নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার বিষয়টা আসলে কি?

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৮



শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত মামুনুল হক গেলেন আফগানিস্তান। আফগান মন্ত্রী এলেন দিল্লী। জামায়াত নেতা গেলেন ভারত। জামায়াত নেতার সাথে মামুনুল হকের সখ্যতা দেখাগেল।শেখ হাসিনার আ্ইনজীবি হেরে গিয়ে খুশী হলেন। শেখ হাসিনার ফাঁসির রায়কে ভারত খুব একটা গুরুত্ব দিল না।শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া বাস্তবে কোন সুবিধা জনক বিষয় নয়। সুতরাং শেখ হাসিনা আপাতত বানিজ্যের বিষয় হয়ে থাকবেন। ভারত তাঁকে হেফাজতে রেখে লাভবান হবে। বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ভারতের জিম্মায় রেখে ক্ষমতায় টিকে থাকতে চাইবে।তবে আওয়ামী লীগকে দমনে রাখতে তাদের কিছু আটকা পড়া নেতাকে ফাঁসি দেওয়া হবে। শেখ হাসিনার মূল বন্ধু কংগ্রেস কিন্তু মদীর শত্রু।আর বাংলাদেশে আওয়ামী লীগ দৌড়ের উপর থাকা মূলত মদীর কোন বিষয় না।

আজকের রায়টা হয়েছে আওয়ামী লীগকে চাপে রাখতে। জামায়াত-বিএনপি উভয় ভারতের আনুকল্য চাচ্ছে। সকলেই এখন ছন্নছাড়া আওয়ামী লীগের ভোটগুলো চায়।সেজন্য কে কখন কি বলে কারো মাথা ঠিক নাই।আওয়ামী বিরোধী চক্রান্তে ভারত যুক্ত থাকলে আওয়ামী লীগের কপালে ভোগ আছে।আমার নিকট বিষয়টা যথেষ্ট ঘোলাটে মনে হচ্ছে। তবে শেখ হাসিনার যে ফাঁসি হচ্ছে না এটা বুঝতে পারছি। সকল পক্ষ তাঁকে থামিয়ে রেখে নিজেরা লাভবান হতে চাচ্ছে। তিনি দেশে ঢুকলেই তাঁর ফাঁসি হবে তিনি এটা বুঝতে পারলে বাধ্য হয়ে তাঁকে চুপচাপ থাকতে হবে।

অভিজ্ঞ ব্লগার জনাব শাহ আজিজ রানুকে চুপ থাকতে বললেন, কারণ রানুদেরকে চুপ করিয়ে রাখার প্রক্রিয়া চলছে।আওয়ামী লীগ উত্তেজিত হয়েই আবার চুপ হয়ে যাচ্ছে। কারণ পরিস্থিতি রহস্য জনক। আওয়ামী লীগের আন্দোলন বিএনপির মত ফলহীন হওয়ার সম্ভাবনা আছে। নড়াচড়া করলেই জেলজুলুমে পড়তে হতে পারে। কে যেন বলছিল জামায়াত এত্ত সাহস কই পায়? এটা আমারো প্রশ্ন।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: শাহ আজিজ সাহেব আজকে যে বিহেভিয়ার দেখালেন আমি হতবাক । :-&

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি অবাক হইনি। জামায়াতের এক নেতা আমাকে বলেছে মদী তাদের বন্ধু। গোলমালে সব গেল গোলায়ে। দিবেন কি মাথায় হস্ত বুলায়ে?

২| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ক্যাঙ্গারু কোর্টের রায়ে আপনি খুশি তো?
উকিল সাহেব তো দেখলাম খুশির
চোটে হাঁসছেন

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: রায়ে হেরে গিয়ে হাসা উকিলের পক্ষ পরিবর্তনের আলামত। সুতরাং উকিল পরিবর্তন করে এ মামলা রিট্রায়াল করতে হবে।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:৩০

মেঠোপথ২৩ বলেছেন: ছাত্ররা সামনে হয়ত আমারো পথে নামবে যেহেতু রাজনৈতিক দলগুলোর অবস্থান অত্যন্ত সন্দেহজনক। নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হতে পারবে না। ধীরে ধীরে এই দাবী আরো জোড়োদার হবে বলে মনে হচ্ছে।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জুলাই সনদ পাস না হলে ২০২৬ সালে নির্বাচন কিসের ভিত্তিতে হচ্ছে? সংবিধান অনুযায়ী তো ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা। শেখ হাসিনা পালিয়ে গেলে সরকারী দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে। সুতরাং প্রধানমন্ত্রী কে হবেন এটা জানার জন্য নতুন নির্বাচনের দরকার নাই।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:১০

তানভির জুমার বলেছেন: দেশে অল্প কিছুদিনের ব্যবধানে ২ হাজারের বেশী মানুষকে হত্যা করা হয়েছে। ২০ হাজারের বেশী মানুষ চিরতরে পঙ্গু, ৭-৮শ মত মানুষ আর কোনদিন চোখে দেখতে পাবে না। ৩ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধাকেও বিনা কারণে হত্যা করা হয়েছে। গুম-খুন-ক্রস ফায়ার, লোটপাট, আর পাতানো নির্বাচনের কথা বললে তাকে কয়বার ফাঁসি দেওয়া উচিত?

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি বিচার প্রক্রিয়া গ্রহণযোগ্য হওয়ার দরকার আছে।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: রানুরা চুপ থাকবে না।
যেখানেই অন্যায় সেখানেই হবে রানুর প্রতিবাদ।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রতিবাদ করা অপরাধ না। কিন্তু যারা অপরাধী তারা প্রতিবাদ সহ্য করে না।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯

আলামিন১০৪ বলেছেন: হাসিনাকে ভারতই মেরে ফেলবে

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত তাঁকে মেরে ফেললে ব্যবসা করবে কি দিয়ে?

৭| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮

কিরকুট বলেছেন: এই গন্ধযুক্ত কায় কারবার নিয়ে না ভেবে নিজের জন্য ভাবুন। নিজের মন কে এইসব কলুষতা থেকে দূরে রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.