর সাথে নোবেল প্রাইজের কোন সম্পর্ক থাকতে পারে।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ডঃ ইউনূসের বয়স হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.