| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
একটি নিরপেক্ষ সংস্থার জরিপ অনুযায়ী এখন বিএনপির ভোট ১৯% (প্রায়), জামায়াতের ভোট ১৬% (প্রায়), আওয়ামী লীগের ভোট ৯% (প্রায়), এনসিপির ভোট ৩% (প্রায়) সিদ্ধান্তহীন ভোট ৩০% (প্রায়), ভোট দিতে অক্ষম, ভোট দেয় না এবং অন্যান্য দল ২৩% (প্রায়)। পরিবার তন্ত্র ও রাজাকারতন্ত্রের কারণে সিদ্ধান্তহীন ৩০% ভোট যদি পরিবর্তনের প্রত্যাশার কারণে এনসিপি নিজেদের দিকে টানতে পারে তাহলে তারা জয়ী হতে পারবে। তবে সিদ্ধান্তহীন ভোটে যদি উল্যেখ যোগ্য সংখ্যক ইসলাম পন্থী ভোট থাকে তবে এনসিপিকে এনআইপি নামে আরেকটা দল গঠন করে সেই দলের সাথে জোট করে নির্বাচন করতে হবে।
সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে একশত জন থাকলে এক হাজার কাফিরের উপর জয়ী হবে।কারণ তারা বোধশক্তিহীন সম্প্রদায়।
৬৬। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন।তিনিতো অবগত আছেন যে তোমাদের মধ্যে দূর্বলতা আছে।সুতরাং তোমাদের মধ্যে একশত জন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজন উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহর অনুমতিক্রমে তারা দুই হাজারের উপর বিজয়ী হবে।আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
* মোট ভোটারের এক তৃতীয়াংশ এনআইপির সদস্য হলে এনআইপি ভোট যুদ্ধে জয়ী হবে। তার আগে এনআইপি এনসিপির সাথে জোটে থেকে ইসলামের বদলে ইনসাফ প্রতিষ্ঠিত করবে।ইসলাম প্রতিষ্ঠিত করতে তারা কোন আইনে দেশ চালাবে তার জন্য তারা একটি ল’বুক বা আইনের বই তৈরী করবে।এনআইপির আইন যাদের পছন্দ হবে তারা এনআইপির সদস্য হবে। এনআইপির ল’বুক বা আইনের বই তৈরী করতে একটি ইসলামী আইন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত করতে হবে। আমি এ কেন্দ্রের সমম্বয়ক হতে চাই। আমার কাজ হবে ইলামী স্কলারগণের সেমিনার আয়োজন করে তাঁদের মতামতের ভিত্তিতে ইসলামী আইন প্রণয়ন ও প্রকাশ করা। এতে কারো আপত্তি থাকলে সেমিনার ডেকে সে আপত্তিরও মিমাংসা করা হবে। এভাবে গ্রহণযোগ্য ইসলামী ল’বুক তৈরী করে সেই আইনে দেশ পরিচালনার জন্য এনআইপি তাদের দলের সমর্থক সদস্য সংগ্রহ করবে। যাদের মাসিক অনুদানে এনআইপি ও এর গবেষণাকেন্দ্র পরিচালিত হবে।
আগামী নির্বাচনে এনসিপি ও এনআইপি জোটের ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট প্রার্থন করলে তাদের পক্ষে ভোটারের সাড়া মিলার সম্ভাবনা আছে। এ নির্বাচনে তারা কিছু আসন পেলেও পাঁচ বছর কাজের পর তাদের ভোট অনেক বাড়তে পারে। তাতে নাহিদ ইসলামের কথা অনুযায়ী দলটি দশ বছরে ক্ষমতায় গেলেও যেতে পারে।
১৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: শুরুতেই ৩% ভোট একেবারে কম না। জামাইতো বিএনপি। ছোট মেয়ে এনসিপি। সে তাদের প্রোগামে যায়। তারা ভালোই সাড়া পাচ্ছে বলল। কারণ যারা এতদিন ধরে আছে তাদের অনেক বিষয়ে জনগণ অনেক বিরক্ত।
২|
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২২
