| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
মহাকাব্যের হে ছন্দ রিদ্ধী রহমান
অগনন তারকার দোলনায় দোলে
একটি চাঁদের হাসি চাঁপাদের দলে
শুধুই তুমি হে তৃষা- নিবারণ জল।
কতশত উপমায় করি অনুমান
অনিবার চেয়ে থাকি এ পদ্ম কমলে
কল্পণার অবারিত মুগ্ধতার ছলে
একটি হীরক খন্ড জৌলুশে উজ্জ্বল।
হে চঞ্চলা হে চঞ্চলা মর্তের অপ্সরা
কত কথা জান তুমি অনিবার মায়া
লুকিয়ে চোরের দল পেয়ে আত্মহারা
তোমার কথিকা স্নিগ্ধ সুশীতল ছায়া।
বিধাতার মোহনিয়া হে সৃষ্টি অনিন্দ
খানিক তোমার স্পর্শ নিরন্ত আনন্দ।
০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
২|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা লেখেন ধর্ম নিয়ে কাটপেস্ট বন্ধ করুন।
০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি কি নিয়ে লিখব সেটা আমার বিষয়। ধর্মের বিষয়ে আমার সাথে কারো আলোচনার পথ আমি বন্ধ রাখিনি। ধর্মের বিষয়ে আমি ফেসবুকে চার হাজারের বেশী পোষ্ট করেছি। ২০১৬ সাল থেকে আমি ক্রমাগত পোষ্ট করছি। বড় বড় গ্রুপ সমূহে আমার পোষ্ট নিয়মিত এ্যপ্রুভ হয়। Click This Link এ লিংক এ একটি বড় গ্রুপে আমার পোষ্ট সমূহ পাবেন। ওরা আবার আমাকে মডারেটর বানিয়েছে। আপনি নবি (সা) বংশের লোক হিসাবে আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে আপনার সব কথা মানতে আমি বাধ্য নই।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা