| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আপার দলকে নির্বাচনের বাইরে রাখলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন গ্রহণযোগ্য না হলে অনেক দেশ আমাদের দিক থেকে সহযোগিতার হাত গুটিয়ে নিবে। আমাদের আবার বিশ্বের প্রায় সব দেশের সহযোগিতা লাগে। সেজন্য আমাদের নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার দরকার আছে।
আপার বিরুদ্ধে জোট করতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পিআরএ জাতীয় সংসদের নিম্ন কক্ষের আগে করতে হবে। তাতে জানা যাবে আপা বিরোধী জোটের নেতৃত্ব দিবে কোন দল এবং সেই দল শরীক দলের কোন দলকে কোথায় কোন আসন ছাড়বে। জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পিআরএ আগে হলে নিম্ন কক্ষের নির্বাচনের উচ্চ কক্ষের মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করে নেওয়া যাবে।
আপার দলের সাথে ভারত ও রাশিয়া এবং ‘র’ ও ‘কেজিবি’ আছে। সুতরাং আপার দলকে হিসাবের খাতার বাইরে ছুড়ে ফেলা ঠিক না। এতে হিতে বিপরীত হতে পারে। আপা বিরোধী জোট জাতীয় সরকারের মত সরকার হলে শক্তিশালী হবে। আপা যেহেতু ফাঁসির আসামী সেহেতু আপার দলে একজন ভারপ্রাপ্ত সভাপতি হলেই চলবে। আপার দল ঘুরে দাঁড়াতে পারবে না এমন ধারণা আসলে ভুল ধারণা। আপার দলকে চেপে ধরে রাখলে সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারলে অনেকের জন্য অনেক বেশী অসুবিধা হবে। তারচেয়ে বরং যা হয় হোক তা’ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হোক। অতিরিক্ত বাড়াবাড়ি কোন কালে ভালো না। আর আপা বিরোধীদের কারো এখনো এককভাবে ক্ষমতা ভোগের সময় আসেনি। তাদের কেউ এককভাবে ক্ষমতা ভোগ করতে চাইলে আপা ভয়ংকরভাবে ফিরে এসে তাদের ঘাড় মটকাবার সম্ভাবনা। পালিয়ে থেকেও আপা কিন্তু হুমকি-ধামকি কম দিচ্ছেন না। সঠিক নির্বাচনে আপা যদি দেখেন তাঁর জনসমর্থন খুব বেশী কমে গেছে তখন আপা কিছুটা দমে থাকবেন। তখন আপা বিরোধীদের লিডিং দল একক নির্বাচন করতে চাইলে তাদের শরিকেরা জোট করে নির্বাচন করতে পারবে। যে কোন অবস্থায় আপার দলকে নির্বাচনের বাইরে রেখে করা নির্বাচন জাতির জন্য আত্মঘাতি হবে। আমাদের এমনিতে সমস্যার অন্ত নাই। তার উপর একটা গৃহযুদ্ধ লেগে গেলে এর ধকল আমরা সইতে পারব না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হলে সবাইকে সাথে নিয়ে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করা উত্তম। আপা বিরোধী উত্থান সিএইএ কেন্দ্রীক হলেও ট্রাম্পের কারণে এটি এখন দূর্বল। সংগত কারণে সব দিক হিসাব করে কাজ না করলে জাতির জন্য বিপদ হতে পারে।
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপা এত্তগুলো মসজিদ বানালেন। তাঁর সাথে আল্লাহ নাই সেটা আপনাকে কে বলল? ইহকাল বিষয়ে আল্লাহ নিরপেক্ষ থাকেন।
২|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৬
সৈয়দ কুতুব বলেছেন: এটা পসিবল না । আপা সে পথ নিজেই close করে দিয়েছেন। শেখ হাসিনা ইলেকশনে দাড়াতে না পারলে লিগ কোনোদিন সেই ইলেকশন participate করবে না । শেখ হাসিনাকেখুব নরমাল ভাবে গদি থেকে সরানো হয়নি । ![]()
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপার মেয়ে সায়মা ভাগ্নিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। বিশ্বের সব দেশে বাংলাদেশী আছে। রেমিটেন্স আমাদের বড় সম্বল। এটা ঠিক রাখতে আমাদেরকে বিশ্ববাসীর মন যুগিয়ে চলা উচিত।
৩|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৭
কিরকুট বলেছেন: শুনুন, এই মূহুর্তে জামাত শিবির ও এনসিপি কোন ভাবেই চাইবে না , আওমিলীগ নির্বাচন করুক । এনসিপির ভুঁইফোড় নেতা নেত্রীদের আতংকের নাম আওমিলীগ । এরা ভালো করেই জানে আওমিলিগের নেতৃত্ব পরিবর্তন হলেও এদের নিস্তার নাই । কারণ এদের অধিকাংশ বিগত ১৬ বছর আওমিলীগের বাটার চেটে নিজেদের স্বাস্থ্য মোটাতাজা করেছে। এদের অনেকেই ভাত খাইতে পারতো না একবেলা ঠিক মতো তারা এখন ওয়েস্টিনে হাঁসের মাংস চাবায় ।
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ না চাইলেও ভ্ন্নি নামে হলেও আওয়ামী লীগ নির্বাচনে থাকবে।
৪|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি এখনো আম্লিগ নিয়ে আছেন!
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগকে মাইনাস করা গেছে বলে আমার মনে হয় না।
৫|
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত সহজে আপার দল আবার আসতে পারবে বলে মনে হয় না। শেখ পরিবার ছাড়া এই দল হবে জাতীয় পার্টির মত ছোট একটা দল। তবে বিএনপি যে আকাম শুরু করেছে ক্ষমতায় যাওয়ার আগেই, তাতে আওয়ামী লীগের ফেরত আসতে বেশী সময় লাগবে না। তবে আপা না...
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপার দল বলতে আমি আওয়ামী লীগকেই বুঝিয়েছি।
৬|
২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আ'লীগ অনেক অনেক বড় একটি দল।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৮
অগ্নিবাবা বলেছেন: আপার দলের সাথে ভারত, রাশিয়া, র, কে জি জি বি, অমুক তমুক অনেক কিছু আছে, আর জামাতের আছে আল্লাহ, আপনাদের ভয় কি? নাকি ইমানে ঘাটতি আছে?