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপি একক ভাবে ভোটে গেলে এক সিট ও পাবে না । যদি আসন সমঝোতা হয় তবে সংসদে যেতে পারবে । তিন শতাংশ জরিপ দিয়ে পলিটিক্স হয় না । যারা বলেছে এনসিপিকে ভোট দিবে তাদের ইলেকশনের দিন বড়ো দলগুলোর যে কোনো একটাকে ভোট দিবে ।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: বড় দলগুলো আওয়ামী লীগের কিছুই করতে পারেনি। এনসিপির নাহিদ পেরেছে। তাদের পক্ষে জনগণের সাড়া দেখা যাচ্ছে। আপনি তো অনেক কথাই বলেন। আপনার কথা কতটুকু সঠিক হয় সেটা ভোটের পর দেখা যাবে। পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। তেমন হলে আওয়ামী লীগ এখনো ক্ষমতাতেই থাকতো।
৩|
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি তো অনেক কথাই বলেন। আপনার কথা কতটুকু সঠিক হয় সেটা ভোটের পর দেখা যাবে।
মিলিয়ে নিয়েন । আসন সমঝোতা করে ইলেকশন হবে । জামাত-এনসিপি-বিএনপি মিলে জোট সরকার গঠন করবে । বিরোধি দলের আসন ফাকা থাকবে ।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মেঝভাইয়ের পরিবার জামায়াত। তারা এখন মার্জিন আসন লাভের স্বপ্নে বিভোর। আমার বড় সমন্দীর স্ত্রী আওয়ামী লীগ। আমাদের লক্ষ্মীপুর-২ খালেদা জিয়ার সাবেক আসন। আমার বড় সমন্দীর স্ত্রী সন্ধায় জানালো লক্ষ্মীপুর-২ আসনে জামায়াত এগিয়ে। তাঁর এটা বলার কারণ আমাদের জামাই এখানে ছাত্রদলের সবচেয়ে বড় নেতা। জামায়াত এবার ক্ষমতা না হয় প্রধান বিরোধী দল হতে চায়। তথাপি আপনি যখন একটা কথা বলেছেন তখন আমাদেরকে এটা সঠিক হওয়া বিষয়ে অপেক্ষায় থাকতেই হচ্ছে।
৪|
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
রাসেল বলেছেন: আমরা কাকে ভোট দেব - ব্যক্তি নাকি দল?
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: পরিবার তন্ত্র পছন্দ না হলে এনসিপিকে ভোট দিতে পারেন। আপনাদের ভোট তাদের সাহস বাড়াবে। এরপর এক সময় হয়ত জাতি পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে।
৫|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:১৫
রাসেল বলেছেন: আমাদের দেশের স্ব-দাবীকৃত ভালোমানুষদের কথা শুনে এবং কাজ দেখে, রজনীকান্ত সেনের গানটি মনে পড়ল-
তুমি আমার অন্তঃস্থলের খবর জান,
ভাবতে প্রভু আমি লাজে মরি!
আমি দশের চোখে ধুলো দিয়ে
কী না ভাবি আর কি না করি!
----------------------------
যেমন পাপের বোঝা এনে প্রাণের আঁধার কোণে রাখি
অমনি চমকে উঠে দেখি, পাশে জ্বলছে তোমার আঁখি
তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে চরনণতলে পড়ি
বলি‘বমাল ধরা পড়ে গেছি ; এখন যা কর হে হরি ।
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি বলতে চান সেটা একটু বুঝিয়ে বলুন। আমরা পশ্চাদপদ একটি রাষ্ট্রের নাগরিক। আমরা আবার ইঙ্গিতে বলা কথা সহজে বুঝি না।
৬|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
মেঠোপথ২৩ বলেছেন: নাহিদ , আখতারকে সরিয়ে হাসনাত আব্দুল্লাহকে এনসিপির নেতৃত্বে আনা হলে এনসিপির ভোট বেড়ে যাবে। একমাত্র হাসনাতেরই নির্বাচনে জেতার সম্ভাবনা রয়েছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি আর আপনার জামাই দিলে ২টা ভোট বাড়বে।
এছাড়া আর তো কোন উপায় দেখি না।