নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ভিন্ন নামে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারে

২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৫৪



কাদের সিদ্দিকীর দলের নমিনেশনে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারে। পোষ্টারে কাদের সিদ্দিকীর সাথে পুতুলের ছবি দিলেই আওয়ামী ভোটাররা বুঝবে নির্বাচনে তাদের প্রার্থী কে? যেভাবেই থাকুক নির্বাচনে সবদল থাকলে এবং নির্বাচন নিরপেক্ষ হলে সেটা জাতির জন্য ভালো।

কম আর বেশী বাংলাদেশের সব দলের গায়েই ময়লা আছে।ভোটারদের পছন্দও বিভিন্ন রকম।সব ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরী।হাজার জন হাজার কথা বলে। তারা আবার মিথ্যা কথাও বলে।জন বান্ধব যে কোন দল সেটা বুঝা মুশকিল। পুরাতন দলের কাজ জনগণ দেখেছে। নতুন দলের কাজ জনগণ না দেখলেও তাদের প্রতি জনগণের আস্তার জায়গা তৈরী হচ্ছে না।

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশের কি কি উন্নতি হয়েছে? নতুন সরকার আসার পর দেশের উন্নতি না হলেও যারা সরকারী দল হবে তাদের উন্নতি হওয়ার বিষয়টি আগাম বলে দেওয়া যায়। দুলাল সাহা থেকে সমাজতন্ত্র বিষয়ে আক্ষেপ শুনলাম। সোনাগাজী সেই দলের লোক। একদিন হয়ত তাঁকে সেই আক্ষেপ নিয়ে মরতে হবে। জাশি এবার ক্ষমতায় যাবে আমি এটা মনে করি না। একাত্তরে তাদের বাংলাদেশ বিরোধীতা জনগণ মেনে নিলেও তাদের একাত্তরের অসম্মান হয়ত জানগণ মানবে না।বাড়াবাড়ি যারাই করুক সেইটারও একটা সীমা থাকা লাগে।

৩২ নম্বর ভেঙ্গে ফেল্লে সেটা কি আবার গড়া যাবে না? কিছু কাজ হয়েছে যা একান্তই অপ্রয়োজনীয়। কোনভাবেই দেশে আর মব চলতে দেওয়া যাবে না। পুতুল রাজনীতিতে আসলে আমি তাঁকে স্বাগত জানাব। আমি বিএনপিকে ভোট দিলেও আমি নিরপেক্ষ। আমি চাই দেশের যে কোন নাগরিকের দেশের জন্য কাজ করার সুযোগ থাকুক। আমাদের বিগত দিনের সরকার ব্যবস্থার মত সরকার ব্যবস্থা থাকলে হয়ত আমেরিকায় মামদানী মেয়র হতে পারতো না। আমেরিকা ও ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন নাই। আমাদের দেশেও তেমন গণতন্ত্র থাকুক।এক লোক ভদ্রলোক ও অভদ্র লোকের ভোটের তফাতের কথা বলেছেন। কিন্তু অভদ্র লোকেরা ঐক্যবদ্ধ হলে ভদ্রলোকেরা ক্ষমতায় থাকতে পারবে কি?

এনসিাপর রিক্সাওয়ালা নমিনেশন মন্দ লাগেনি। এ সুবাদেস তারা সারা দেশে এ শ্রেনীর ভোট পেলে সেটা তাদের কাজে লাগবে। উচ্চ কক্ষে পিআর আশা ব্যঞ্জক। সব মিলিয়ে দেশের ইতি বাচক পরিবর্তন কাম্য। গত রাতে স্বপ্নে আগামী সরকারের লোকদের অপহরণ বানিজ্য দেখে হতাশ হলাম।হতাশা দেখতে দেখতে আমাদের মনজগতেও হতাশাই কাজ করে। তার থেকেও হয়ত হতাশা জনক স্বপ্ন দেখে থাকতে পারি। তথাপি ভালো কিছুর অপেক্ষায় থাকতেই ভালো লাগে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ২:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: আওয়ামীলীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত ছিল। সেক্ষত্রে দলের ভালো মানুষজন এবার সামনে চলে আসতে পারতো।

২| ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে আর মব চলতে দেওয়া যাবে না।
......................................................................
এটা তো সাধারন জনগণের ইচ্ছা
কিন্ত বাস্তবায়ন করবে কে ???
সরকার বিদেশীদের ডেকে বন্দর দিতে পারে ( যা তার এখতিয়ার আছে ?)
তাহলে জনগনের সম্পদ রক্ষা করবে কে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.